ইন্ডিয়ান মেডিকেল ভিসা করতে কি কি লাগে? কত টাকা লাগে ২০২৫

This Template Designed By E10Script

ইন্ডিয়ান মেডিকেল ভিসা করতে কি কি লাগে? ৫ আগস্ট পরবর্তী ইন্ডিয়া বাংলাদেশের সম্পর্কে টানাপোড়েন মাঝেও ভারত যে কয়টি ভিসা চালু রেখেছে তার মধ্যে অন্যতম হলো মেডিকেল ভিসা। অনেকে মেডিকেল ভিসা বন্ধ আছে এমন ধারণা করলেও বাস্তবে ইন্ডিয়া মেডিকেল ভিসা বন্ধ করেনি। তবে মেডিকেল ভিসা প্রক্রিয়া আগের মত ততটা স্বাভাবিক নেই। 

কিছুটা সীমিত পরিসরে মেডিকেল ভিসা দিচ্ছে ভারত সরকার। তাই যারা মেডিকেল ভিসা নিয়ে ডাক্তার দেখাতে ইন্ডিয়া যাবেন তাদের জন্য এই পোস্টে আমরা ইন্ডিয়ান মেডিকেল ভিসা করতে কি কি লাগে? কত টাকা লাগে? কত দিন মেয়াদ? ইত্যাদি নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করি৷ 

আরও পড়ুন: 

ইন্ডিয়ান মেডিকেল ভিসা করতে কি কি লাগে?

ইন্ডিয়ান মেডিকেল ভিসা করতে কি কি লাগে?

আমরা যখন মেডিকেল ভিসায় ডাক্তার দেখাতে ইন্ডিয়া যাওয়ার পরিকল্পনা করি তখন ভিসা করতে কি কি কাগজ পত্র লাগবে তা নিয়ে দ্বিধাদ্বন্দে পড়ে যাই। আর এই বিষয় গুলো সম্পর্কে সঠিক জানাশোনা না থাকার কারণে অনেক ক্ষেত্রে দালালদের প্রতারণাও শিকারও হতে হয়৷ অথচ ইন্ডিয়ান মেডিকেল ভিসার এই বিষয় গুলো মোটেও তেমন জটিল নয়। চলুন তাহলে দেখে নেই ইন্ডিয়ান মেডিকেল ভিসা করতে কি কি লাগে?

আরও পড়ুন: দুবাই ভিসা আপডেট ২০২৫

  • বৈধ পাসপোর্ট : ইন্ডিয়ান মেডিকেল ভিসার জন্য আপনার অবশ্যই একটি বৈধ পাসপোর্ট থাকতে হবে৷ হোক সেটা ৫ বছর মেয়াদি বা ১০ বছর মেয়াদি। কত বছর মেয়াদি পাসপোর্ট সেটি মূখ্য বিষয় না তবে পাসপোর্টের মেয়াদ অবশ্যই ৬ মাস থাকতে হবে। 
  • ছবি: ইন্ডিয়ান মেডিকেল ভিসা করার জন্য আপনার সদ্য তোলা ২ ইঞ্চি বাই ২ ইঞ্চি সাইজের সদ্য তোলা ছবি প্রয়োজন হবে৷ এক্ষেত্রে আপনি কখনোই পুরাতন ছবি ব্যবহার করতে পারবেন না। আপনি ছবি অবশ্যই সদ্য তোলা হতে হবে। 
  • জাতীয় পরিচয়: ইন্ডিয়ান মেডিকেল ভিসা করার জন্য আপনার জাতীয় পরিচয় পত্রের ফটোকপি প্রয়োজন হবে। তবে আপনি যদি অপ্রাপ্ত বয়স্ক হোন বা আপনার যদি জাতীয় পরিচয় পত্র না থাকে তাহলে জাতীয় পরিচয় পত্রের বিকল্প হিসাবে জন্ম নিবন্ধনের ফটোকপি ব্যবহার করতে পারবেন। 
  • ঠিকানার প্রমান পত্র: মেডিকেল ভিসার করার সময় আপনার স্বায়ী ঠিকানার প্রমান পত্র দাখিল করতে হবে। স্বায়ী ঠিকানা প্রমানের জন্য আপনি আপনার বাসার বাড়ির বিদ্যুৎ বিল, গ্যাস বিল বা পানির বিল ব্যবহার করতে পারবেন। 
  • অসুস্থতার প্রমান পত্র : ইন্ডিয়ান মেডিকেল ভিসা করার জন্য যে জিনিসটি অবশ্যই লাগবে তা হলো অসুস্থতার প্রমান পত্র। আপনি যে অসুস্থ তা প্রমানের জন্য আপনি একজন ডাক্তারের প্রত্যয়ন পত্র এবং প্রেসকিপশন দালিখ করতে পারেন। পাশাপাশি আপনি ইন্ডিয়ান যে ডাক্তার দেখাবেন তার ঠিকানাও মেডিকেল ভিসার সময় প্রয়োজন হবে। 
  • ব্যাংক স্ট্যাটমেন্ট: ইন্ডিয়ান মেডিকেল ভিসার জন্য আপনাকে অবশ্যই আপনার ব্যাংক একাউন্টের ব্যাংক স্ট্যাটমেন্ট দেখাতে হবে ৷ যেখানে সর্বনিম্ন হলেও কমপক্ষে ২০ হাজার টাকা দেখাতে হবে৷ 
  • পেশার প্রমান পত্র: ইন্ডিয়ান মেডিকেল ভিসার জন্য সর্বশেষ যে জিনিসটি প্রয়োজন হবে তা হলো পেশার প্রমান পত্র। 

মেডিকেল ভিসা নিয়ে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নত্তোর:

মেডিকেল ভিসা নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নত্তোর

প্রশ্ন : মেডিকেল এটেনডেন্ট ভিসায় রুগীর সাথে সর্বোচ্চ কয়জন যাওয়া যায়?

উত্তর: ইন্ডিয়ান মেডিকেল ভিসায় রোগীর সাথে এটেন্ডেন্ট হিসাবে সর্বোচ্চ ৩ যাওয়া যায়। এই অতিরিক্ত তিন জনকে রোগীর এটেন্ডেন্ট হিসাবে মেডিকেল ভিসা নিয়ে রোগীর সাথে ইন্ডিয়া যেতে হবে। 

প্রশ্ন: ইন্ডিয়ান মেডিকেল ভিসা করতে কতদিন সময় লাগে?

উত্তর: ইন্ডিয়ান মেডিকেল ভিসা করতে সাধারণ ৩ থেকে ৪ দিন সময় লাগে। তবে রোগীর ইমারজেন্সি হলে এটি অরো দ্রুত সময়ে করা যায়। 

আরও পড়ুন: মালদ্বীপ রিসোর্ট ভিসা কবে চালু হবে?

প্রশ্ন: ইন্ডিয়ান মেডিকেল ভিসা করতে কত টাকা লাগে?

উত্তর: ইন্ডিয়ান মেডিকেল ভিসা করতে কত টাকা লাগে এটা নির্ভর করে আপনি কিভাবে এবং কার মাধ্যমে ভিসা করছেন তার উপর। সাধারণত নিজে নিজে দালাল ছাড়া ইন্ডিয়ান মেডিকেল ভিসা করতে ১০০০ থেকে ১২০০ টাকা লাগে। আর দালালের সাহায্যে ভিসা করলে এই টাকা বিভিন্ন রকম হতে পারে।

প্রশ্ন: ইন্ডিয়ান মেডিকেল ভিসার মেয়াদ কতদিন? 

উত্তর: ইন্ডিয়ান মেডিকেল ভিসার মেয়াদ ৩ মাস হয়ে থাকে। এই তিন মাসের মধ্যে মেডিকেল ভিসা নিয়ে আপনাকে ইন্ডিয়ান প্রবেশ করতে হবে৷ তিন মাস পর এই ভিসা দিয়ে আপনি আর ইন্ডিয়া প্রবেশ করতে পারবেন না। 

প্রশ্ন: মেডিকেল ভিসায় কতদিন ইন্ডিয়া থাকা যায়?

উত্তর: মেডিকেল ভিসা নিয়ে আপনি ইন্ডিয়ায় সাধারণত ৬০ দিন থাকতে পারবেন৷ তবে রোগীর অবস্থা উপর ভিত্তি এটি কম বেশি হতে পারে। এমন কি রোগীর অবস্থা যদি খারাপ হয় এবং ভিসার মেয়াদ শেষ যায় তবুও আপনি অতিরিক্ত আরো বেশি দিন ইন্ডিয়া থাকতে পারবেন। তবে সেক্ষেত্রে সেখানকার ডাক্তারের প্রত্যয়ন পত্র এবং যাবতীয় কাগজ জমা দিতে হবে। 

শেষ কথা:

বাংলাদেশ থেকে প্রতি বছর অসংখ্য লোক ডাক্তার দেখাতে ইন্ডিয়া গিয়ে থাকে। তারা যখন ইন্ডিয়া যাওয়ার পরিকল্পনা করেন তখন তাদের মাথায় সাধারণত এই প্রশ্ন গুলোরই উদ্ভব হয়। যার প্রতিটির উত্তর সংক্ষেপে আমরা উপরে দেওয়ার চেষ্টা করেছি। অনেকের মাথায় আর একটি প্রশ্ন উদ্ভব হয় সেটি হলো ইন্ডিয়ান টুরিস্ট ভিসায় ডাক্তার দেখানো যাবে কিনা? এর উত্তর হলো না। আপনি টুরিস্ট ভিসায় ডাক্তার দেখাতে পারবেন না। ইন্ডিয়ান মেডিকেল ভিসা করতে কি কি লাগে? কত টাকা লাগে ইত্যাদি নিয়ে এই ছিল আমাদের আজকের আলোচনা। এতক্ষন ধৈর্য ধরে পোস্টটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ। 

Sazzadul Islam

আমি সাজ্জাদুল ইসলাম৷ দীর্ঘ সময় থেকে পাসপোর্ট, ভিসা এবং প্রবাসীদের নিয়ে কাজ করছি৷ সে অভিজ্ঞতার আলোকে এখানে নিয়মিত পাসপোর্ট, ভিসা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে সমসাময়িক তথ্য ও আপডেট দেওয়ার চেষ্টা করি।

Post a Comment

Previous Post Next Post
This Template Designed By E10Script