মালয়েশিয়া ১ টাকা বাংলাদেশের কত টাকা: বাংলাদেশের অন্যতম শ্রম বাজার বাজার হলো মালয়েশিয়া। বিগত বছর গুলোতে বাংলাদেশ বিপুল পরিমান শ্রম শক্তি রপ্তানি করেছে মালয়েশিয়াতে৷
তাই ভবিষ্যতেও যারা মালয়েশিয়া যাবেন বা যারা মালয়েশিয়া যাওয়ার পরিকল্পনা করেছেন। তাদের কাছে অন্যতম জনপ্রিয় একটি প্রশ্ন হলো মালয়েশিয়ার ১ টাকা বাংলাদেশের কত টাকা?
যেহেতু তারা ভবিষ্যতে মালয়েশিয়া যাওয়ার পরিকল্পনা করছে। তাই তারা সেখানে গিয়ে কত বেতন পাবেন সেটির ধারণা নেওয়ার জন্যই মূলত তাদের তাদের মাথায় এমন প্রশ্ন আসছে।
এই আলোচনায় আমরা মালয়েশিয়ার ১ টাকা বাংলাদেশের কত টাকা এবং মালয়েশিয়ার টাকার রেট কত তা নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ।
আরও পড়ুন: রোমানিয়ার ১ ইউরো বাংলাদেশের কত টাকা 2025
মালয়েশিয়া টাকার রেট কত?
দক্ষিণ চীন সাগর অবস্থিত দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি বিভিন্ন কারণে বাংলাদেশিদের কাছে অন্যতম জনপ্রিয় একটি গন্তব্য ৷
অর্থনৈতিক ভাবে মালয়েশিয়া দ্রুত উন্নয়নশীল একটি দ্বীপ রাষ্ট্র। তবে কোন দেশের অর্থনীতির উপর নির্ভর করে সে দেশের মুদ্রা মান নির্ধারণ হয়না৷
অর্থাৎ কোন দেশ উন্নত, কোন দেশ উন্নয়নশীল, কোন দেশ নিম্ন আয়ের তার উপর সে দেশের টাকার মান নির্ধারিত হয় না। যার কারণে অনেক উন্নত দেশের মুদ্রামান বাংলাদেশের থেকেও কম। যেমন জাপান৷ জাপানের টাকার মান বাংলাদেশের চেয়ে অনেক কম। তবে মালয়েশিয়ার মুদ্রার মান বাংলাদেশের চেয়ে বেশি।
আরও পড়ুন: মাল্টা যেতে কত টাকা লাগে ২০২৫
যারা অলরেডি মালয়েশিয়া অবস্থান করছেন তারা তো মোটামুটি সকলেই মালয়েশিয়ার মুদ্রা এবং মুদ্রা রেট সম্পর্কে অবগত আছেন। তবে যারা নতুন করে মালয়েশিয়া যাওয়ার পরিকল্পনা করছেন বা ভ্রমণের উদ্দেশ্যে মালয়েশিয়ায় যাওয়ার প্লান করছে তাদের জন্য এখানে মালয়েশিয়ার মুদ্রার সকল খুঁটিনাটি তুলে ধরার চেষ্টা করেছি ইনশাল্লাহ।
মালয়েশিয়া ১ টাকা বাংলাদেশের কত টাকা?
মালয়েশিয়ার মুদ্রার অফিশিয়াল নাম হলো রিংগিত/রিঙ্গিত। যা সংক্ষেপে RM (Malaysian Ringgit) নামেও পরিচিত। এছাড়াও রিঙ্গিতকে মালয়েশিয়ান ডলার নামেও ডাকা হয়। মালয়েশিয়ান রিঙ্গিতের ব্যাংক কোড হলো MYR। আর মালয়েশিয়ার পয়সার নাম হলো সেন। মালয়েশিয়ান এক রিঙ্গিত ১০০ সেনে বিভক্ত।
মালয়েশিয়ার প্রতি সেনের মূল্য বাংলাদেশি টাকায় বর্তমান ২৭ পয়সা। অর্থাৎ মালয়েশিয়ার এক পয়সা সমান বাংলাদেশি ২৭ পয়সা৷ মালয়েশিয়ায় ১০০ পয়সা সমান বাংলাদেশি ২৭ টাকা ৫০ পয়সা। অর্থাৎ মালয়েশিয়ার ১ টাকা বাংলাদেশের ২৭.৫০ টাকা। অফিশিয়াল ভাবে বললে মালয়েশিয়ান ১ সেন সমান বাংলাদেশি ২৭ পয়সা এবং মালয়েশিয়ান ১ রিংগিত সমান বাংলাদেশি ২৭ টাকা ৫০ পয়সা।
উল্লেখ্য যে বর্তমানে পয়সা হিসাবে মালয়েশিয়ায় ৫ সেন, ১০ সেন, ২০ সেন এবং ৫০ সেনের ধাতব মুদ্রা প্রচলিত রয়েছে। অতীতে পয়সা হিসাবে ১ সেন প্রচলিত থাকলেও বর্তমানে মালয়েশিয়ায় পয়সা হিসাবে ১ সেনের আর ব্যবহার নেই। এমনি কি মুদ্রা নোট হিসাবে ১ রিঙ্গিত বা RM1 এরও ব্যবহার আর মালয়েশিয়ায় হয় না।
আরও পড়ুন: কম্বোডিয়া কাজের বেতন ২০২৫
মালয়েশিয়া ১০০ টাকা বাংলাদেশের কত টাকা?
বর্তমানে মালয়েশিয়ায় বৈধ ভাবে ৮ লাখ ৯৮ হাজার ৯৭০ জন বাংলাদেশি কর্মী বসবাস করেন। অবৈধ অভিবাসীদের সংখ্যা নিশ্চিত করে বলা না গেলেও এর সংখ্যা মোটেও কম নয়৷ মাত্রাতিরিক্ত অবৈধ বাংলাদেশি অভিবাসীদের কারণে মাঝে মাঝেই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার ভিসা বন্ধ হয়ে যায়। যা মালয়েশিয়ায় বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করে।
এই বিশাল অভিবাসী যারা দৈর্ঘ্য দিন থেকে মালয়েশিয়ায় অবস্থান করছেন তাদেরকে তো মালয়েশিয়া ১০০ টাকা বাংলাদেশের কত টাকা সেটি জানানোর অপেক্ষা রাখেনা৷ তবে যারা নতুন নতুন সেখানে গিয়েছেন বা মালয়েশিয়ায় যাওয়ার পরিকল্পনা করছেন এমনকি যারা এই বিষয়টি জানতে চাচ্ছেন তাদের জন্য, মালয়েশিয়া ১০০ টাকা বাংলাদেশের টাকায় ২৭৪২ টাকা। অর্থাৎ মালয়েশিয়ার ১০০ রিংগিত সমান বাংলাদেশি টাকায় ২৭৪০ টাকা৷
উল্লেখ্য যে মালয়েশিয়ায় ৫ রিঙ্গিত, ১০ রিঙ্গিত, ২০ রিঙ্গিত, ৫০ রিঙ্গিত এবং ১০০ রিঙ্গিতের নোট প্রচলিত রয়েছে। অতীত ১ রিঙ্গিতের নোট ব্যবহার হলেও এখন আর ১ রিঙ্গিতের নোট ব্যবহার হয় না বললেই চলে।
আপনারা চাইলে উপরে ১ রিঙ্গিত সময় কত টাকা বা মালয়েশিয়া ১ টাকা সমান বাংলাদেশের কত টাকা সেই হিসাবটি দেখেও এই নোট গুলোর বাংলাদেশি মূল্য বের করতে পারেন। তবে আপনাদের সুবিধার জন্য আপনার প্রতিটি নোটের বাংলাদেশি মূল্য উল্লেখ করছি।
মালয়েশিয়ায় ৫ রিঙ্গিত সমান বাংলাদেশি 137 টাকা 1 পয়সা, ১০ রিঙ্গিত সমান 274 টাকা 2 পয়সা, ২০ রিঙ্গিত 548 টাকা 4 পয়সা, ৫০ রিঙ্গিত সমান 1,370 টাকা 99 পয়সা এবং ১০০ রিঙ্গিত সমান 2,741 টাকা 98 পয়সা বা 2842 টাকা।
আরও পড়ুন: এস্তোনিয়া দেশ কেমন ২০২৫
মালয়েশিয়া ১৫০০ টাকা বাংলাদেশের কত টাকা?
এতক্ষণে আপনারা নিশ্চয় জেনেছেন যে মালয়েশিয়ায় সর্বোচ্চ মুদ্রা নোট হলো ১০০ রিঙ্গিত বা ১০০ মালয়েশিয়ান টাকা। সেখানে বাংলাদেশি টাকার মত ২০০ টাকা, ৫০০ টাকা কিংবা ১০০০ টাকার কোন নোট নেই৷ সেখানকার সর্বোচ্চ নোটই হলো ১০০ রিঙ্গিত।
যার ফলে ১৫০০ মালয়েশিয়ান টাকা বা ১৫০০ রিঙ্গিত সমান কত বাংলাদেশি টাকা হয় সেটি বের করার জন্য ১৫ টি ১০ টাকার নোটের বাংলাদেশি মূল্য গুন করলেই পাওয়া যাবে। অথবা ১৫০০ কে বর্তমান রিঙ্গিত মূল্য 27.42 দিয়ে গুন দিয়েই ১৫০০ রিঙ্গিতে বাংলাদেশি টাকায় কত তা বের হবে।
আপনাদের সুবিধার জন্য এখানে আমরা মালয়েশিয়া ১৫০০ টাকা বাংলাদেশের কত টাকা সেটি দিয়ে দিচ্ছি। মালয়েশিয়ান ১৫০০ টাকা বা ১৫০০ রিঙ্গিত সমান বাংলাদেশের 41,129.67 টাকা অর্থাৎ ৪১ হাজার ১ শত ২৯ টাকা ৬৭ পয়সা। উল্লেখ্য যে উপরে উল্লেখিত সকল রিঙ্গিতের রেট সময়ের সাথে সাথে কিছুটা কম বেশি হতে পারেন।
আরও পড়ুন: সার্বিয়া কি সেনজেন হবে ২০২৫
বাংলাদেশে মালয়েশিয়ার টাকার রেট কত?
এতক্ষন আপনাদের সাথে মালয়েশিয়ান রিঙ্গিতের যে রেট সেটি শেয়ার করলাম এটি মূলত অন্তর্জাতিক মূদ্রা বিনিময় মান। তবে আপনি বাংলাদেশ থেকে যখন মালয়েশিয়ান রিংগিত ক্রয় বিক্রয় করতে যাবে তখন মূল্য মানের কিছুটা পার্থক্য দেখতে পাবেন৷ এমনকি বাংলাদেশ আলাদা আলাদা ব্যাংক ভেদে মালয়েশিয়ান রিঙ্গিতের মূল্যমান সামান্য কম বেশি হয়ে থাকে।
বর্তমান আজকের অন্তর্জাতিক মূদ্রা বিনিময় রেট অনুসারে বাংলাদেশি ব্যাংক গুলো মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় করছেন ২৭ টাকা ৪৯ পয়সা দরে এবং মালয়েশিয়ান রিঙ্গিত বিক্রি করছেন ২৭ টাকা ৭৫ পয়সা দরে। ব্যাংক ভেদে এই রেট সামান্য কম বেশি হতে পারে।
আরও পড়ুন: সার্বিয়া দেশ কেমন ২০২৫
শেষ কথা:
মালয়েশিয়া টাকার রেট কত বা মালয়েশিয়া ১ টাকা বাংলাদেশের কত টাকা তা নিয়ে এই ছিল মোটামুটি আমাদের আজকের আলোচনা। যদিও বর্তমানে প্লান্টেশন ভিসা ছাড়া মালয়েশিয়ার সকল সেক্টরের কলিং ভিসা বন্ধ রয়েছে । তবে আশা করা যাচ্ছে দ্রুতই সকল সেক্টরে কলিং ভিসা চালু করে দিবে মালয়েশিয়া। এবং সব কিছু ঠিকঠাক থাকলে ভবিষ্যতেও বিপুল পরিমাণ জনশক্তি বাংলাদেশ থেকে মালয়েশিয়া যাবে। আশা করছি তাদের জন্য এবং যারা মালয়েশিয়া যাওয়ার পরিকল্পনা করছেন তাদের জন্য এই পোস্টটি বেশ হেল্পফুল হবে৷ এতক্ষন ধৈর্য ধরে পোস্টটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।