দুবাই আরব আমিরাত ভিসা আপডেট ২০২৫

This Template Designed By E10Script

আপনারা হয়তো সকলেই অবগত আছেন যে বর্তমানে দুবাই আরব আমিরাতের ভিসা পুরোপুরি বন্ধ রয়েছে৷ সে কারণে দুবাই আরব আমিরাত ভিসা আপডেট ২০২৫ নিয়ে আপনাদের কৌতূহল ব্যপক। যার প্রেক্ষিতে এই আলোচনায় আমরা দুবাই আরব আমিরাতের ভিসা কেন বন্ধ হয়ে গেল? কবে ভিসা চালু হতে পারে সহ আরব আমিরাতের ভিসা সকল আপডেট দেওয়ার চেষ্টা করবো।

আরও পড়ুন: 

দুবাই আরব আমিরাত ভিসা আপডেট

দুবাই আরব আমিরাত ভিসা আপডেট:

সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশের অন্যতম বড় একটি শ্রম বাজার। উইকিপিডিয়ার তথ্য মতে বর্তমানে সেখানে ২৫ লক্ষের বেশি বাংলাদেশি বসবাস করে। গত বছর গুলোতে সেখানে প্রকৌশলী, ডাক্তার, নার্সসহ বিভিন্ন সেক্টরে বিপুলসংখ্যক বাংলাদেশী কর্মীদের নিয়োগ দেওয়া হয়েছে। 

তবে বিপত্তি বাধে ২৫ লক্ষের বাংলাদেশি প্রবাসীদের একটি অংশকে নিয়ে৷ সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি প্রবাসীদের একটি উল্লেখযোগ্য অংশ অবৈধভাবে সেখানে বসবাস করে। বিভিন্ন সময় বিভিন্নভাবে তাদের বৈধ্য হওয়ার সুযোগ দেওয়া হলেও তরা সেটি গ্রহণ করেনি। 

আরও পড়ুন: ক্রোয়েশিয়া ভিসা আপডেট ২০২৫

সর্বশেষ আরব আমিরাত সরকার এই সব অবৈধ প্রবাসীদের সাধারণ ক্ষমা ঘোষণা করে ২ মাসে মধ্যে ভিসা গ্রহণ কিংবা দেশে ফেরত যাওয়া সুযোগ প্রদান করে। পরবর্তীতে এই মেয়াদ আরো দুই মাস বৃদ্ধি করা হয়। কিন্তু তারপরও বিপুল সংখ্যক বাংলাদেশি প্রবাসী এই সুবিধা গ্রহণ করে ভিসা গ্রহণ করেনি৷ 

যার ফলে এই বিপুল সংখ্যক অবৈধ্য বাংলাদেশি প্রবাসী সংযুক্ত আরব আমিরাতের জন্য গলার কাঁটায় পরিনত হয়। মূলত সে কারণেই আরব আমিরাত সরকার বাংলাদেশিদের জন্য নতুন করে ভিসা ইস্যু বন্ধ রেখেছে। তবে মজার বিষয় হলো একই কারণে পাকিস্তানের ভিসা দেওয়াও বন্ধ রেখেছে আরব আমিরাত। 

আরও পড়ুন: ইন্ডিয়ান টুরিস্ট ভিসা আপডেট ২০২৫

দুবাই আরব আমিরাতের ভিসা কবে চালু হবে?

পৃথিবীর প্রতিটি সমস্যারই সমাধান রয়েছে। সংযুক্ত আরব আমিরাতের ভিসা ইস্যু এর ব্যতিক্রম নয়। সমস্যা যখন শুরু হয়েছে সমাধানও একটা হবে। গত কয়েকদিন থেকে ফেসবুক ইউটিউব সহ বিভিন্ন অনির্ভরযোগ্য জায়গায় শোনা যাচ্ছিল ফেব্রুয়ারি মাস থেকে ওয়ার্ক ভিসা ইস্যু করা শুরু করবে আরব আমিরাত। কিন্তু এখন পর্যন্ত তেমন কোন কিছু লক্ষ্য করা যায়নি।

আরও পড়ুন: পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক 2025

তবে দুবাইয়ের সাথে বাংলাদেশের আলোচনা জারি রয়েছে। বাংলাদেশ সরকার চেষ্টা করছে দ্রুত বিষয়টি সমাধান করার। যার প্রেক্ষিতে গত ২৯ জানুয়ারী ২০২৫ তারিখে দুবাই ও উত্তর আমিরায় বাংলাদেশ কনসোল জেনারেল জনাব মোঃ রাশেদুজ্জামান, দুবাইস্থ মিনিষ্ট্রি অব হিউম্যান রিসোর্সেস এন্ড এমিরেটাইজেশনের আন্ডার সেক্রেটারী জনাব খলিল ইব্রাহিম খোরি’র সাথে এই বিষয়টি নিয়ে সাক্ষাৎ করেন। 

এবং উভয়ের মাঝে দুবাই ও উত্তর আমিরাতে বাংলাদেশীদের জন্য নতুন কর্মসংস্থান সৃষ্টি, দ্রুত ভিসা প্রাপ্তি ও স্থানান্তর সহজীকরণ ইত্যাদি বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশি প্রবাসী কর্মীদের বিষয়েও দ্বিপাক্ষিক আলোচনা হয়। 

আরও পড়ুন: সার্বিয়া ভিসা আপডেট ২০২৫

এছাড়াও জনাব মোঃ রাশেদুজ্জামান জনাব খোরিকে দেশটির বিভিন্ন সেক্টরে বাংলাদেশীদের নিয়োগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন। উক্ত আলোচনায় জনাব ইব্রাহিম খোরি কনসাল জেনারেল-এর অনুরোধগুলো গুরুত্বসহকারে শোনেন এবং এ সকল বিষয়ে তার মন্ত্রণালয় হতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন। 

শেষ কথা: 

শ্রম শক্তি রপ্তানিতে বহির্বিশ্বের বিভিন্ন দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক ক্রমেই খারাপের দিকে যাচ্ছে৷ এর অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশ থেকে বিদেশে কর্মী পাঠানোর অনিয়ম, দূর্নীতি ইত্যাদি। পাশাপাশি সেসকল দেশে যাওয়ার পর সেখান থেকে অন্য দেশে বিশেষ করে ইউরোপের দেশ গুলোতে পাড়ি জমানো তো রয়েছেই। মূলত এই কারণে বিদেশে বাংলাদেশিদের শ্রম বাজার নষ্ট হয়ে যাচ্ছে। পরিশেষে বলবো, শেষ বলে কিছু, সমস্যা সাময়িক। ইনশাআল্লাহ সব কিছু আবারো স্বাভাবিক হবে। দুবাই আরব আমিরাত ভিসা আপডেট ২০২৫ নিয়ে আপাতত এই ছিল আমাদের আলোচনা।

Sazzadul Islam

আমি সাজ্জাদুল ইসলাম৷ দীর্ঘ সময় থেকে পাসপোর্ট, ভিসা এবং প্রবাসীদের নিয়ে কাজ করছি৷ সে অভিজ্ঞতার আলোকে এখানে নিয়মিত পাসপোর্ট, ভিসা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে সমসাময়িক তথ্য ও আপডেট দেওয়ার চেষ্টা করি।

1 Comments

Previous Post Next Post
This Template Designed By E10Script