সৌদি আরবের টাকার রেট: সবচেয়ে বেশি বাংলাদেশি প্রবাসী বসবাস করে সৌদি আরবে। তুলনামূলক অল্প টাকার মধ্যেই যাওয়া যায় বলে বিদেশ যাওয়ার ক্ষেত্রে বাংলাদেশিদের মধ্যে ব্যাপক জনপ্রিয় একটি দেশ হলো সৌদি আরব।
তাই বর্তমানে যারা নতুন করে সৌদি আরব যাওয়ার পরিকল্পনা করছেন তারা সৌদি আরবের টাকার রেট কত? সৌদি আরবের ১ টাকা বাংলাদেশের কত টাকা এই বিষয় গুলো জানার জন্য বেশ আগ্রহ দেখিয়ে থাকেন৷
যার প্রেক্ষিতে আজকের এই আলোচনায় আমরা সৌদি আরবের টাকার রেট? সৌদি আরবের ১ টাকা বাংলাদেশের কত টাকা হয় এই বিষয়টি আপনাদের কাছে পরিষ্কার করার চেষ্টা করবো।
যাতে দালাল সৌদিতে আপনার বেতন কত হবে সেটি সৌদি টাকায় বললেও আপনি তা সহজেই বুঝতে পারেন। চলেন তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করি।
আরও পড়ুন: রোমানিয়ার ১ ইউরো বাংলাদেশের কত টাকা
সৌদি আরবের টাকার রেট 2025:
সৌদি আরবের মুদ্রার নাম হলো সৌদি রিয়াল। যার অফিশিয়াল ব্যাংক কোড হলো SAR। সৌদি রিয়াল মূলত ১০০ হালালায় বিভক্ত। অর্থাৎ ১০০ হালালায় এক রিয়াল। এখানে হালাল হচ্ছে মূলত পয়সা। বাংলাদেশে পয়সা বললেও সৌদি হালালা বলে।
আরও পড়ুন: মালয়েশিয়ার ১ টাকা বাংলাদেশের কত টাকা
বর্তমানে সৌদি আরবে ৬ ধরনের ব্যাংক নোট প্রচলিত রয়েছে৷ এগুলো হলো ১, ৫, ১০, ৫০, ১০০, ৫০০ রিয়ালের ব্যাংক নোট। এগুলোর পাশাপাশি সৌদি আরবে আরো ৫ ধরেন কয়েন প্রচলিত রয়েছে৷ যেগুলো হলো ৫, ১০, ২৫, ৫০, ১০০ হালালার ধাতব কয়েন।
সৌদি আরবের মুদ্রাস্ফীতির পরিমাণ অনেক কম যার ফলে বিগত অনেক বছর থেকেই সৌদি রিয়ালের মান স্থীর রয়েছে। বর্তমানে ১ সৌদি রিয়ালের আন্তর্জাতিক মূল্যমান হচ্ছে ০.২৭ মার্কিন ডলার। উল্লেখ্য যে পৃথিবীতে ৭ টি দেশে রিয়াল নামে মুদ্রা প্রচলিত রয়েছে। দেশ গুলো হলো সৌদি আরব, ইয়েমেন, ইরান, ওমান, কাতার, ব্রাজিল এবং কম্বোডিয়া। তবে প্রতিটি দেশের মুদ্রার রেট আলাদা আলাদা।
সৌদি আরবের ১ টাকা বাংলাদেশের কত টাকা?
আপনারা ইতোমধ্যে জেনেছেন যে সৌদি আরবের টাকার নাম হলো সৌদি রিয়াল। অনেকে একে ঢালাও ভাবে রিয়াল বলে থাকে। তবে যেহেতু পৃথিবীতে অনেক দেশে রিয়াল নামে মুদ্রা প্রচলিত রয়েছেন সেহেতু কোনটি কোন দেশের রিয়াল সেটি স্পষ্ট করার জন্য রিয়ালের পূর্বে সে দেশের নাম উল্লেখ করা হয়। যেমন: সৌদি রিয়াল, কাতার রিয়াল, কম্বোডিয়ান রিয়াল, ব্রাজিলিয়ান রিয়াল ইত্যাদি৷
বর্তমান আন্তর্জাতিক বাজার মূল্য অনুযায়ী সৌদি আরবের ১ টাকা বাংলাদেশের ৩২ টাকা ৩৭ পয়সা। অর্থাৎ ১ সৌদি রিয়াল সমান বাংলাদেশ ৩২.৩৭ টাকা। তবে বাংলাদেশের ব্যাংক গুলোতে সৌদি রিয়াল কেনাবেচার ক্ষেত্রে এই মূল্যের সামান্য পার্থক্য লক্ষ্য করা যায়।
যেমন: বর্তমানে আমাদের দেশের ব্যাংক গুলোতে আজকে ১ সৌদি রিয়াল বিক্রি হচ্ছে ৩২ টাকা ৫৩ পয়সা দরে এবং ক্রয় হচ্ছে ৩২ টাকা ২৬ পয়সা দরে। যেহেতু আন্তর্জাতিক মুদ্রা বাজারের সাথে মিল রেখে এই মূল্য নির্ধারণ করা হয় সেহেতু ব্যাংক এবং দিন ভেদে এই মূল্যের সামান্য পার্থক্য হতে পারে।
সৌদি আরবের ১০০ টাকা বাংলাদেশের কত?
বর্তমানে সৌদি আরবের যে কয়টি ব্যাংক নোট প্রচলিত রয়েছে তার মধ্যে উল্লেখ যোগ্য হারে ব্যবহৃত একটি ব্যাংক নোট হলো ১০০ রিয়ালের নোট। আন্তর্জাতিক মুদ্রারেট অনুযায়ী ১০০ সৌদি রিয়াল বা সৌদি আরবের ১০০ টাকা সমান 26.67 মার্কিন ডলার। আর বাংলাদেশি টাকায় সৌদি আরবের ১০০ টাকা বাংলাদেশের 3236 টাকা 71 পয়সা৷
সৌদি আরবের ১০০০ টাকা বাংলাদেশের কত?
এখন পর্যন্ত সৌদি আরবের ব্যবহৃত সর্বোচ্চ মুদ্রার বা ব্যাংক নোট হলো ৫০০ রিয়াল। বাংলাদেশের মত সৌদি আরবে ১০০০ টাকার নোট ব্যবহৃত হয় না। তবে অনেকেই যেহেতু সৌদি আরবের ১০০০ টাকা বাংলাদেশের কত টাকা সেটি জানতে আগ্রহী তাই আপনাদের সুবিধার জন্য আমরা এখানে সেটি উল্লেখ্য করেছি।
যদিও উপরে উল্লেখিত সৌদি রিয়ালের রেট দেখে আপনারা এটি সহজেই নির্ণয় করতে পারবেন। কারণ বর্তমানে এক সৌদি রিয়াল সমান বাংলাদেশি ৩২ টাকা ৩৭ পয়সা। অতএব ১০০০ সৌদি টাকা বা ১০০০ সৌদি রিয়াল সমাম বাংলাদেশি ৩২ হাজার ৩৬৭ টাকা ০৭ পয়সা৷
শেষ কথা:
সৌদি আরবের টাকার রেট কত বা সৌদি আরবের ১ টাকা বাংলাদেশের কত টাকা এ নিয়ে এই ছিল আমাদের আজকের জন্য আলোচনা। আশা করছি এখন যে কেউ আপনাদের সৌদি রিয়ালের যে কোন এমাউন্ট বললে বাংলাদেশি টাকায় তা কত আসবে তা বুঝতে পারবেন। এমন কি ডলারে কত আসবে সেটি বুঝতে পারবে৷ যারা আগে থেকে সৌদি আরবে আছেন তারা তো এগুলো ভালো করেই জানেন। আশা করছি নতুন যারা সৌদি আরব যাওয়ার পরিকল্পনা করছেন তাদের এই পোস্টটি বেশ উপকারে আসবেন। এতক্ষন ধৈর্য ধরে পোস্টটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।