যারা বর্তমানে ওমান যাওয়ার পরিকল্পনা করছেন তাদের কাছে বহুল কাঙ্ক্ষিত একটি প্রশ্ন হলো ওমানের ভিসা কবে খুলবে? যদিও অফিশিয়াল ঘোষণা ছাড়া কোন দেশের ভিসা কবে খুলবে সেটি নিশ্চিত করে বলা যায় না। তবে এই আলোচনায় আমরা বিভিন্ন সোর্স থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কেন ওমানের ভিসা খুলে দেওয়া হচ্ছে না এবং কবে নাগাদ ওমানের ভিসা চালু হবে তা নিয়ে আপনাদের একটি পরিষ্কার ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ৷ চলুন তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করি।
আরও পড়ুন: দুবাই ভিসা কবে খুলবে ২০২৫
ওমানের ভিসা কবে খুলবে?
ওমাম আরব উপদ্বীপ অবস্থিত একটি আরব রাষ্ট্র। বিগত কয়েক বছরে শ্রম শক্তি রপ্তানিতে ব্যাপক অনিয়ম এবং দূর্নীতির কারণে ওমান সহ পৃথিবীর অনেকে দেশেই বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ হয়ে গিয়েছে। তবে এটি একদিনের কোন বিছিন্ন ঘটনার জন্য হঠাৎ করে ভিসা বন্ধ হয়ে যায়নি। ভিসা বন্ধ হয়ে যাওয়ার পিছনে অনেক কারণ রয়েছে। তাই আমরা যদি ভিসা বন্ধ হয়ে যাওয়ার পিছনের করণ গুলো সঠিক ভাবে অনুসন্ধান এবং বিশ্লেষণ করতে পারি তাহলে কবে ভিসা খুলবে সেটি সম্পর্কেও একটি স্পষ্ট ধারণা পেয়ে যাবো।
আরও পড়ুন: মালদ্বীপ ভিসা কবে খুলবে ২০২৫
ভিসা বন্ধ হওয়ার কারণ:
ওমানে উল্লেখযোগ্য হারে বাংলাদেশী প্রবাসী বসবাস করে। ২০২৩ সালের তথ্য মতে অফিশিয়াল ভাবে ৫ লাখ ৪৬ হাজার বাংলাদেশি ওমানে বসবাস করে। যদিও অনঅফিশিয়াল তথ্য মতে এই সংখ্যা মোটেও ৭ লাখের কম হবে না।
ওমানের অবস্থিত বিশাল এই বাংলাদেশি প্রবাসীদের মধ্যে অনেক বড় একটি সংখ্যা হচ্ছে অবৈধ। বর্তমানে ওমানে অনুমানিক ১ লক্ষের মত বাংলাদেশি অবস্থান করছেন যারা অবৈধ। ওমানে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ হওয়ার অন্যতম কারণ গুলোর মধ্যে এটি একটি।
আরও পড়ুন: ইন্ডিয়ান ভিসা কবে চালু হবে ২০২৫
কারণ অবৈধ এই অভিবাসীদের কাছ থেকে ওমান সরকার কোন রাজস্ব পায় না। আর যার কারণে ক্রমেই এই অবৈধ অভিবাসীরা ওমান সরকারের গলার কাঁটায় পরিনত হচ্ছে। যার প্রেক্ষিতে ৩১ অক্টোবর ২০২৩ তারিখে ওমানের রয়াল পুলিশ এক প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশিদের উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করে।
তবে কেবল মাত্র সেখানকার অবৈধ বাংলাদেশিদের জন্যই বাংলাদেশি নাগরিকদের জন্য ওমান সরকার ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে বিষয় এমনও নয়। করোনা মহামারির পর থেকেই পৃথিবীর ব্যাপি অর্থনৈতিক মন্দা চলছে। যার প্রভাব ওমানেও পড়েছে।
আর অর্থনৈতিক মন্দার কারণে দেশটি শ্রম বাজারও তুলনামূলক ভাবে সংকীর্ণ হয়েছে৷ যার ফলে দেশটির বেকারত্বও আগের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে৷ যার ফলে বিগত বছর গুলোতে ওমানে যেহেতু সব চেয়ে বেশি কর্মী বাংলাদেশ থেকেই গিয়েছে সে কারণে অর্থনৈতিক মন্দা, বেকারত্ব এবং পূর্বের অবৈধ অভিবাসীদের কারণে বাংলাদেশিদের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
আরও পড়ুন: মালয়েশিয়া ভিসা কবে খুলবে ২০২৫
ওমান শ্রমিক ভিসা কবে চালু হবে?
কোন সমস্যা যেমন একদিনে তৈরি হয়না। তেমনি সমস্যার সমাধানও একদিনে হয়ে যায় না। তবে সমস্যা যেমন আছে তার সমাধানও আছে। আপনারা যারা ওমান যাওয়ার পরিকল্পনা করছেন বা ওমান নিয়ে খোঁজ খবর রাখেন তারা হয়তো জানেন দীর্ঘ ৭ মাস বন্ধ থাকার পর ২৯ মে ২০২৪ তারিখে বাংলাদেশি নাগরিকদের জন্য ১২ ক্যাটাগরির ভিসার খুলে দিয়েছে ওমান।
তবে এর মধ্যে শ্রমিক ভিসা অন্তর্ভুক্ত ছিল না। যেহেতু তখন ১২ ক্যাটাগরির ভিসা খুলে দেওয়া হয়েছিল তখন ধারণা করা হচ্ছিল যে দ্রুতই কাজের ওয়ার্ক পারমিট ভিসাও হয়তো খুলে দেওয়া হবে। তবে তার পর অনেক সময় অতিবাহিত হয়ে গেলেও এখন পর্যন্ত শ্রমিক ভিসা খুলে দেওয়া হয়নি।
তবে সম্প্রতি সময়ে ওমান ভিসা খোলার ব্যাপারে কিছুটা আশার আলো দেখা যাচ্ছে। কারণ গত ৪ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে শ্রমবাজারের চ্যালেঞ্জ মোকাবিলা, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষার মধ্য দিয়ে সৌদি আরবে অনুষ্ঠিত হয়েছে গ্লোবাল লেবার মার্কেট কনফারেন্স।
যেখানে বাংলাদেশের পক্ষে যোগদান করেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড: আসিফ নজরুল। কনফারেন্সে ড: আসিফ নজরুল ওমানের শ্রম মন্ত্রী সাথে ওমানে বাংলাদেশিদের উপর ভিসা নিষেধাজ্ঞার বিষয়ে কথা বলে৷ পরবর্তীতে তিনি তার ফেসবুক পোষ্টে জানান যে, ওমান সরকার ওমানে অবস্থিত সকল বাংলাদেশিদের দ্রুতই বৈধতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে এবং দ্রুত বাংলাদেশ থেকে লোক নিবে বলে আশ্বস্ত করেছেন।
এই কনফারেন্সের আরো একটি ভালো বিষয় হলো প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড: আসিফ নজরুল এই কনফারেন্সে শুধু ওমানের শ্রম মন্ত্রীর সাথে আলোচনা করেছেন বিষয়টি এমন নয়। ওই কনফারেন্সে তিনি সৌদি, ওমান ও কাতার সরকারের মন্ত্রী ও গুরুত্বপূর্ণ প্রতিনিধির সঙ্গেও বৈঠক করেছেন। তাই আশা করা যাচ্ছে এই দেশে গুলোর ভিসা জটিলতাও দ্রুতই সমাধান হবে।
এছাড়াও ১৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে ওমানের বিদায়ী রাষ্ট্রদূত আবদুল গাফফার বিন আবদুল করিম আল-বুলুশি প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন। সেখানে দুই দেশের সম্পর্ক উন্নয়ন সহ ওমানে বাংলাদেশিদের উপর ভিসা নিষেধাজ্ঞা তুলে নিতে প্রধান উপদেষ্টা অনুরোধ জানিয়েছেন।
সব মিলিয়ে ভালো কিছুর আশা করায় যায়। তবে অফিশিয়াল ভাবে ওমান সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে কিছু জানানো হয়নি৷ বিষয় গুলো এখনো প্রতিশ্রুতির মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। তবে ধারণা করা হচ্ছে ওমান সরকার হয়তো দ্রুতই বাংলাদেশিদের আউট পাস দিয়ে দিবে৷ এবং প্রথমে ওমানে অবস্থানরত অবৈধ যে ১ লক্ষ অভিবাসী রয়েছে তাদের দেশের পাঠানোর ব্যবস্থা করবে অথবা তাদের বৈধ করণের একটা ব্যবস্থা করবে তারপর নতুন করে বাংলাদেশিদের জন্য শ্রমিক ভিসা চালু করবে।
শেষ কথা:
বর্তমান সরকার প্রবাসীদের বিষয়ে যথেষ্ট আন্তরিক। যে কারণে ওমান সহ যেসব দেশে বাংলাদেশিদের উপর বর্তমানে ভিসা নিষেধাজ্ঞা রয়েছে সেসব দেশের সাথে ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন ভাবে আলোচনা চালিয়ে যাচ্ছে। তাই আশা করা যাচ্ছে দ্রুতই ওমান সহ অন্যান্য দেশের ভিসা নিষেধাজ্ঞাও উঠে যাবে। ওমানের ভিসা কবে খুলবে এ নিয়ে এই ছিল আমাদের আজকের আলোচনা। আশা করছি ওমান শ্রমিক ভিসার আপডেট 2025 নিয়ে একটি স্পষ্ট ধারণা পেয়েছেন।