উন্নত জীবন, ভালো কর্ম পরিবেশ এবং উচ্চ বেতন ভাতার জন্য অনেকের কাছেই স্বপ্নের দেশ হলো পোল্যান্ড। পোল্যান্ড ইউরোপীয় ইউনিয়নের সেনজেন ভুক্ত একটি দেশ। যার কারণে পোল্যান্ড বরাবরই বাংলাদেশিদের পছন্দ তালিকার একদম শীর্ষে অবস্থান করে। তবে অনেকের পছন্দের শীর্ষে থাকলেও বাংলাদেশ থেকে পোল্যান্ডের ভিসা পাওয়া বর্তমানে বেশ কঠিন। বিগত বছর আমাদের উপমহাদেশের দেশ গুলো থেকে পোল্যান্ডের ভিসা পাওয়ার রেশিও খুব বেশি ভালো যায়নি। যার ফলে এখন পর্যন্ত পরিস্থিতি বিবেচনা করে এই আলোচনায় আমরা ২০২৫ সালে পোল্যান্ডের ভিসা রেশিও কেমন যাবে এবং পোল্যান্ড ভিসা আপডেট নিয়ে বিস্তারিত কথা বলার চেষ্টা করবো।
আরও পড়ুন:
পোল্যান্ডের ভিসা আপডেট:
বিগত কয়েক বছর থেকে পোল্যান্ডে যাওয়া বেশ কঠিন হয়ে গিয়েছে। দেশের এজেন্সির গুলোর অনিয়ম ও অসততার কারণে প্রতি বছর বিপুল পরিমান ভিসা আবেদন রিজেক্ট হয়ে যাচ্ছে। আমাদের দেশের এজেন্সি গুলো টাকা বাঁচানোর জন্য পোল্যান্ডের নামসর্বস্ব প্রতিষ্ঠান থেকে ওয়ার্কা পারমিট নিয়ে ভিসার জন্য আবেদন করে। যার ফলে দেখা যায় অধিকাংশ ভিসা আবেদনই রিজেক্ট হয়ে যায়।
তবে গত দুই সপ্তাহে ইন্ডিয়ান ২-৩ জনের ভিসা ইস্যু করেছে পোল্যান্ড। যা থেকে অনুমান করা যাচ্ছে এই বছরের ভিসা রেশিও গত বছরের তুলনায় বেশ ভালো যাবে৷ কারণ বর্তমানে পোল্যান্ডে শীতকাল চলছে। আর শীতকালে পোল্যান্ডের কাজের চাহিদা একদমই কম থেকে৷ গ্রীষ্মকালে পোল্যান্ডে কাজের চাহিদা বেশি থাকে৷ এবং গ্রীষ্মকালে ওয়ার্ক ভিসা ইস্যু হয়ও অনেক বেশি। যার কারণে আশা করা যাচ্ছে এবছর ভিসা রেশিও গত বছরের তুলনায় অনেক ভালো যাবে।
আরও পড়ুন: পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক 2025
এম্বাসি এপয়েন্টমেন্ট আপডেট:
বাংলাদেশ থেকে যায়া পোল্যান্ড যাওয়ার পরিকল্পনা করছেন তারা হয়তো জেনে থাকবে বাংলাদেশ থেকে পোল্যান্ডে যাওয়ার জন্য ভারতে অবস্থিত পোল্যান্ডের দূতাবাসে গিয়ে ইন্টারভিউ দিয়ে ফাইল জমা দিতে হয়। আর তার জন্য প্রথমে পোল্যান্ডের দূতাবাসে এপয়েন্টমেন্ট ডেট নিতে হয়। বর্তমানে পোল্যান্ড দূতাবাসের এপয়েন্টমেন্ট ডেট পাওয়ায় বেশ কঠিন হয়ে গেছে৷
পূর্বে এপয়েন্টমেন্টের জন্য ভিএফএস সিস্টেম ছিল যার ফলে টাকা দিয়ে এপয়েন্টমেন্ট ডেট কেনা যাইতো। কিন্তু বর্তমানে ভিএফএস গ্লোবাল পদ্ধতি বাদ দিয়ে সম্পূর্ণ ইলেকট্রনিক ড্র সিস্টেম করা হয়েছে। যা একটি নির্দিষ্ট সময় পরপর এই ড্র করা হয়। লটারিতে যাদের নাম আসে কেবল তারাই ভারতে অবস্থিত পোল্যান্ডের দূতাবাসে গিয়ে ভাইবা দিতে পারেন।
যার ফলে এই ইলেকট্রনিক ড্র সিস্টেম আসায় কেউ ২ মাস পর এপয়েন্টমেন্ট ডেট পান কেউ ১ বছর পর ডেট পান। কারো কারো ১.৫ বছরও সময় লাগে৷ তবে বর্তমানে ইন্ডিয়ান আবেদনকারীদের তুলনামূলক কম সময়ে আমাদের এপয়েন্টমেন্ট ডেট পাওয়া যাচ্ছে। যেখানে মধ্যপ্রাচ্যের দেশ গুলো থেকে এপোয়েন্টমেন্ট ডেট পেতে ৭ মাস ৯ মাস ১০ মাস ১১ মাস পর্যন্ত সময় লাগছে।
তাই বর্তমান পরিস্থিতি বিবেচনায় বলা যায় আপনি যদি এখন আবেদন করেন এবং আপনার সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে ২০২৫ সালের মধ্যেই আপনি পোল্যান্ডের ভিসা পেয়ে যাবে। তবে এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে এপয়েন্টমেন্ট ডেট পেলেন, ওই তারিখে গিয়ে ভাইভা দিয়ে আসলেন আর আপনি পোল্যান্ডের ভিসা পেয়ে গেলেন বিষয়টি এমন নয়।
আপনি যদি নামসর্বস্ব কোন কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট পেয়ে থাকেন তাহলে আপনার ভিসা হওয়ার চান্স খুবই কম। তবে যদি স্বনামধন্য কোন কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট নিতে পারেন তাহলে আশা করা যায় আপনার ভিসা আবেদনটি রিজেক্ট হবে না।
অনেকের ১০ টা ১৫ টা ইলেকট্রনিক ড্র এর পরও নাম আসেনা তখন তারা হতাশ হয়ে আশা ছেড়ে দেন। এই ক্ষেত্রে আমাদের পরামর্শ থাকবে যদি ভালো কোন কোম্পানির ওয়ার্ক পারমিট পেয়ে থাকেন তাহলে হতাশ না হয়ে ধৈর্য ধরে অপেক্ষা করুন। কারণ ইউরোপ যাওয়ার প্রথম শর্তই হলো ধৈর্য।
আর যদি বিকল্প কোন দেশের কথা চিন্তা করেন তাহলে রোমানিয়া, সার্বিয়া, ক্রোয়েশিয়ার কথা ভাবতে পারেন। এই দেশ গুলো থেকে শুধুমাত্র টিআরসি কার্ড এবং পাসপোর্ট দিয়েই পোল্যান্ড যাওয়া যায়। বর্তমান রোমানিয়া, সার্বিয়া, ক্রোয়েশিয়ার ভিসা আপডেট জানতে নিচের পোস্ট গুলো দেখতে পারেন।
ইন্ডিয়ান ভিসা জটিলতার সমাধান:
বর্তমানে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের সম্পর্কের আবনতি হওয়ায় অনেকে ইন্টারভিউ দেওয়ার জন্য ইন্ডিয়া যাওয়া নিয়ে খুব বেশি উদ্বীগ্ন হয়ে পড়েছেন। এখানে উদ্বীগ্ন হওয়ার মত কিছু নেই। ইন্ডিয়ান সাথে বাংলাদেশের রাজনৈতিক টানাপোড়েন চলার কারণে বাংলাদেশিদের জন্য ইন্ডিয়া ভিসা সীমিত করে দিয়েছে এটা সত্য। তবে পুরোপুরি ভিসা বন্ধ করে দিয়েছে এটি মোটেও সত্য নয়৷
তাই যারা ইন্টারভিউ নিয়ে উদ্বীগ্ন হয়ে এখন থেকেই ইন্ডিয়ান ভিসা কেনার কথা ভাবছেন তাদের বলবো এখনি ইন্ডিয়ান ভিসা কিনে রাখার কোন প্রয়োজন নেই৷ কারণ আপনি যখন এপয়েন্টমেন্ট ডেট পেয়ে যাবেন তখন ইমেইল থেকে সেটির কপি প্রিন্ট করে ইন্ডিয়ান ডাবল এন্ট্রি ভিসা জন্য আবেদন করলেই ভিসা পেয়ে যাবেন। যারা বর্তমান ইন্ডিয়ান ভিসা এবং টুরিস্ট ভিসার আপডেট জানতে চান তারা নিচের পোস্টটি দেখতে পারেন।
শেষ কথা:
যারা নতুন করে পোল্যান্ড যাওয়ার পরিকল্পনা করছেন অথবা যারা অলরেডি মধ্যপ্রাচ্য সহ ইউরোপের অন্যান্য দেশে গিয়েছেন সকলের কাছেই পোল্যান্ড একটি আকর্ষণের নাম। যার কারণে যারা অলরেডি রোমানিয়া, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, সার্বিয়া মত দেশে অবস্থান করছেন তারাও সেখানে থেকে পোল্যান্ড যাওয়ার চেষ্টা করেন৷ এমনকি মালয়েশিয়া সিঙ্গাপুর সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকেও অনেক বাংলাদেশি পোল্যান্ড গিয়ে থাকেন৷
তবে যেখান থেকেই পোল্যান্ড যান না কেন আমাদের পরামর্শ থাকবে সব সময় স্বনামধন্য বিশ্বস্ত কোন এজেন্সির মাধ্যমে যাওয়ার চেষ্টা করবেন। টাকা বাঁচানোর জন্য অখ্যাত কোন এজেন্সির সাথে যোগাযোগ করে নিজের মূল্যবান সময় এবং টাকা নষ্ট করবেন না। পোল্যান্ডের ভিসা আপডেট ২০২৫ নিয়ে এই ছিল আমাদের আলোচনা।