বর্তমানে বাংলাদেশে প্রতারণা অন্যতম একটি মাধ্যমে হয়েছে "বিদেশে পাঠানো"। বিশেষ করে যাচ্ছে যারা ইউরোপের দেশ গুলোতে যেতে চাচ্ছেন তারাই বেশি এই প্রতারণার সম্মুখীন হচ্ছে। সে কারণে বর্তমানে অনেকেই সার্বিয়া ভিসা আপডেট সম্পর্কে বিভিন্ন ভাবে জানার চেষ্টা করছেন।
কারণ গত বছর সার্বিয়ার ভিসা রেশিও খুব বেশি ভালো যায়নি। যার ফলে, অনেকে ৩ মাস, ৬ মাস, ১ বছর আগে দালালকে পাসপোর্ট এবং টাকা জমা দেওয়ার পরও সার্বিয়া যেতে পারেননি।
তাই যারা অপেক্ষায় আছেন কংবা নতুন করে সার্বিয়া যাওয়ার চেষ্টা করছেন তারা ২০২৫ সালে সার্বিয়ার ভিসা রেশিও কেমন যাবে তা নিয়ে কিছুটা উদ্বীগ্ন রয়েছেন। তাদের এই উদ্বেগের বিষয় কে মাথায় রেখে এই আলোচনা আমরা সার্বিয়া ভিসা আপডেট ২০২৫ নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ।
আরও পড়ুন:
সার্বিয়া ভিসা আপডেট:
সার্বিয়ার ভিসা আপডেট জানার পূর্বে গত বছরের ভিসা রেশিও এনালাইসিস করা বেশ গুরুত্বপূর্ণ। গত বছর বিভিন্ন নিউজ পত্রিকা, সংবাদ মাধ্যম ইত্যাদির মধ্যমে জানা যায় যে সার্বিয়া সমগ্র পৃথিবী ব্যাপি ২০২৪ সালে এক লক্ষ জনশক্তি আমদানি করবে। এবং ২০২৫ সালে এই সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়াবে প্রায় দুই লক্ষ জনশক্তিতে।
কিন্তু যতই নিউজ প্রচারিত হোক না কেন বস্তাবে ২০২৪ সালে সমগ্র পৃথিবী ব্যাপি সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসা ইস্যু করেছে মোটামুটি ৩৫ হাজারের মত। অর্থাৎ যা শোনা গেছিলো তার ৫০% ও ভিসা ইস্যু করা হয়নি। এই ৩৫ হাজারের মধ্যে বাংলাদেশি কর্মীদের জন্য ওয়ার্ক পারমিট ভিসা ইস্যু করা হয়েছে মাত্র ১২৯৯ টি। অর্থাৎ ১২৯৯ জন ব্যক্তি গত বছর ওয়ার্ক পারমিট ভিসায় বাংলাদেশ থেকে সার্বিয়া গিয়েছে।
আরও পড়ুন: মালয়েশিয়া কলিং ভিসার খরব ২০২৫
বিভিন্ন সংবাদ, নিউজ এবং সোর্স থেকে প্রাপ্ত তথ্য যদি সঠিক থাকে এবং ২০২৪ সালের ভিসা রেশিও এর ধারাবাহিকতা অব্যাহত থাকে তাহলে আশা করা যায় ২০২৫ সালে সার্বিয়া পৃথিবী ব্যাপি ৬০ থেকে ৭০ হাজার ওয়ার্ক পারমিট ভিসা ইস্যু করবে। যদিও রিউমার প্রচলিত আছে যে সার্বিয়া ২০২৫ সালে ২ লক্ষ ওয়ার্ক পারমিট ভিসা ইস্যু করবে।
তবে সব দিক বিবেচনায় মনে হয় না সার্বিয়া এই পরিমান ভিসা ইস্যু করবে। পরিস্থিতি খুব ভালো থাকলে আশা করা যায় এই বছর সর্বোচ্চ ১ লক্ষের মত ওয়ার্ক পারমিট ভিসা ইস্যু করতে পারে। যেখান থেকে ধারণা করা হচ্ছে বাংলাদেশিদের জন্য ২৫০০ থেকে ৩০০০ ভিসা ইস্যু হতে পারে।
যদিও সার্বিয়াতে বর্তমানে রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে। সম্প্রতি বাংলাদেশের মত সেখানেও ছাত্র আন্দোলনের মুখে সরকার ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছে। তবে ইউরোপ রাজনৈতিক ভাবে তুলনামূলক ভাবে সহনশীল হওয়ার কারণে দীর্ঘ মেয়াদি এই অস্থিরতা ভিসা ইস্যুর ক্ষেত্রে খুব বেশি প্রভাব বিস্তার করতে পারবে না বলেই ধারণা করা হচ্ছে। সর্বোপরি আশা করা যাচ্ছে ২০২৫ সালে ওয়ার্ক পারমিট ভিসা রেশিও ভালো যাবে।
আরও পড়ুন: ইন্ডিয়ান টুরিস্ট ভিসা আপডেট 2025
শেষ কথা:
আমরা শুরুতেই বলেছি ইউরোপের দেশ গুলোতে যাওয়ার ক্ষেত্রে প্রতারণা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়ে। তাই সার্বিয়া সহ ইউরোপের যে কোন দেশে যাওয়ার ক্ষেত্রে সঠিক দালাল বা এজেন্সি ধরা খুবই গুরুত্বপূর্ণ। কারণ বাংলাদেশে যারা সার্বিয়া নিয়ে কাজ করে তাদের সর্বোচ্চ ১০% সত্যিকার অর্থে সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কাজ করে। বাকি গুলো বিভিন্ন ভাবে বিভিন্ন জনের সাথে প্রতারণা করছে। তাই কোন এজেন্সি বা দালাল কে পাসপোর্ট এবং টাকা জমা দেওয়ার পূর্বে তারা সার্বিয়া লোক পাঠিয়েছে কিনা তা যাচাই করার জন্য পরামর্শ রইলো। এই ছিল সার্বিয়া ভিসা আপডেট ২০২৫ নিয়ে আমাদের আলোচনা।
ধন্যবাদ
ReplyDelete