মালয়েশিয়া ভিসা কবে খুলবে ২০২৫ সর্বশেষ আপডেট

This Template Designed By E10Script

সৌদি আরবের পর সব চেয়ে বেশি বাংলাদেশি প্রবাসী রয়েছে মালয়েশিয়াতে। বিগত বছর গুলোর পরিবেশ পরিস্থিতি ভালো থাকার কারণে বাংলাদেশ থাকে প্রচুর পরিমানে অভিবাসী মালয়েশিয়া গিয়েছে। বর্তমানেও অনেকে নতুন করে মালয়েশিয়া যাওয়ার পরিকল্পনা করছেন। কিন্তু বর্তমানে মালয়েশিয়ার ভিসা চালু না থাকার কারণে তারা মালয়েশিয়া যেতে পারছেন না। যার ফলে তারা মালয়েশিয়া ভিসা কবে খুলবে তার অপেক্ষা করছেন। সেই ভাইদের বিষয়টি বিবেচনা করে এই পোস্টে আমরা মালয়েশিয়া ভিসা কবে খুলবে তা নিয়ে একটি অথেনটিক তথ্য দেওয়ার চেষ্টা করবো। 

আরও পড়ুন: 

মালয়েশিয়া ভিসা কবে খুলবে:

যারা মালয়েশিয়ায় যাওয়ার পরিকল্পনা করছেন তাদের অনেকেরই ধারণা মালয়েশিয়ার ভিসা পুরোপুরি বন্ধ রয়েছে। যার ফলে তারা নতুন করা ভিসা চালু হওয়ার জন্য অপেক্ষা করছেন। তবে মালয়েশিয়ার ভিসা পুরোপুরি বন্ধ রয়েছে বিষয়টি এমন নয়। মালয়েশিয়ার ভিসা এখন পর্যন্ত ওপেন রয়েছে। এবং অনেকেই মালয়েশিয়া যাচ্ছে। 

তবে বর্তমানে মালয়েশিয়ায় কেবলমাত্র প্লান্টেশন ভিসায় সীমিত পরিসরে যাওয়া যাচ্ছে। আর যারা বর্তমানে মালয়েশিয়া যাচ্ছে তারা মূলত প্লান্টেশন ভিসাই মালয়েশিয়া যাচ্ছে। সামগ্রিক ভাবে কলিং ভিসা এখনো চালু হয়নি৷ অফিশিয়াল ভানে মালয়েশিয়ার কলিং ভিসার আপডেট এখনো পর্যন্ত নেই বললেই চলে৷ 

আরও পড়ুন: গ্রিস ভিসা আপডেট ২০২৫

মালয়েশিয়া কলিং কবে খুলবে?
মালয়েশিয়া কলিং কবে খুলবে

দূর্নীতি, অনিয়ম এবং সিন্ডিকেটের কারণে গত বছর ৩১ মে ২০২৪ তারিখে বাংলাদেশ সহ ১৪ টি সোর্স কান্ট্রি ভিসা কার্যক্রম বন্ধ করে মালয়েশিয়া। তখন থেকে আজ অব্দি মোটাদাগে মালয়েশিয়ার ভিসা বন্ধ রয়েছে বললেই চলে৷ নভেম্বর পর্যন্ত বাংলাদেশিদের জন্য সব ধরণের ভিসা বন্ধ থাকলেও নভেম্বরে প্লান্টেশন ভিসায় সীমানা পরিসরে বাংলাদেশিদের নেওয়া শুরু করে মালয়েশিয়া। 

প্লান্টেশনের ভিসার মেয়ার প্রথমে ছিল ৩১ জানুয়ারি পর্যন্ত। তখন ধারণা করা হচ্ছিলো প্লান্টেশন ভিসার মেয়াদ শেষ হলে সব সেক্টরের কলিং ভিসা চালু হবে। কিন্তু দেখায় যায় প্লান্টেশনের ভিসার মেয়ার বৃদ্ধি করে ৩১ মার্চ পর্যন্ত করা হয়। 

আরও পড়ুন: মালয়েশিয়া কলিং ভিসার খবর ২০২৫

তাই ধারণা করা হচ্ছে প্লান্টেশন ভিসার আবেদনের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত ফ্যাক্টরি, কন্সট্রাকশন, রেস্টুরেন্টে,সার্ভিস সেক্টরের ভিসা চালু হবে না৷ সব মিলিয়ে বলা ৩১ মার্চের আগে সব সেক্টরে কলিং ভিসা চালু হওয়ার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে৷ 

যদি এই বিষয়ে বাংলাদেশ কিংবা মালয়েশিয়ার পক্ষ থেকে অফিশিয়াল কোন তথ্য পাওয়া যায়নি। সুতরাং সব কিছু এখন পূর্ব অভিজ্ঞতা এবং অনির্ভরযোগ্য তথ্যের উপর ভিত্তি করেই বলতে হচ্ছে৷ 

আরও পড়ুন: মরিশাস ভিসা কবে চালু হবে ২০২৫

প্লান্টেশন ভিসায় মালয়েশিয়া:

প্লান্টেশন ভিসায় মালয়েশিয়া

উপরের আলোচনা থেকে এতক্ষন নিশ্চয় জেনে গেছেন যে বর্তমানে মালয়েশিয়ায় প্লানটেশন ভিসা কর্মী নেওয়া হচ্ছে। বিগত বছর গুলোর মত বৃহৎ পরিসরে না হলেও মোটামুটি সংখ্যক কর্মী নিচ্ছে মালয়েশিয়া। অনেকে এজেন্সি ২০ জন, ৫০ জন করে কর্মী প্লান্টেশন ভিসায় অলরেডি মালয়েশিয়ায় কর্মী পাঠিয়েও দিয়েছেন।  

প্লানটেশন ভিসা বলতে মূলত এগ্রিকালচার সেক্টরে কাজের ভিসাকে বোঝায়। তাই যারা মালয়েশিয়ায় এগ্রিকালচার কাজে যেতে চান তারা বিশ্বস্থ কোন এজেন্সির সাথে যোগাযোগ করতে পাবেন৷ তবে যে এজেন্সির সাথেই যোগাযোগ করেন না কেন তাদের সাথে চুক্তি করার আগে দেখবেন তাদের ওয়ার্ক অর্ডার আছে কিনা। 

আরও পড়ুন: ইন্ডিয়ান ভিসা আপডেট ২০২৫

অনেকে বলতে পারেন এই সময় কি নতুন করে প্লান্টেশন ভিসার জন্য ফাইল জমা দেওয়া যাবে? দেখুন বাংলাদেশ দূতাবাস কুয়ালালামপুর থেকে সে সময় বৃদ্ধির বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে সেখানে কোথাও উল্লেখ নেই যে নতুন করে প্লান্টেশন ভিসায় আবেদন করা যাবে না। সুতরাং কোন বিশ্বস্থ এজেন্সির কাছে যদি প্লান্টেশন ভিসার ওয়ার্ক অর্ডার থাকে তাহলে তাদের মাধ্যমে অবশ্যই আবেদন করতে পারেন৷

তবে এজেন্সির সাথে চুক্তি করার আগে এটা নিশ্চিত হয়ে নিবেন যে ১৫ মার্চ ২০২৫ তারিখের মধ্যে আপনার সবকিছুর সত্যায়ন হয়ে যাবে। কারণ বর্ধিত এই সময়ের মধ্যে প্লান্টেশন ভিসায় মালয়েশিয়ায় যাওয়ার জন্য অবশ্যই আপনাকে ১৫ মার্চ ২০২৫ তারিখের মধ্যে সত্যায়ন করতে হবে। এবং বাকি সময়ের মধ্যে ফ্লাই করতে হবে। 

আরও পড়ুন: ইতালি ভিসা আপডেট ২০২৫

আর যাদের অলরেডি মেডিকেল হয়ে গেছে তারা এই বর্ধিত সময়ের মধ্যেই ফ্লাই করতে পারবেন। সময় বৃদ্ধি করা হয়েছিল মূলত যাদের মেডিকেল হয়ে তাদের ফ্লাইট নিশ্চিত করার জন্য। তাই যারা বিশ্বস্থ কোন এজেন্সি থেকে মেডিকেল করিয়েছেন এবং মেডিকেল অনলাইন হয়েছে তারা ৩১ মার্চের মধ্যে ফ্লাইট দিতে পারবেন ইনশাল্লাহ। 

শেষ কথা:

ভালো বেতন, কম সময়ে ভিসা এবং তুলনামূলক কম টাকার মধ্যে ভিসা প্রাপ্তি সব মিলিয়ে মালয়েশিয়া বাংলাদেশিদের জন্য একটি অন্যতম সম্ভাবনাময় গন্তব্য ছিল। তবে বিগত সরকারের আমলে সীমাহীন দূর্নীতি এবং অনিয়মের কারণে সম্ভাবনাময় এই দেশটি এখন বাংলাদেশিদের জন্য প্রায় বন্ধ। 

আশা বিষয় হলো অন্তর্বর্তীকালীন সরকার মালয়েশিয়ার ভিসার ব্যাপারে বেশ আগ্রহ দেখাচ্ছে। যার ফলে ধারণা করা হচ্ছে অতি দ্রুতই হয়তো সব সেক্টরে কলিং ভিসা চালু হয়ে যাবে। মালয়েশিয়া ভিসা কবে খুলবে তা নিয়ে ২০২৫ সালে এই ছিল আমাদের কাছে সর্বশেষ আপডেট। আশা করছি পোস্টটি কিছুটা হলেও আপনাদের উপকারে আসবে। 

Sazzadul Islam

আমি সাজ্জাদুল ইসলাম৷ দীর্ঘ সময় থেকে পাসপোর্ট, ভিসা এবং প্রবাসীদের নিয়ে কাজ করছি৷ সে অভিজ্ঞতার আলোকে এখানে নিয়মিত পাসপোর্ট, ভিসা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে সমসাময়িক তথ্য ও আপডেট দেওয়ার চেষ্টা করি।

6 Comments

  1. এখন মেডিকেল করলে যেতে পারবো, মালয়েশিয়া

    ReplyDelete
    Replies
    1. আপনার এজেন্সির সাথে কথা বলুন। আশা করা যায় এখন মেডিকেল করলে ফ্লাইট দিতে পারবেন৷

      Delete
  2. আমি মেডিকেল কররছিলাম ১ মাস আগে প্লান্ট টিসন কাজে,, এখন আমার অফিস থেকে বলতেছে ফেকটুরিতে লাগাবে ভিসা,, রিপ্লেস ভিসা

    ReplyDelete
  3. ভাইয়া আমি একজন কে ফাইল জমা দিয়েছি ডিসেম্বরের ২তারিখ, সে আমাকে প্রি ভিসা দিবে বলছে, কিন্তু এখনো হয় নাই,, ভাইয়া ভিসা কি হওয়ার সম্ভবনা আছে,,একটু জানাবেন, অনেক উপকৃত হবো

    ReplyDelete
    Replies
    1. বর্তমানে প্লানটেশন ভিসা ছাড়া অন্য ভিসা দেওয়া সম্ভব না। ভিসা চালু হলে অন্য ভিসা দিতে পারে।

      Delete
    2. ভাইয়া আপনি কি মালয়েশিয়া পাঠাতে পারবেন?

      Delete
Previous Post Next Post
This Template Designed By E10Script