কর্মসংস্থানের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে মোটামুটি একটি বড় সংখ্যক জনশক্তি ইউরোপের দেশ গ্রিসে গিয়ে থাকে। গ্রিসের উচ্চ বেতন কাঠামো, উন্নত জীবন যাপন সহ বিভিন্ন সুযোগ সুবিধার জন্য বাংলাদেশিদের মধ্যে গ্রিসে যাওয়ার আগ্রহ ব্যাপক। যে কারণে অনেকেই ২০২৫ সালে গ্রিস ভিসা আপডেট নিয়ে জানার চেষ্টা করেন। আর আপনাদের এই আগ্রহের কারণে এই আলোচনায় আমরা বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গ্রিসের বর্তমান আবস্থা তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। চলুন তাহলে শুরু করি৷
আরও পড়ুন: আলবেনিয়া ভিসা আপডেট ২০২৫
গ্রিস ভিসা আপডেট:
বলকান উপদ্বীপে অবস্থিত ইউরোপের একটি উন্নত রাষ্ট্র হলো গ্রিস৷ ১৯৯২ সালে সেনজেন চুক্তিতে স্বাক্ষরের মাধ্যমে সেনজেনে যোগদান করে দেশটি। একদিকে ইউরোপের উন্নত রাষ্ট্র অন্যদিকে সেনজেন ভুক্ত সব মিলিয়ে বাংলাদেশিদের কাছে একটি আকর্ষণীয় দেশ হলো গ্রিস।
চলতি বছরে তৃতীয় বিশ্বের অর্থাৎ উন্নয়নশীল দেশ গুলো থেকে ৮৯,২৯০ জন কর্মী নেওয়ার অনুমোদন দিয়েছে গ্রিসের মন্ত্রীসভা। যার মধ্যে প্রায় অর্ধেক কর্মীদের সিজনাল ভিসায় এবং বাকি কর্মীদের স্পন্সর ভিসা, নির্মাণ, কৃষি এবং কারখানা শ্রমিক ইত্যাদি কাজের ভিসার নেয়া হবে।
আরও পড়ুন: মালয়েশিয়া কলিং ভিসার আজকের খবর 2025
তবে ভিসা প্রদানের ক্ষেত্রে নির্দিষ্ট দেশের জন্য নির্দিষ্ট কোটা নির্ধারণ করেছে গ্রিস সরকার। যার ফলে গ্রিসের কোম্পানি গুলো চাইলেও কোন দেশ থেকে নির্ধারিত কোটার অতিরিক্ত কর্মী আনতে পারবেন৷ এটি সামগ্রিক ভাবে বাংলাদেশিদের জন্য একটি ভালো সংবাদ বলা চলে। কারণ চলতি বছরে বাংলাদেশের জন্য জন্য কোটা নির্ধারণ হয়েছে ৪ হাজার। যা যথেষ্ট ভালো একটি সংখ্যা বলা যায়।
অর্থাৎ ২০২৫ সালে গ্রিস বাংলাদেশে থেকে মোট ৪ হাজার জন কর্মীকে নিয়োগ দিবে। যাদেরকে মূলত পর্যটন, বন, কৃষি এবং মৎস্য খাতের কাজের জন্য ভিসা প্রদান করা হবে৷ এই ভিসা কার্যক্রম ২০২৫ সালে শুরু হলেও এটি ছিল মূলত বাংলাদেশের সাথে গ্রিসের সই হওয়া ২০২২ সালের একটি চুক্তি যা গত বছর ডিসেম্বরে অনুমোদন দিয়েছে গ্রিস সরকার।
আরও পড়ুন: পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক 2025
আশা করা যাচ্ছে সব কিছু ঠিকঠাক থাকলে এই বছর ৪ হাজার বাংলাদেশি কর্মীকে ভিসা দিবে গ্রিস সরকার। তবে আপনার পরিচিত বা আত্মীয় কেউ গ্রিসে থাকলে সে সরাসরি আপনাকে ভিসা দিতে পারবে না। ভিসা পাওয়ার জন্য আপনাকে ইউরোপের অন্যান্য দেশের মত প্রথমে ওয়ার্ক পারমিট সংগ্রহ করতে হবে। তারপর ইন্ডিয়া গিয়ে গ্রিস দূতাবাসে ভাইভা দিয়ে ভিসার অনুমোদন পেতে হবে।
আপনারা যদি বর্তমান ইন্ডিয়ান ভিসার সর্বশেষ পরিস্থিতি জানতে আগ্রহী হোন তাহলে আমাদের এই পোস্টটি দেখতে পারেন:- ভারতীয় ভিসা আপডেট ২০২৫
শেষ কথা:
গ্রিস ভিসা আপডেট ২০২৫ নিয়ে এই ছিলো মোটামুটি আমাদের পর্যালোচনা। সর্বশেষ একটি পরামর্শ দিয়ে আমাদের এই আলোচনার ইতি টানতে চাই তাহ হলো, চলতি বছর গ্রিস বাংলাদেশিদের ৪ হাজার ভিসা দিবে এটি শুনেই অপরিচিত কোন দালাল বা এজেন্সি কে ফাইল জমা দিবেন না৷ চেষ্টা করবেন পরিচিত কোন এজেন্সি বা দালালের মাধ্যে গ্রিস যাওয়ার। আর লেনদেন করার আগে চেষ্টা একটি চুক্তি না তৈরি করার। এতো প্রতারিত হওয়ার সম্ভাবনা অনেকটা কমে যাবে। এতক্ষন ধৈর্য সহকারে পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ৷