হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশ ও ভারত সম্পর্কের ক্রমেই আবনতি হতে থাকে। মাঝে দুই দেশের সম্পর্ক উন্নতি হবে বলে ধারণা করা হলেই বাস্তবে এই সম্পর্ক আরো বেশি খারাপ হয়েছে। আর এই সম্পর্ক অবনতির অন্যতম প্রভাব পড়েছে ভারতীয় ভিসা ক্ষেত্রে। ভারতীয় ভিসা চালু না বন্ধ তা নিয়ে মানুষ দ্বিধান্বিত। আর এ কারণে ভারতীয় ভিসা বর্তমান আপডেট এখন বেশ প্রাসঙ্গিক হয়ে উঠেছে৷ যার প্রেক্ষিতে এই আলোচনায় আমরা ভারতীয় ভিসা আপডেট ২০২৫ নিয়ে আপনাদের একটি স্পষ্ট ধারণা দেওয়ায় চেষ্টা করবো।
আরও পডুন :
ভারতীয় ভিসা আপডেট - Indian visa update:
আপনারা সকলেই জানেন ৫ আগস্টের পর থেকে ভারতের সাথে বাংলাদেশের সর্বকালের সবচেয়ে খারাপ কুটনৈতিক সম্পর্ক বিরাজ করছে। যার প্রেক্ষিতে অনেকেই ধারণা করেছিলেন ভারত বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা পুরোপুরি বন্ধ করে দিবে।
এমনকি তখন এটি নিয়ে অনলাইন অফলাইনে বেশ আলোচনাও হয়েছিল। তবে শেষ পর্যন্ত ভারত সরকার পুরোপুরি ভিসা বন্ধ করে না দিলেও বাংলাদেশিদের ভিসা দেওয়া একদম কমিয়ে দিয়েছে৷ কিছু ক্ষেত্রে কোন কোন ভিসা পুরোপুরি বন্ধ করে দিয়েছে৷
আরও পড়ুন: দুবাই ভিসা আপডেট ২০২৫
বর্তমানে কি কি ভিসা চালু রয়েছে:
বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা জটিলতার সব চেয়ে বড় আঘাতটি এসে ইন্ডিয়ান টুরিস্ট ভিসার ক্ষেত্রে। ইন্ডিয়ান সরকার বাংলাদেশিদের জন্য টুরিস্ট ভিসা পুরোপুরি বন্ধ করে দিয়েছে। অন্যান্য ডাবল এন্ট্রি ভিসা, মেডিকেল ভিসা, স্টুডেন্ট ভিসা এবং তীর্থ ভিসা সীমিত পরিসরে চালু থাকলেও টুরিস্ট ভিসা বর্তমানে পুরোপুরি বন্ধ রয়েছে।
আর ডাবল এন্ট্রি ভিসা, মেডিকেল ভিসা, স্টুডেন্ট ভিসা এবং তীর্থ ভিসাও ভালো এমাউন্টে ইস্যু করা হচ্ছে বিষয়টি এমনও নয়। এই ভিসা গুলোও একদম নাম মাত্র দেওয়া হচ্ছে। সার্ভার জটিলতার অজুহাত দিয়ে তারা স্লট বন্ধ করে রাখছে৷ অফিশিয়াল কোন নোটিশ ছাড়াই স্লট বন্ধ থাকছে। আর স্লট খোলা থাকলেও ৪ থেকে ৫ টির বেশি স্লট খোলা থাকছে না।
আরও পড়ুন: পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক 2025
ভিসা প্রক্রিয়া কবে স্বাভাবিক হবে?
মাঝে ইন্ডিয়া টুরিস্ট ভিসা সহ অন্যান্য ভিসা ফেব্রুয়ারি, মার্চ মাসে কিংবা ফেব্রুয়ারি মাসের শেষের দিকে স্বাভাবিক হওয়ার কিছু গুঞ্জন শোনা গেলেও বাংলাদেশ কিংবা ভারতের অফিশিয়াল কোন সোর্স থেকে এর সত্যতা নিশ্চিত করা যায়নি।
ফেব্রুয়ারি, মার্চ মাস নিয়ে ইউটিউব ফেসবুকেই কেবলমাত্র এমন নিউজ দেখা গেছে। আর যেহেতু অফিশিয়াল কোন সোর্স থেকে এমন কোন তথ্য পাওয়া যায়নি তাই ইন্ডিয়ান ভিসা কবে স্বাভাবিক হবে সেটি নির্দিষ্ট করে বলা মুশকিল।
তবে ভারতীয় ভিসার পেমেন্ট ওয়েবসাইটের আপডেটর কাজ চলমান রয়েছে। আপডেটর কাজ সম্পূর্ণ হলে ধারণা করা হচ্ছে ভারতীয় ভিসা পুরোপুরি স্বাভাবিক না হলেও ডাবল এন্ট্রি ভিসা, মেডিকেল ভিসা, স্টুডেন্ট ভিসা এবং তীর্থ ভিসায় ভালো স্লট পাওয়া যাবে।
অন্যদিন টুরিস্ট ভিসা সম্পর্কে ভারতীয় বিভিন্ন মুখোপাত্রদের বিভিন্ন বক্তব্য থেকে বোঝা যাচ্ছে নির্বাচিত সরকার ছাড়া টুরিস্ট ভিসা বাংলাদেশিদের জন্য আপাতত চালু হচ্ছে না। তবে অনির্ভর যোগ্য কিছু সূত্রের মতে মার্চ মাসে টুরিস্ট ভিসা বাংলাদেশিদের জন্য চালু হতে পারেন। তবে এখন আপাতত অপেক্ষা করা ছাড়া বিশেষ কিছু বলা যায়৷ দেখা যাক শেষ পর্যন্ত কি হয়।
শেষ কথা:
বাংলাদেশের অন্যতম প্রধান প্রতিবেশী রাষ্ট্র হলো ভারত। তবে স্বাধীনতার পর থেকেই ভারত বাংলাদেশের উপর বিভিন্ন ভাবে কতৃত্ব চালিয়ে এসেছে। তবে এই কতৃত্বে সব চেয়ে বড় আঘাতটি লাগে হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে৷ যার ফলে ড. ইউনুস সরকারের উপর চরম মাত্রায় ক্ষিপ্ত ভারত সরকার। যার ফলে ড. ইউনুসের সরকার থাকা অবস্থায় ভারতীয় ভিসার খুব বেশি উন্নতি হবে বলে মনে হচ্ছে না।
তবে সময়ের সাথে সাথে অনেক কিছু পরিবর্তন হয়ে থাকে। এখন দেখার বিষয় ভারতীয় ভিসার ক্ষেত্রে কি হয়। ভারতীয় ভিসা আপডেট | indian visa update for bangladesh 2025 নিয়ে মোটামুটি এই ছিল আমাদের আলোচনা। ধৈর্য নিয়ে পুরো পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।
ধন্যবাদ
ReplyDeleteআপনার সাথে জরুরি ভাবে কথা বলতে পারি
ReplyDeleteইন্ডিয়ান ভিসা কবে চালু হবে2025
ReplyDeleteইন্ডিয়ান ভিসা কবে খুলবে
ReplyDelete