আলবেনিয়া ভিসা আপডেট ২০২৫

This Template Designed By E10Script

বাংলাদেশ থেকে যারা ইউরোপের দেশ আলবেনিয়ায় যাওয়ার জন্য ফাইল জমা দিয়েছেন বা যারা ভিসা পেয়েছেন এখন ম্যান পাওয়ারের জন্য অপেক্ষা করছেন কিংবা যারা আলবেনিয়া যাওয়ার পরিকল্পনা করছেন তারা অনেকেই বর্তমানে আলবেনিয়া ভিসা আপডেট নিয়ে জানার চেষ্টা করেন৷ আপনাদের এই জানার আগ্রহের বিষয়টি বিবেচনায় নিয়ে এই আলোচনায় আমরা ২০২৫ সালে আলবেনিয়া ওয়ার্ক পারমিট ভিসার সর্বশেষ আপডেট জানানোর চেষ্টা করবো। বর্তমান পরিস্থিতিতে আদেও আপনি আলবেনিয়া ইমিগ্রেশন পার করতে পারবেন কিনা বা ইমিগ্রেশন পার করলেও কিভাবে তা নিয়েই খুঁটিনাটি সকল তথ্য এখানে তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। 

আরও পড়ুন: মরিশাস ভিসা আপডেট ২০২৫

আলবেনিয়া ভিসা আপডেট

আলবেনিয়া ভিসা আপডেট:

বর্তমানে আলবেনিয়া, দালাল বা এজেন্সির নিকট প্রতারণা করার অন্যতম একটি হাতিয়ারে পরিনত হয়েছে। যারা আলবেনিয়া নিয়ে খোঁজ খবর রাখেন তারা হয়তো জানেন যে বর্তমানে বাংলাদেশিদের জন্য আলবেনিয়া পুরোপুরি ব্লক রয়েছেন। অর্থাৎ বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার কররে বৈধ্যভাবে কেউ আলবেনিয়া ইমিগ্রেশন পার করতে পারবেন না৷ 

আপনার বৈধ্য ওয়ার্ক পারমিট এবং ভিসা থাকলেও ইমিগ্রেশনে আপনার বাংলাদেশি পাসপোর্ট দেখা মাত্র তারা আপনাকে ফেরত পাঠিয়ে দিবে। কোনভাবেই আপনি বাংলাদেশি পাসপোর্ট দিয়ে আলবেনিয়ায় প্রবেশ করতে পারবেন না। 

আরও পড়ুন: মালদ্বীপ রিসোর্ট ভিসা আপডেট ২০২৫

তবে মজার বিষয় হলো বর্তমানে বাংলাদেশ থেকে অতি অল্প সময়েই আলবেনিয়ার ভিসা হচ্ছে। বলতে গেলে ১৫ দিন ২০ দিন বা ২ থেকে ৩ মাসের মধ্যেই আলবেনিয়ার ভিসা পাওয়া যাচ্ছে। তবে বিপত্তি ঘটিতে ম্যান পাওয়ার বা BMET করার সময়। 

দ্রুত সময়ে ভিসা হলেও মাসের পর মাস চলে যায় কিন্তু ম্যান পাওয়ার বা BMET হয় না। মাস যায় বছর যায় কিন্তু ম্যান পাওয়ার আর হয়না। যার ফলে ভিসা হওয়ার পরও তাদের ফ্লাইট হচ্ছে না। এটিই হচ্ছে আলবেনিয়ার বর্তমান অবস্থা।  

এখন আপনার মাথায় প্রশ্ন আসতে পারে বাংলাদেশিদের সাথে এমন হওয়ার কারণ কি? বা দালাল বা এজেন্সি যে বলছে তারা আলবেনিয়া পাঠাবে তারা তাহলে কিভাবে পাঠাবে? কিংবা যারা আলবেনিয়া যাচ্ছে তারাই বা কিভাবে আলবেনিয়া প্রবেশ করছে? তাহলে কি তারা আলবেনিয়া যাচ্ছে না? চলুন আপনার প্রশ্ন গুলো উত্তর খোঁজা যাক। 

আরও পডুন: ইতালি ভিসা আপডেট ২০২৫

বাংলাদেশিদের ব্লক করার কারণ:

আলবেনিয়া ইমিগ্রেশনে বাংলাদেশিরা ব্লক খাওয়ার প্রধান কারণ হলো বাংলাদেশি নিজেরাই। ইউরোপ বলতে বাংলাদেশিরা কেবল মাত্র ইতালি, ফ্রান্স, জার্মানি অর্থাৎ সেন্ট্রাল ইউরোপের দেশ গুলোকেই বোঝে। যার ফলে তারা আলবেনিয়ার মত দেশ গুলোকে কেবলমাত্র ঐসব দেশে যাওয়ার ট্রানজিট হিসাবে ব্যবহার করে। 

বিগত বছর গুলোতে বৈধ্য ভাবে ওয়ার্ক পারমিট এবং ভিসা নিয়ে যারা আলবেনিয়া গিয়েছে তাদের প্রায় কেউই এখন আর আলবেনিয়াতে নেই। তারা সেখান থেকে গেম গিয়ে সেন্ট্রাল ইউরোপের কোন দেশে চলে গেছে। দীর্ঘ দিন থেকে এইভাবে চলতে থাকার কারণে আলবেনিয়া সরকার বাংলাদেশিদের পুরোপুরি ব্লক করে দিয়েছে। 

আরও পড়ুন: মালয়েশিয়া কলিং ভিসার আজকের খবর 2025

আলবেনিয়া যাওয়ার উপায়:

আলবেনিয়া যাওয়ার উপায়

বর্তমানে বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে বৈধ্য উপায়ে আলবেনিয়া প্রবেশের কোন উপায় নেই। যারা আপনাদের আলবেনিয়া নিয়ে যাওয়ার কথা বলছে বা যারা আলবেনিয়া যাচ্ছে তারা মূলত অবৈধ উপায়ে আলবেনিয়া যাচ্ছে। দালাল বা এজেন্সি গুলো এর একটি সুন্দর নামও দিয়েছে, বডি কন্টাক্ট বা এয়ারপোর্টে কন্টাক্ট। 

বাংলাদেশ থেকে বর্তমানে যারা আলবেনিয়া যাচ্ছে বা দালাল বা এজেন্সি যাদের আলবেনিয়া পাঠানো কথা বলছে তারা মূলত বডি কন্টাক্ট বা এয়ারপোর্টে কন্টাক্ট এর মাধ্যমেই পাঠাবে বা পাঠাচ্ছে। এর বাহিরে অন্যান্য দেশের মত ওয়ার্ক পারমিট এবং ভিসা নিয়ে বৈধ্য উপায়ে আলবেনিয়া যাওয়ার কোন সুযোগ নেই৷ 

এখন অনেকের মাথায়ই প্রশ্ন আসতে পারে বডি কন্টাক্ট বা এয়ারপোর্টে কন্টাক্ট জিনিসটা আবার কি। যারা বডি কন্টাক্ট বা এয়ারপোর্টে কন্টাক্ট সম্পর্কে জানেন না তাদের জন্য সংক্ষেপে বডি কন্টাক্ট বা এয়ারপোর্টে কন্টাক্ট জিনিসটা কি তা নিয়ে একটা ধারণা দেওয়া যাক। 

আরও পড়ুন: পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক 2025

বডি কন্টাক্ট বা এয়ারপোর্টে কন্টাক্ট: 

বডি কন্টাক্ট আর এয়ারপোর্টে কন্টাক্ট মূলত একই জিনিস। দুটোর ফাংশন এক হলেও সামান্য একটু পার্থক্য রয়েছে। দুটো শেষেই যেহেতু কন্টাক্ট শব্দটি রয়েছে সুতরাং বুঝতেই পারছেন এটা এক ধরনের চুক্তি। যেহেতু বর্তমানে আলবেনিয়া বৈধ্য ভাবে প্রবেশ করা যায় না। 

তাই দালাল বা এজেন্সি গুলো কারো কারো সাথে এভাবে চুক্তি করে যে আলবেনিয়া পৌঁছানোর পর তাদের টাকা পরিশোধ করতে হবে। আগে টাকা দেওয়ার প্রয়োজন নেই৷ এটাকেই মূলত বডি কন্টাক্ট বলে। এয়ারপোর্টে কন্টাক্টও একই ভাবে কাজ করে। 

মূলত বডি কন্টাক্ট বলেন আর এয়ারপোর্টে কন্টাক্টই বলেন উভয়টিই হয় ইমিগ্রেশন কর্মকর্তাদের সাথে একটি আর্থিক লেনদেনের মাধ্যমে। যেহেতু বাংলাদেশি পাসপোর্ট দিয়ে আলবেনিয়া ইমিগ্রেশন পার হওয়া যায় না। 

সে কারণে দালাল বা এজেন্সি আমার ওয়ার্ক পারমিট এবং ভিসা হওয়ার পর বাংলাদেশ থেকে সরাসরি আপনাকে আলবেনিয়া না নিয়ে শ্রীলঙ্কা, নেপাল, দুবাই, মালয়েশিয়া এমন কোন একটি দেশে নিবে। 

তারপর সেখানে কিছুদিন রাখার পর ওখান থেকে আপনার আলবেনিয়ার ফ্লাইট দিবে। এজেন্সি গুলো মূলত এইসব দেশ এবং আলবেনিয়ার ইমিগ্রেশন কর্মকর্তাদের সাথে একটি অবৈধ অর্থিক লেনদেন করে তাদের ম্যানেজ করে। যাতে তারা আপনাদের ইমিগ্রেশন না আটকিয়ে পার করে দেয়। এটিই হচ্ছে মূলত বডি কন্টাক্ট বা এয়ারপোর্টে কন্টাক্ট। 

শেষ কথা: 

আমরা প্রথমেই বলেছি আলবেনিয়া প্রতারণা করার জন্য বর্তমান অন্যতম একটি হাতিয়ারে পরিনত হয়েছে৷ তাই একদম বিশ্বস্ত কেউ ছাড়া কোন প্রকার আর্থিক লেনদেন না করার পরামর্শ দেওয়া হলো। কারণ যার সাথে দেলদেন করবেন কিছুদিন পর দেখবেন সে আর নাই। বর্তমানে এমনই হচ্ছে৷ তাই এই সময়ে আলবেনিয়া না গিয়ে অন্য কোন দেশে যাওয়ার পরিকল্পনা করাই উত্তম৷ আলবেনিয়া ভিসা আপডেট ২০২৫ নিয়ে এই ছিল মোটামুটি আমাদের আজকের আলোচনা। ধৈর্য ধরে পুরো পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ। 

Sazzadul Islam

আমি সাজ্জাদুল ইসলাম৷ দীর্ঘ সময় থেকে পাসপোর্ট, ভিসা এবং প্রবাসীদের নিয়ে কাজ করছি৷ সে অভিজ্ঞতার আলোকে এখানে নিয়মিত পাসপোর্ট, ভিসা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে সমসাময়িক তথ্য ও আপডেট দেওয়ার চেষ্টা করি।

2 Comments

  1. ভাই এখন আমার করণীয় কি?
    আমার তিন মাস হলো ভিসা হয়ে গেছে কিন্তু bmet হচ্ছে না ফ্লাইট ও দিচ্ছে না, আর্থিক লেনদেন ও করেছি এখন আমি কি করবো?

    ReplyDelete
    Replies
    1. এয়ারপোর্টে কন্টাক্ট করে যেতে হবে। তাছাড়া উপায় নাই৷

      Delete
Previous Post Next Post
This Template Designed By E10Script