রোমানিয়া টাকার মান কত? রোমানিয়ার ১ ইউরো বাংলাদেশের কত টাকা 2025

This Template Designed By E10Script

ইউরোপীয় ইউনিয়নের উচ্চমধ্য আয়ের একটি দেশ হলো রোমানিয়া। দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশটিতে উল্লেখযোগ্য পরিমানে বাংলাদেশি বসবাস করে। সাম্প্রতিক বছর গুলোতে বাংলাদেশ থেকে কাজের উদ্দেশ্যে রোমানিয়া যাওয়ার প্রবণতা ব্যাপক ভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে রোমানিয়া সেনজেন ভুক্ত হওয়ার পর থেকে এই প্রবণতা আরো বেশি লক্ষ্য করা যাচ্ছে। যার ফলে এখন যারা রোমানিয়া যাওয়ার পরিকল্পনা করছেন তাদের অধিকাংশেই মাথায় যে প্রশ্নটি অবশ্যই এসেছে তা হলো রোমানিয়ার ১ টাকা বাংলাদেশের কত টাকা? বা রোমানিয়ার ১ ইউরো বাংলাদেশের কত টাকা?

এই আলোচনা আমরা মূলত রোমানিয়া টাকার মান কত এবং রোমানিয়ার ১ টাকা বাংলাদেশের কত টাকা এই বিষয় গুলো নিয়েই বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করি। 

আরও পড়ুন: মালয়েশিয়ার ১ টাকা বাংলাদেশের কত টাকা 2025

রোমানিয়ার ১ ইউরো বাংলাদেশের কত টাকা

রোমানিয়া টাকার নাম কি?

রোমানিয়া ইউরোপীয় ইউনিয়ন এবং সেনজেন ভুক্ত দেশ হওয়ার কারণে আমরা অনেকেই রোমানিয়ার মুদ্রাকে ইউরো মনে করি। যা মূলত সঠিক নয়। বাস্তবে রোমানিয়ার অফিশিয়াল মুদ্রার নাম হলো রোমানিয়া লিউ। ইংরেজিতে যা Romanian leu হিসাবে পরিচত। 

তবে রোমানিয়ার মুদ্রার ক্ষেত্রে একবচন এবং বহু বচনে বেশ পার্থক্য রয়েছে৷ যেমন রোমানিয়ার মুদ্রাকে এক বচনে লিউ (leu) এবং বহু বচনে লে/লেই (lei)। একই চিত্র রোমানিয়ার পয়সার ক্ষেত্রেও লক্ষ্য করা যায়। রোমানিয়ার লিউ মূলত 100 বানিতে বিভক্ত। রোমানিয়ার পয়সা কে এক বচনে বান (ban) এবং বহু বচনে বানি (bani) বলে। 

আরও পড়ুন: সার্বিয়া বেতন কত ২০২৫

রোমানিয়া টাকার মান কত?

আপনার ইতোমধ্যে জেনেছেন যে রোমানিয়ার মুদ্রার নাম ইউরো নয় বরং রোমানিয়ার মুদ্রার নাম হলো রোমানিয়ান লিউ। রোমানিয়ান লিউ এর ব্যাংক কোড বা ISO code হলো RON। রোমানিয়ার মুদ্রার মূলত ব্যাংক নোট এবং কয়েন উভয়ই প্রচলিত রয়েছে। রোমানিয়ান লিউ এর ব্যাংক নোট গুলো হলো:-

1 লিউ (leu), 5 লেই (lei), 10 লেই (lei), 20 লেই (lei), 50 লেই (lei), 100 লেই (lei), 200 লেই (lei) এবং 500 লেই (lei)। এর মধ্যে 20 লেই এবং 500 লেই খুব বেশি ব্যবহৃত হয় না বলবেই চলে। 

এছাড়াও ব্যাংক নোটের পাশাপাশি রোমানিয়ায় যে কয়েন গুলো প্রচলিত রয়েছে সে গুলো হলো 1 বান, 5 বানি, 10 বানি, 50 বানি। এগুলোর মধ্যে 1 বান, 5 বানি এর প্রচলন এখন আর নেই। 

আরও পড়ুন: সাইপ্রাস বেতন কত 2025

রোমানিয়ার ১ টাকা বাংলাদেশের কত টাকা?

রোমানিয়ার ১ টাকা বাংলাদেশের কত টাকা

আন্তর্জাতিক মুদ্রা বাজারে প্রতিটি মুদ্রার দাম প্রতিদিন ওঠা নামা করে। যার ফলে আজকের মুদ্রা রেট এবং এক মাস পূর্বের মুদ্রা রেট কখনো এক হবে না। তবে বড় রকমের মুদ্রাস্ফীতি না ঘটলে এই মুদ্রা রেটের পার্থক্য এই খুব বেশি হয় না। আজকে রোমানিয়ান লিউ এর আন্তর্জাতিক রেট হলো বাংলাদেশি টাকায় ২৫ টাকা ৫৪ পয়সা। এবং রোমানিয়ান বান(পয়সা) এর আন্তর্জাতিক রেট হলো বাংলাদেশি টাকায় ২ টাকা ৫৫ পয়সা। 

অর্থাৎ রোমানিয়ার ১ টাকা বা 1 লিউ সমান বাংলাদেশের ২৫ টাকা ৫৪ পয়সা৷ 5 লেই সমান 127 টাকা 69 পয়সা, 10 লেই সমান 255 টাকা 38 পয়সা, 20 লেই সমান 510 টাকা 77 পয়সা, 50 লেই সমান 1276 টাকা 92 পয়সা, 100 লেই সমান 2553 টাকা 84 পয়সা, 200 লেই সমান 5107 টাকা 68 পয়সা এবং 500 লেই সমান 12769 টাকা 20 পয়সা। 

আরও পড়ুন: গ্রিক সাইপ্রাস যেতে কত টাকা লাগে

রোমানিয়ার ১ ইউরো বাংলাদেশের কত টাকা?

ইউরো হলো ইউরোজোনের দেশ গুলোর একটি একক আন্তর্জাতিক মুদ্রা। ১ জানুয়ারি ১৯৯৯ সালে ইউরো মুদ্রা প্রথম যাত্রা শুরু করে। ইউরো মুদ্রার স্বপ্নদ্রষ্টা ছিলেন রবার্ট মুন্ডেল। বর্তমানে পৃথিবী ব্যাপি ২৬ টি দেশে ইউরো মুদ্রা চালু আছে। এর মধ্যে ইউরোপিয় ইউনিয়নের দেশের সংখ্যা হলো ২০ টি৷ এ ২৬ টি দেশের আন্ত লেনদেন সহ আন্তর্জাতিক ট্রেডেও ইউরো মুদ্রা ব্যবহৃত হয়ে থাকে। 

পৃথিবীতে যেসব দেশে ইউরো মুদ্রা চালু রয়েছে সেসব দেশকে একত্রে ইউরোজোন বলা হয়। আর ইউরো জোন ভুক্ত দেশ গুলো সহ আন্তর্জাতিক মুদ্রা বাজারে ইউরোর রেট নির্দিষ্ট। যা হলো ১২৭.১৯ বাংলাদেশী টাকা। অর্থাৎ ১ ইউরো সমান বাংলাদেশি ১২৭ টাকা ১৯ পয়সা।

তবে রোমানিয়া ইউরোপীয় ইউনিয়ন এবং সেনজেন ভুক্ত দেশ হলেও ইউরোজোনের দেশ হয়। যে কারণে রোমানিয়ার মুদ্রা ইউরো নয়। আর দেশ ভেদে যেহেতু ইউরোর মূল্যের পার্থক্য ঘটে না। সেহেতু রোমানিয়ায় ১ ইউরো সমান বাংলাদেশি ১২৭ টাকা ১৯ পয়সা। 

তবে কেউ যদি রোমানিয়ান লিউ কেই রোমানিয়ান ইউরো ভেবে থাকে তাহলে তার মূল্য আলাদা হবে। তখন সেক্ষেত্রে রোমানিয়ান লিউ এর রেট কার্যকর হবে। তখন রোমানিয়ার ১ ইউরো বা লিউ সমান বাংলাদেশের ২৫ টাকা ৫৪ পয়সা হবে। 

রোমানিয়ার ৫০০ ইউরো বাংলাদেশের কত টাকা?

আমরা ইতোপূর্বেই উল্লেখ করেছি যে ইউরো মূল্যমানে দেশ দেশ ভেদে কোন তারতম্য হয় না। বিনিময় মাধ্যম বা চ্যানেল ভেদে মূল্যের সামান্য একটু তারতম্য হলেও মোটাদাগে মূল্যের কোন পরিবর্তন হয় না বললেই চলে। তাই ফ্রান্সের ৫০০ ইউরোরও যে মূল্য ইউরোজোনের সর্বশেষ সদস্য ক্রোয়েশিয়ার ৫০০ ইউরোরও একই মূল্য। তেমনি রোমানিয়ার ৫০০ ইউরোরও সামান মূল্য। যা বাংলাদেশি টাকায় ৬৩ হাজার ৫৯৫ টাকা।  

তবে উপরের মত যদি কেউ রোমানিয়ান লিউ কে রোমানিয়ান ইউরো ভাবে তাহলে তার মূল্য আসবে রোমানিয়ার ৫০০ ইউরো বা লেই সমান বাংলাদেশের ১২ হাজার ৭৬৯ টাকা ২০ পয়সা।

রোমানিয়া ৬০০ ইউরো বাংলাদেশের কত টাকা?

উপরের কথা গুলো এই ক্ষেত্রেও প্রযোজ্য। ইউরোর বাজার মূল্য সব দেশেই সমান। রোমানিয়ায় ৬০০ ইউরো যে মূল্য বা বাংলাদেশেও ৬০০ ইউরোর একই মূল্য। যেহেতু বর্তমান আন্তর্জাতিক মুদ্রা দর অনুসারে ১ ইউরো সমান ১২৭.১৯ বাংলাদেশী টাকা৷ সেহেতু রোমানিয়া ৬০০ ইউরো সমান বাংলাদেশের ৭৬ হাজার ৩১৪ টাকা। তবে কেউ রোমানিয়া ৬০০ ইউরো দ্বারা বাস্তবিক অর্থে ৬০০ লেই কে বুঝিয়ে থাকলে তার বাংলাদেশি মূল্য আসবে ১৫ হাজার ৩২৩ টাকা।

শেষ কথা: 

রোমানিয়ার টাকার মান কত এবং রোমানিয়ার ১ টাকা বাংলাদেশের কত টাকা বা রোমানিয়ার ১ ইউরো বাংলাদেশের কত টাকা তা নিয়ে এই ছিল আমাদের আজকের আলোচনা। যারা সম্প্রতি রোমানিয়া গিয়েছেন বা যাওয়ার পরিকল্পনা করছেন আশা করছি এই পোস্টটি তাদের বেশ উপকারে আসবে৷ যারা রোমানিয়া যাওয়ার পরিকল্পনা করছেন দালাল এখন রোমানিয়ান টাকায় বেতন বললেও বাংলা টাকায় তা কত আসবে তা সহজেই ক্যালকুলেশন করে নিতে পারবেন৷ আশা করি রোমানিয়ান লিউ এবং রোমানিয়া ইউরো নিয়ে আর আপনাদের বিভ্রান্তি হবে না। এতক্ষন ধৈর্য ধরে পোস্টটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ। 

Sazzadul Islam

আমি সাজ্জাদুল ইসলাম৷ দীর্ঘ সময় থেকে পাসপোর্ট, ভিসা এবং প্রবাসীদের নিয়ে কাজ করছি৷ সে অভিজ্ঞতার আলোকে এখানে নিয়মিত পাসপোর্ট, ভিসা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে সমসাময়িক তথ্য ও আপডেট দেওয়ার চেষ্টা করি।

Post a Comment

Previous Post Next Post
This Template Designed By E10Script