হাসিনা সরকার পতনের পর ভারত বাংলাদেশের মধ্যে যে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়েছে তার অন্যতম প্রভাব পড়েছে ভিসা সেক্টরে। হাসিনা সরকারের পতনের পরপরই বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করে দেয় ভারত সরকার। যার ফলে যারা ভারতে যাওয়ার পরিকল্পনা করছিলেন তখন থেকে তারা ইন্ডিয়ান ভিসা কবে চালু হবে তার অপেক্ষা করছিলেন। যার প্রেক্ষিতে এই আলোচনায় আমরা নির্ভরযোগ্য সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিকে কবে নাগাদ ইন্ডিয়ান ভিসা চালু হবে নিয়ে আপনাদের একটি স্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ।
আরও পড়ুন:
ইন্ডিয়ান ভিসা কবে চালু হবে?
৫ আগস্টের পর থেকেই আমরা মোটামুটি বিভিন্ন পত্র পত্রিকার মাধ্যমে জানতে পারি যে ভারত বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করে দিয়েছে। যদিও সব ধরনের ভিসা পুরোপুরি বন্ধ করেনি ভারত সরকার। তবে ভিসা দেওয়া আগের তুলনায় বহুলাংশে সীমিতকরণ করেছে। কিন্তু টুরিস্ট ভিসা দেওয়া পুরোপুরি বন্ধ রেখেছে।
আরও পড়ুন: পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক 2025
আর মেডিকেল, স্টুডেন্ট, তীর্থ এবং ডাবল এন্টির মত যেসব ভিসা চালু রেখেছে সেসব ভিসা দেওয়ার হারও একদমই কম। অনেক যাচাই বাছাই করে করে এই সব ভিসা দেওয়া হচ্ছে। সার্ভার জটিলতার অজুহাত দিয়ে স্লট প্রদান বন্ধ রাখা হচ্ছে ৷ এমন কি অফিশিয়াল কোন নোটিশ ছাড়াই যখন তখন স্লট বন্ধ থাকছে।
চাহিদার তুলনায় যে সামান্য স্লট খোলা থাকছে সেখানেও ভোগান্তি চরমে। সব মিলিয়ে বলা যায় এখন পর্যন্ত মেডিকেল, স্টুডেন্ট, তীর্থ এবং ডাবল এন্টি ভিসা প্রদান একদম সীমিত রয়েছে। তবে কিছুটা আশা বিষয় হচ্ছে বিগত সময় গুলোর তুলনায় এখন তুলনামূলক একটু স্লট বেশি পাওয়া যাচ্ছে। যার ফলে ভিসা প্রদানও আগের তুলনায় কিছুটা বৃদ্ধি পেয়েছে।
আরও পড়ুন: মরিশাস ভিসা কবে চালু হবে ২০২৫
এখন প্রশ্ন করতে পারেন ইন্ডিয়ান ভিসা কবে স্বাভাবিক হবে? এর উত্তরে বলতে হয়, এর সঠিক উত্তর এখন পর্যন্ত কেউ জানে না। কারণ বাংলাদেশ কিংবা ভারত সরকার অফিশিয়াল ভাবে কেউই এখন পর্যন্ত এই বিষয়ে কোন কিছু জানায়নি। যার ফলে ১০০ ভাগ নিশ্চিত হয়ে অমুক মাসের অমুক তারিখ ভারতে ভিসা স্বাভাবিক হবে এমন কিছু বলা যাচ্ছে না।
তবে আনঅফিশিয়াল সোর্স গুলো থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ফেব্রুয়ারি মাসের শেষের দিকেই মেডিকেল, স্টুডেন্ট, তীর্থ এবং ডাবল এন্টির মত ভিসা গুলো স্বাভাবিক হওয়ার কথা ছিল। তবে বাস্তবে ভিসা স্বাভাবিক হওয়ার মত কোন লক্ষণ এখন পর্যন্ত দৃশ্যমান নয়। আর তাছাড়া বাংলাদেশ ভারত কুটনৈতিক সম্পর্কেও তেমন কোন উন্নতি হয়নি।
আরও পড়ুন: মালয়েশিয়া কলিং ভিসা চালু না বন্ধ ২০২৫
যার ফলে ধারণা করা হচ্ছে নির্বাচিত সরকার না আসা পর্যন্ত মেডিকেল, স্টুডেন্ট, তীর্থ এবং ডাবল এন্টি ভিসা প্রদান সীমিতই থাকবে। তবে এর মাঝে যদি বাংলাদেশ ভারত কুটনৈতিক সম্পর্কের দৃশ্যমান কোন উন্নতি হয় তাহলে এইসব ইমারজেন্সি ভিসা প্রদান পুরোপুরি স্বাভাবিক না হলেও আগের তুলনায় অনেকটা বৃদ্ধি পাবে।
এখন আপনার মাথায় প্রশ্ন আসতে পারে যদি কুটনৈতিক সম্পর্ক আরো বেশি অবনতি হয় তাহলে কি এইসব ভিসা বন্ধ হতে পারে? এর উত্তর হলো মেডিকেল, স্টুডেন্ট, তীর্থ এবং ডাবল এন্টির মত ভিসা গুলো হলো ইমারজেন্সি ভিসা। তাই কুটনৈতিক সম্পর্কের চরম অবনতি হলেই এইসব ভিসা পুরোপুরি বন্ধ হবে না।
আরও পড়ুন: ইন্ডিয়ান ভিসা আপডেট 2025
ইন্ডিয়ান টুরিস্ট ভিসা কবে চালু হবে?
আমরা প্রথমেই উল্লেখ করেছি যে ৫ আগস্টের পর থেকে ইন্ডিয়া টুরিস্ট ভিসা দেওয়া পুরোপুরি বন্ধ রেখেছে। এমনকি মেডিকেল, স্টুডেন্ট, এবং ডাবল এন্টি ভিসা গুলো সীমিত পরিসরে চালু থাকলেও টুরিস্ট ভিসা এখন পর্যন্ত সম্পূর্ণ বন্ধই রয়েছে।
আরও পডুন: মালদ্বীপ রিসোর্ট ভিসা কবে চালু হবে
অফিশিয়াল ভাবে আপাতত টুরিস্ট ভিসা চালু হওয়ার কোন তথ্য নেই। যদিও কিছুদিন আগে ইউটিউব এবং ফেসবুকে মার্চে টুরিস্ট ভিসা বাংলাদেশিদের জন্য খুলে দেওয়া হবে এমন গুঞ্জন শোনা গেছিলো। তবে অফিশিয়াল ভাবে বাংলাদেশ কিংবা ভারত কোন পক্ষ থেকেই এমন তথ্যের কোন সত্যতা নিশ্চিত করা যায়নি।
এমনকি কি এও শোনা গেছিলো যে টুরিস্ট ভিসা চালু করার লক্ষ্যে মিতালী এক্সপ্রেস ট্রেন ধোঁয়া মোছা শুরু হয়েছে। এই নিউজেরও কোন সত্যতা নিশ্চিত করা করা যায়নি। এগুলা কেবলইমাত্র রিউমারস।
আরও পড়ুন: দুবাই আরব আমিরাত ভিসা আপডেট 2025
তবে ভারতীয় উর্ধ্বতন কর্মকর্তাদের বিভিন্ন বক্তব্য থেকে যা বোঝা যাচ্ছে তা হলো নির্বাচিত সরকার ছাড়া ইন্ডিয়ান টুরিস্ট ভিসা চালু হওয়ার কোন সম্ভাবনা নেই। অন্তত ড: ইউনুস সরকার থাকাকালীন টুরিস্ট ভিসা চালু হওয়ার চান্স একদমই শুন্য। তবে নির্বাচিত সরকার আসলেই যে টুরিস্ট ভিসা চালু হয়ে যাবে বিষয়টি এমনও নয়।
মূলত বাংলাদেশে নির্বাচিত যে সরকার আসবে তার সাথে ভারতে সম্পর্ক কেমন হবে তার উপর ভিত্তি করে টুরিস্ট ভিসা চালু হবে কিনা না সে বিষয়ে সিদ্ধান্ত নিবে ভারত সরকার। নির্বাচিত সরকারের সাথে ভারতের কুটনৈতিক সম্পর্ক যদি স্বাভাবিক হয় তাহলে টুরিস্ট ভিসা চালু হবে। আর যদি স্বাভাবিক না হয় তাহলে টুরিস্ট ভিসা বন্ধই থাকবে।
আরও পড়ুন: ইন্ডিয়ান টুরিস্ট ভিসা আপডেট 2025
শেষ কথা:
এখন পর্যন্ত ইন্ডিয়ান ভিসা কবে চালু হবে বা ইন্ডিয়ান টুরিস্ট ভিসা কবে চালু হবে তা নিয়ে এই ছিল আমাদের কাছে সর্বশেষ তথ্য। যদিও ভিসা চালু হওয়ার সম্ভাবনা খুব বেশি দেখা যাচ্ছে না। তবে অন্তর্জাতিক রাজনীতিতে অনেক কিছু বাহ্যিক ভাবে অসম্ভব মনে হলেও তা অনেক ক্ষেত্রেই সম্ভব৷ তাই নির্বাচিত সরকার না আসা পর্যন্ত ভিসা স্বাভাবিক হবে না এটাও যেমন নিশ্চিত করে বলা যাচ্ছে না। তেমনি দ্রুতই ভিসা স্বাভাবিক হবে এটাও করে বলা যাচ্ছে না।সব কিছু এখন সময়ের উপর নির্ভর করছে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়।