wafid.com মেডিকেল রিপোর্ট চেক করার নিয়ম 2025

This Template Designed By E10Script

wafid.com মেডিকেল রিপোর্ট চেক: মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যাওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস হলো গামকা মেডিকেল রিপোর্ট। এই দেশ গুলোতে যাওয়ার জন্য এটি মোটামুটি বাধ্যতামূলকই বলা চলে। কারণ গামকা মেডিকেল রিপোর্টে আপনি ফিট না হলে আপনার মধ্যপ্রাচ্যে যেতে পারবেন না। তাই মধ্যপ্রাচ্যে দেশ গুলোর ভিসা পেতে হবে মেডিকেল রিপোর্টটি অবশ্যই প্রয়োজন। যার কারণে একদল প্রতারক চক্র এই মেডিকেল রিপোর্টকে উপজীব্য করে এতদিন এক ধরনের ফাঁদ তৈরি করে রেখেছিল। 

যার ফলে এই মেডিকেল রিপোর্টটি চেক করার জন্যও দালালদের একসময় একটি ভালো এমাউন্টের টাকা দিতে হতো বা এখনো অনেক ক্ষেত্রে হচ্ছে ৷ অথচ wafid.com ওয়েবসাইটের মাধ্যমে পাসপোর্ট নাম্বার দিয়ে খুব সহজেই এই মেডিকেল রিপোর্টটি চেক করা যায়। আপনারদের সুবিধার জন্য এই আলোচনায় আমরা দেখানোর চেষ্টা করবো কিভাবে আপনি wafid.com এ মেডিকেল রিপোর্ট চেক করেন। চলুন তাহলে শুরু করা যাক। 

আরও পড়ুন : 

Wafid মেডিকেল রিপোর্ট চেক

গামকা মেডিকেল কি? 

GAMCA মেডিকেল হলো গাল্ফ কো-অপারেশন কাউন্সিল (GCC) ভুক্ত দেশ গুলোর একটি মেডিকেল চেকআপ। সাধারণত মধ্যপ্রাচ্যের গাল্ফ কো-অপারেশন কাউন্সিল ভুক্ত দেশ গুলোতে কাজ করতে যেতে ইচ্ছুক ব্যক্তিদের ভিসা তৈরি করার সময় এটি প্রয়োজন হয়। সহজ ভাবে বললে এটি হচ্ছে একটি মেডিকেল পরীক্ষা।

গামকা মেডিকেল রিপোর্ট চেক:

অনলাইনে গামকা মেডিকেল রিপোর্ট চেক করার জন্য কেবলমাত্র আপনার পাসপোর্ট নাম্বার, মোবাইল/কম্পিউটার এবং ইন্টারনেট সংযোগই যথেষ্ট। আপনি নিজে আপনার মেডিকেল রিপোর্টটি করার জন্য প্রথমে আপনি আপনার মোবাইল/কম্পিউটারের যে কোন একটি ব্রাউজার ওপেন করেবেন। তারপর সার্চ বারে "Wafid" লিখে সার্চ করবেন। অথবা সরাসরি https://wafid.com/ এই লিংকে প্রবেশ করবেন। 

এরপর আপনার সামনে রিপোর্ট যাচাই করার জন্য Wafid এই হোম পেজটি ওপেন হবে। সেখানে "Medical Examinations" অংশ থেকে "Book an Appointment" এর ঠিক নিচে "View Medical Reports" এ ক্লিক করবেন। 

gamca medical report check

এরপর আপনার সামনে আর একটি নতুন পেজ ওপেন হবে। যেখানে আপনার পাসপোর্ট নাম্বার পূরণ করে জাতীয়তা নির্বাচন করতে বলা হবে। আপনি যেহেতু পাসপোর্ট নাম্বার দিয়ে গামকা মেডিকেল রিপোর্ট চেক করবেন সুতরাং অন্য কিছু পূরণ না করে সরাসরি আপনি আপনার পাসপোর্ট নাম্বারটি পূরণ করে জাতীয়তা নির্বাচন করে Check বাটনে ক্লিক করে দিবেন। 

সৌদি মেডিকেল রিপোর্ট চেক

Check বাটনে ক্লিক করলেই নিচে আপনাকে গামকা মেডিকেল রিপোর্ট স্ট্যাটাস জানিয়ে দিবে। আপনি যদি ফিট হল তাহলে বাম দিকের একদম উপরের কর্নারে সবুজ কালিতে ফিট দেখাবে। আর যদি আনফিট হন তাহলে একই স্থানে লাল কালিতে আনফিট দেখাবে। আপনার স্ট্যাটাস যদি ফিট হয় তাহলে ডান দিকের একদম উপরের কর্নারে থাকা PDF এর উপর ক্লিক করে রিপোর্টির পিডিএফ কপি ডাউনলোড করে নিবেন। পরবর্তীতে কোন কম্পিউটারের দোকান থেকে PDF টি প্রিন্ট করে নিবেন। 

আরও পড়ুন: পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক 2025

মেডিকেল রিপোর্ট স্ট্যাটাস: 

পৃথিবীর প্রায় সকল দেশেই কাজের জন্য বা পড়াশোনার জন্য যেতে চাইলে মেডিকেল ফিটনেস পরীক্ষায় ফিট বা উত্তীর্ণ হতে হয়। GCC ভুক্ত দেশ গুলোও এর ব্যতিক্রম নয়। তাই এইসব দেশে যাওয়ার ক্ষেত্রে ইচ্ছুক ব্যক্তিদের গামকা (GAMCA) মেডিকেল করানো হয়। এবং এই পরীক্ষায় আবেদনকারীদের কে ফিট (FIT) বা আনফিট (UNFIT) এই ভাবে বিবেচনা করা হয়। 

ফিট (FIT) মেডিকেল রিপোর্ট 

গামকা মেডিকেল রিপোর্টে যদি আপনাকে "ফিট" হিসাবে উল্লেখ করা হয়, তাহলে এর অর্থ হলো:

  • আপনি শারীরিক ও মানসিক ভাবে যথেষ্ট সুস্থ।
  • আপনার শরীরে গুরুতর কোনো রোগ নেই যা পরবর্তীতে সে দেশে গিয়ে কাজ করতে সমস্যা তৈরি করবে।
  • GCC ভুক্ত দেশ গুলোর বিদেশী শ্রমিকদের জন্য নির্ধারিত স্বাস্থ্য নীতিমালা অনুযায়ী আপনি উপযুক্ত।

আনফিট (UNFIT) মেডিকেল রিপোর্ট 

গামকা মেডিকেল রিপোর্টে "আনফিট" অর্থ হলো:

  • আপনার শরীরে বড় ধরণের এমন কোন রোগব্যাধি বা সমস্যা রয়েছে যা ওই দেশের বিদেশী শ্রমিকদের জন্য নির্ধারিত স্বাস্থ্য নীতিমালার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।
  • আপনার শরীলে এমন কিছু সংক্রামক রোগ রয়েছে যা সেসব দেশে কাজ করতে গিয়ে বিভিন্ন সমস্যা তৈরি করতে পারে।

মেডিকেল স্লিপ কিভাবে তুলবেন?

গামকা (GAMCA) মেডিকেল স্লিপ সংগ্রহ করতে হলে সর্বপ্রথম আপনাকে গামকার অফিশিয়াল ওয়েব সাইটে অনলাইনে আবেদন করতে হবে। তারপর আপনাকে গামকা মেডিকেল স্লিপ সংগ্রহ করতে হবে। নিচে সংক্ষেপে স্টেপ বাই স্টেপ গামকা মেডিকেল স্লিপ সংগ্রহের পদ্ধতি দেখানো হলো। আপনি আমাদের দেখানো পদ্ধতি হুবুহু অনুসরণ করুন।

গামকা মেডিকেল স্লিপ তোলার জন্য প্রথমে আপনাকে Wafid এর অফিশিয়াল ওয়েবসাইট https://www.wafid.com এ প্রবেশ করতে হবে ।

তারপর হোম পেজ থেকে Book an Appointment ক্লিক করতে হবে। পরবর্তী পেজে আপনার দেশ, আপনি যে ঠিকানায় মেডিকেল করাতে চাচ্ছেন সেই জেলা, যে দেশের জন্য মেডিকেল করাতে চাচ্ছেন সেই দেশ, আপনার নাম, পাসপোর্ট নম্বর, এবং জাতীয়তা সহ যাবতীয় তথ্য পূরণ করে I confirm এ চেক দিয়ে Save and Continue বাটনে ক্লিক করতে হবে।

পরবর্তী পেজে ডুয়াল কারেন্সি অর্থাৎ ডলার লেনদেন করা যায় এমন একটি মাস্টার বা ভিসা ক্রেডিট কার্ড দিয়ে অনলাইনে নির্ধারিত ফি প্রদান করতে হবে।

সফলভাবে ফি প্রদানের পর আপনি আপনার মেডিকেল স্লিপটি ডাউনলোড করতে পারবেন। এবার কপিটি প্রিন্ট করে আপনার সিলেক্ট করা নির্ধারিত মেডিকেল সেন্টারে জমা দিতে হবে।

সতর্কতা: Appointment বুক দেওয়া সময় যাবতীয় সকল তথ্য সঠিক ভাবে প্রদান করুন। কারণ ভুল তথ্য দিলে স্লিপ অকার্যকর হতে পারে।

মেডিকেল টেস্টে কি কি কাগজপত্র লাগে? 

গামকা মেডিকেল পরীক্ষার সময় মেডিকেল সেন্টারে বেশ কিছু ডকুমেন্ট প্রয়োজন হয়। মেডিকেল পরীক্ষার সময় এই ডকুমেন্টস গুলো অবশ্যই আপনাকে সাথে নিয়ে যেতে হবে।

প্রয়োজনীয় ডকুমেন্টস:

  • আসল পাসপোর্ট এবং এর ফটোকপি।
  • পাসপোর্ট সাইজের ৪ কপি ছবি (ব্যাকগ্রাউন্ড সাদা)।
  • গামকা মেডিকেল স্লিপ।
  • নির্ধারিত ফি (সাধারণত ৮,৫০০-১০,০০০ টাকা)।
  • নির্দিষ্ট কিছু দেশের ক্ষেত্রে প্রয়োজনীয় অতিরিক্ত কাগজপত্র (যেমন সৌদি আরবের জন্য MOFA নম্বর)।

সতর্কতা : সমস্ত ডকুমেন্টস গুলো অতিরিক্ত কপি সঙ্গে রাখুন। যে কোন বিপদে কাজে লাগতে পারে। 

শেষ কথা : 

গালফ ভুক্ত বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত এই দেশ গুলোতে কাজের জন্য যেতে হলে আপনাকে অবশ্যই গামকা মেডিকেল রিপোর্টে ফিট হতে হবে। অন্যথায় আপনি এই দেশ গুলোতে যেতে পারবেন না। তাই যারা এই দেশ গুলোতে যাওয়ার পরিকল্পনা করছে বা যাচ্ছেন আশা করি এই আলোচনাটি আপনাদের জন্য বেশ সহায়ক হবে। আমরা একদম সহজ এবং সাবলীল ভাবে পাসপোর্ট নাম্বার দিয়ে wafid.com এ মেডিকেল রিপোর্ট চেক চেকের বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি৷ 

Sazzadul Islam

আমি সাজ্জাদুল ইসলাম৷ দীর্ঘ সময় থেকে পাসপোর্ট, ভিসা এবং প্রবাসীদের নিয়ে কাজ করছি৷ সে অভিজ্ঞতার আলোকে এখানে নিয়মিত পাসপোর্ট, ভিসা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে সমসাময়িক তথ্য ও আপডেট দেওয়ার চেষ্টা করি।

Post a Comment

Previous Post Next Post
This Template Designed By E10Script