বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়া থেকে পাসপোর্ট চেক | Bangladesh Passport Check Malaysia

This Template Designed By E10Script

মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশিদের মধ্যে অনেকেই পাসপোর্টে রিনিউয়ের জন্য নিজে নিজে আবেদন করেন ৷ কিন্তু তাদের আবেদনের প্রেক্ষিতে বাংলাদেশ থেকে তাদের পাসপোর্ট প্রিন্ট হয়ে মালয়েশিয়ায় গিয়েছে কিনা সেটি তারা জানতে পারেন না। অথচ বর্তমানে খুব সহজেই কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে অনলাইনে বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়ার অফিশিয়াল ওয়েবসাইট থেকে এটি চেক করা যায়। এই আলোচনায় আমরা মূলত কিভাবে বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়া থেকে পাসপোর্ট চেক করতে হয় তা নিয়েই আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ৷ 

আরও পড়ুন: ডেলিভারি স্লিপ দিয়ে পাসপোর্ট চেক ২০২৫

বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়া থেকে পাসপোর্ট চেক

বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়া থেকে পাসপোর্ট চেক:

সর্বশেষ ২০২৪ সালের তথ্য মতে মালয়েশিয়ায় প্রায় ৮ লক্ষ বাংলাদেশি বসবাস করে। বিশাল এই জনশক্তি বিভিন্ন সময় থেকে মালয়েশিয়ায় অবস্থান করছে। কেউ ৫ বছর কেউ ১০ বছর কেউ তারও বেশি সময় থেকে মালয়েশিয়ায় আছেন। কেউ আবার সম্প্রতি মালয়েশিয়া গিয়েছেন৷ কেউ কেউ আবার দীর্ঘ সময় মালয়েশিয়ায় থাকার পর সেখানের নাগরিকত্বও গ্রহণ করেছে৷ 

তবে যারা সেখানে মালয়েশিয়া নাগরিকত্বও গ্রহণ না করে এখনো বাংলাদেশি হিসাবে অবস্থান করছেন তাদের একমাত্র অন্তর্জাতিক পরিচয় পত্র হলো বাংলাদেশি পাসপোর্ট। তবে দীর্ঘ সময় সেখানে অতিবাহিত করার কারণে অনেকের নির্দিষ্ট সময় পর পাসপোর্ট মেয়াদ শেষ হয় যায়। তখন নতুন করে পাসপোর্ট রি-নিউ করার প্রয়োজন হয়।

বর্তমানে দেশে ই-পাসপোর্ট চালু থাকায় মালয়েশিয়া থেকে খুব সহজে নিজে নিজে কিংবা অন্যের মাধ্যমে পাসপোর্ট রিনিউয়ের আবেদন যায়। তবে বাংলাদেশি পাসপোর্ট বাংলাদেশ ব্যতিত অন্য কোন দেশে প্রিন্ট না হওয়ার কারণে অনেকে রিনিউয়ের আবেদন করলেও তাদের পাসপোর্ট বাংলাদেশ থেকে প্রিন্ট হয়ে মালয়েশিয়া পৌঁছেছে কিনা তা জানতে পারেন না। 

আরও পড়ুন: পাসপোর্ট হয়েছে কিনা চেক ২০২৫

অথচ বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়া এর ওয়েবসাইট থেকে সহজেই এটি চেক করা যায়। এমনকি নিজের হাতে থাকা মোবাইল ফোন দিয়েও এটি চেক করা যায়। যার জন্য প্রথমে আপনাকে আপনার কম্পিউটার, ল্যাপটপ বা মোবাইলের যে কোন একটি ব্রাউজার ওপেন করতে হবে। 

এরপর সার্চ বারে Appointment BDHCKL লিখে সার্চ করতে হবে। এরপর প্রথম যে লিংকটি আসবে সেটিতে ক্লিক করতে হবে। অথবা সরাসরি https://appointment.bdhckl.gov.bd/ এই লিংকে ক্লিক করলেও হবে।

এইবার আপনার সামনে বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুর, মালয়েশিয়ার অফিশিয়াল ওয়েবসাইট ওপেন হবে। হোম পেজের একটু নিচে যে বক্সটি আছে সেখানে ডেলিভারি স্লিপ নাম্বার বসিয়ে Search বাটনে ক্লিক করতে হবে। 

বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়া থেকে পাসপোর্ট চেক

এখন অনেকের মাথায় একটা প্রশ্ন আসতে পারে যে ডেলিভারি স্লিপ নাম্বার কোথায় পাবো? আপনার ডেলিভারি স্লিপের ডান দিকে উপরের কর্নারে বারকোডের নিচে দেখবে ডেলিভারি স্লিপ নাম্বার লিখা রয়েছে।

Search বাটনে ক্লিক করার পর যদি দেখেন নিচের বক্সে আপনার নাম এসেছে তাহলে বুঝবেন আপনার পাসপোর্টটি বাংলাদেশ থেকে প্রিন্ট হয়ে বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়া, তে পৌঁছেছে। এখন আপনি পজ লাজু (Paz Laju) এর মাধ্যমে পাসপোর্টটি নেওয়ার জন্য এপোয়েন্টমেন্ট গ্রহণ করতে পারবেন। 

যদি মালয়েশিয়া হাইকমিশনে আপনার পাসপোর্টটি না পৌঁছে থাকে তাহলে Search বাটনে ক্লিক করার পর তারা জানিয়ে দিবে আপনার পাসপোর্ট এখনো ঢাকা থেকে হাইকমিশনে আসেনি। পরবর্তীতে চেষ্টা করুন। 

পোষ্ট অফিসের মাধ্যমে পাসপোর্ট সংগ্রহের আবেদন:

যদি Name/নাম বক্সে আপনার পাসপোর্ট নামটি আসে তাহলে উপরের দিকে থাকা "পোস্ট অফিস এর মাধ্যমে পাসপোর্ট সংগ্রহ Collection of passport through post office" এর উপর ক্লিক করুন। অথবা সরাসরি এখান থেকে এই লিংকে https://appointment.bdhckl.gov.bd/poslaju ক্লিক করুন৷ 

এবার আপনার সামনে নতুন একটি পেজ ওপেন হবে৷ যদি প্রয়োজন মনে করেন তাহলে নির্দেশনা গুলো পড়ে নিবেন৷ যদি প্রয়োজন না মনে করেন তাহলে একটু নিচের দিকে স্ক্রোল করলে একটি ফর্ম দেখতে পাবেন৷ সেখানে Delivery slip number বক্সে ডেলিভারি স্লিপ নাম্বার বসিয়ে Search বাটনে ক্লিক করুন৷ 

পোষ্ট অফিসের মাধ্যমে পাসপোর্ট সংগ্রহের আবেদন

এবার নিচের Name/নাম বক্সে আপনার নাম আসলে নিচের Present Passport Number বক্সে আপনার বর্তমান পাসপোর্ট নাম্বার এবং Mobile Number বক্সে আপনার মোবাইল নাম্বারটি লিখুন। সঠিক ভাবে এই দুটো বসানো হয়ে গেলে Select Area থেকে আপনার নিকটস্থ পোস্ট অফিসটি সিলেক্ট করুন। অর্থাৎ আপনি মালয়েশিয়ার যে এলাকায় অবস্থান করছেন সেটি যে পোস্ট অফিসের আন্ডারে পরে সে পোস্ট অফিসটি সিলেক্ট করুন। সব কিছু ঠিকঠাক থাকলে Submit বাটনে ক্লিক করুন। Bangladesh Passport Check Malaysia

ব্যাস আপনার কাজ শেষ। নির্দিষ্ট সময় পর পজ লাজু মাধ্যমে আপনি পাসপোর্টটি আপনার ঠিকানায় পেয়ে যাবেন। 

শেষ কথা:

বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়ার ওয়েবসাইট থেকে পাসপোর্ট চেক করার নিয়ম এবং পোস্ট অফিসের মাধ্যমে পাসপোর্ট সংগ্রহের আবেদন নিয়ে এই ছিলো মোটামুটি আলোচনা। আশা করছি আপনি আমাদের নির্দেশনা অনুসরন করে খুব সহজেই মালয়েশিয়াতে আপনার পাসপোর্টের স্ট্যাটাস যাচাই করতে পারবেন। তারপরও যদি কোন কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে নির্দিধায় কমেন্ট করবেন। আমরা চেষ্টা করবো আপনার সমস্যার সমাধান দেওয়ার। এতক্ষন ধৈর্য ধরে সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ। 

Sazzadul Islam

আমি সাজ্জাদুল ইসলাম৷ দীর্ঘ সময় থেকে পাসপোর্ট, ভিসা এবং প্রবাসীদের নিয়ে কাজ করছি৷ সে অভিজ্ঞতার আলোকে এখানে নিয়মিত পাসপোর্ট, ভিসা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে সমসাময়িক তথ্য ও আপডেট দেওয়ার চেষ্টা করি।

Post a Comment

Previous Post Next Post
This Template Designed By E10Script