পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক ২০২৫

This Template Designed By E10Script

পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক: বিদেশে পাড়ি জমানোর পূর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ হলো ভিসা চেক করা করা। আমরা অধিকাংশ ক্ষেত্রেই বিদেশ যাওয়ার জন্য দালাল বা কোন এজেন্সির মাধ্যমে ভিসা করিয়ে থাকি। যদিও নিজে নিজেই ভিসা আবেদন করা যায়। 

তবে এই বিষয়ে আমাদের সঠিক জ্ঞান না থাকার কারণে আমরা দালাল কিংবা এজেন্সির সাহায্য নেই। যার সুযোগ নিয়ে অনেক ক্ষেত্রেই দালাল বা এজেন্সি আমাদের ভুলভাল ভিসা ধরিয়ে দিয়ে আমাদের সাথে প্রতারণা করে। 

যার কারণে ভিসা হাতে পাওয়ার পরই অবশ্যই ভিসাটি একবার যাচাই করা উচিত। আর আপনারা যাতে সঠিক ভাবে আপনার ভিসাটি যাচাই করতে পারেন সে কারণে এই আলোচনায় আমরা পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করার নিয়ম নিয়ে বিস্তারিত ভাবে আলোচনা করবো। চলেন তাহলে শুরু করি। 

আরও পড়ুন: মালয়েশিয়া কলিং ভিসার খবর | ভিসা বন্ধ না খোলা ২০২৫

পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক

অনলাইনে পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক:

অনলাইনে বিভিন্ন উপায়ে পাসপোর্ট নাম্বার ব্যবহার করে ভিসা যাচাই করা যায়। ভিসা যাচাই করার জন্য অনলাইনে অনেক এপস, ওয়েবসাইট পেয়ে যাবেন। আবার যে দেশের ভিসা চেক করবেন সে দেশের ভিসা সংক্রান্ত অফিশিয়াল ওয়েবসাইট থেকেও ভিসা চেক করতে পারবেন। 

তবে এখানে আমরা বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অফিশিয়াল এপস "আমি প্রবাসী" ব্যবহার করে কিভাবে ভিসা যাচাই করবেন সে পদ্ধতি দেখানোর চেষ্টা করব। 

"আমি প্রবাসী" এপস ব্যবহার করে ভিসা চেক করার জন্য প্রথমে আপনার ফোনের গুগল প্লে স্টোরে গিয়ে "আমি প্রবাসী" লিখে সার্চ করতে হবে। তারপর যে এপসটি আসবে সেটি ডাউনলোড করে নিতে হবে। 

আরও পড়ুন: ইন্ডিয়ান টুরিস্ট ভিসা আপডেট 2025

আমি প্রবাসীতে একাউন্ট তৈরি: 

ভিসা চেক করার জন্য প্রথমেই আপনাকে "আমি প্রবাসী" এপে রেজিস্ট্রেশন করে নিতে হবে। "আমি প্রবাসী" এপে রেজিস্ট্রেশন প্রক্রিয়া একদমই সহজ। এর জন্য প্রথমে আপনাকে এপসটি ওপেন করে "পরবর্তী" বাটনে ক্লিক করতে হবে। পরের পেজে আপনার একটি সচল মোবাইল নাম্বার টাইপ করে, চেক বক্সে টিক দিয়ে "পরবর্তী" বাটনে ক্লিক করতে হবে। উল্লেখ্য মোবাইল নাম্বারটি অবশ্যই "০" বাদে টাইপ করতে হবে। যেমন : ১৭০৫-৯৬১২৩৪। 

"পরবর্তী" বাটনে ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বারে ৪ ডিজিটের একটি ওটিপি নাম্বার প্রেরন করা হবে। সেই ওটিপি নাম্বারটি পরবর্তী পেজে দিয়ে "কনফার্ম" বাটনে ক্লিক করতে হবে। পরবর্তীতে পেজে আপনাকে একটি পাসওয়ার্ড সেট করতে হবে। পাসওয়ার্ড দেওয়ার সময় অবশ্যই একটি ইংরেজি বর্ণ এবং একটি অংক সংখ্যা দিতে হবে। 

আরও পড়ুন: ক্রোয়েশিয়া ভিসা আপডেট ২০২৫

পরবর্তী পেজে আপনি কেন রেজিস্ট্রেশন করছেন সেটি জিজ্ঞাসা করবে। এখানে আপনি "সরকারি সেবা" নির্বাচন করে "পরবর্তী" বাটনে ক্লিক করে দিবেন। পরের পেজে আপনার নাম, লিঙ্গ, জন্ম তারিখ এবং কোন দেশে যেতে চান সেটি সিলেক্ট করে "পরবর্তী" বাটনে ক্লিক করতে হবে। বাকি তথ্য গুলো না দিলেও চলবে। 

পরবর্তী পেজে আপনি কোন ধরনের কাজ খুঁজতেছেন সেটি সিলেক্ট করতে হবে। এখানে আপনার পছন্দ মত এক দুইটি কাজের ধরন নির্বাচন করে "পরবর্তী" বাটনে ক্লিক করে দিবেন। পরবর্তী পেজে আপনি কোন কোন দেশের কাজ খুঁজছেন সেটি নির্বাচন করতে হবে। এখানে আপনার পছন্দ মত কয়েকটি দেশ সিলেক্ট করে "পরবর্তী" বাটনে ক্লিক করে দিবেন। 

পরের পেজে আপনার কাজের কোন অভিজ্ঞতা আছে কিনা সেটি জানতে চাইবে। অভিজ্ঞতা থাকবে "হ্যাঁ" দিবেন না থাকলে "না" দিয়ে "পরবর্তী" বাটনে ক্লিক করবেন। পরবর্তী পেজে আপনার পাসপোর্ট আছে কিনা সেটি জিজ্ঞাস করবে। এখানে "হ্যাঁ" সিলেক্ট করে পাসপোর্ট নাম্বারটি দিয়ে "সম্পন্ন করুন" বাটনে ক্লিক কর দিলেই "আমি প্রবাসী" এপে আপনার একাউন্ট তৈরি হয়ে যাবে। আপনি চাইলে "না" সিলেক্ট করেও একাউন্ট তৈরি সম্পন্ন করতে পারবেন। 

ভিসা যাচাই:

সফলভাবে একাউন্ট তৈরি করা হয়ে গেলে আপনার সামনে "আমি প্রবাসী" এপের হোম পেজটি প্রদর্শিত হবে। সেখানে নিচের দিকে স্ক্রোল করলেই নিচের চিত্রের মত "ভিসা যাচাইকরণ" নামের একটি অপশন দেখতে পাবে। ভিসা চেক করার জন্য আপনার সেই অপশনটির উপর ক্লিক করতে হবে। 

প্রবাসী এপ দিয়ে ভিসা চেক

পরবর্তী পেজে আপনার সামনে পৃথিবীর বিভিন্ন দেশের একটি তালিকা প্রদর্শিত হবে। সেখান থেকে আপনি যে দেশের ভিসা চেক করতে চাচ্ছেন সেটি সিলেক্ট করলেই পাসপোর্ট নাম্বার ব্যবহার করে ভিসা চেক করার পেজে আপনাকে নিয়ে যাবে। উল্লেখ্য যে এখানে সকল দেশের ভিসা শুধু মাত্র পাসপোর্ট নাম্বার দিয়ে চেক করতে পারবেন না। আলাদা আলাদা দেশের জন্য পাসপোর্ট নাম্বারের সাথে আলাদা দুই একটি আনুসাঙ্গিক তথ্যের প্রয়োজন হবে। 

পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক মালয়েশিয়া:

আপনি যদি "আমি প্রবাসী" এপের মাধ্যমে মালেশিয়ার ভিসা চেক করতে চান তাহলে পাসপোর্ট নাম্বারের সাথে অতিরিক্ত হিসাবে "Stricker Number" প্রয়োজন হবে। এই ক্ষেত্রে উপরের দেখানো পদ্ধতি অনুসরণ করে দেশের তালিকা থেকে মালেশিয়া সিলেক্ট করার পর পরবর্তী পেজে আপনার পাসপোর্ট নাম্বার, স্টিকার নাম্বার এবং ক্যাপচা পূরণ করে Check বাটনে ক্লিক করলেই আপনি মালেশিয়ার ভিসার চেক করতে পারবেন। 

পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক দুবাই:

দুবাইয়ের ভিসা যাচাই করার জন্য উপরের দেখানো নিয়ম অনুসারে প্রথমে আপনাকে "আমি প্রবাসী" এপে প্রবেশ করতে হবে। তারপর ভিসা যাচাই থেকে সংযুক্ত আরব আমিরাত (ই-ভিসা/ কাগজ ভিসা) নির্বাচন করতে হবে। 

পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক দুবাই

এরপর কিছুসময় লোড নেওয়ার পর আপনার সামনে যে পেজটি ওপেন হবে সেখান প্রথমে Search By থেকে Passport Information সিলেক্ট করতে হবে। 

তারপর Select the Type থেকে Visa সিলেক্ট করতে হবে। এরপর নিচের ফর্মে আপনার পাসপোর্ট নাম্বার Passport No, Passport Expire Date এবং Nationality বাংলাদেশ সিলেক্ট করতে হবে। 

এরপর I'm not a robot এ ক্লিক আপনি রোবট কিনা সেটি ভেরিফাই করে নিয়ে Search বাটনে ক্লিক করলেই আপনার দুবাই ভিসার তথ্য দেখতে পারবেন। এভাবে খুব সহজেই পাসপোর্ট নাম্বার দিয়ে দুবাই ভিসা চেক করতে পারবেন। 

পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক কাতার:

কাতারের ভিসা চেক করার পদ্ধতি বেশ সোজা এবং ঝামেলা মুক্ত। অনলাইনে পাসপোর্ট নাম্বার দিয়ে কাতারের ভিসা চেক করার জন্য উপরের একই নিয়মে "আমি প্রবাসী" এপ্স থেকে "কাতার (ই-ভিসা/কাগজ ভিসা) সিলেক্ট করতে হবে। 

তারপর Visa Inquiry & Printing থেকে Passport Number সিলেক্ট করতে হবে। তারপর নিচের ফাঁকা বক্সে আপনার পাসপোর্ট নাম্বারটি টাইপ করতে হবে। 

পাসপোর্ট নাম্বার টাইপ করা হয়ে গেলে Nationality থেকে বাংলাদেশি সিলেক্ট করতে হবে। তারপর ছবিতে যে অংক গুলো লিখা থাকবে সেগুলো নিচের বক্সে টাইপ করতে হবে। 

সব কিছু ঠিকঠাক ভাবে টাইপ করা হয়ে গেলে Submit বাটনে ক্লিক করতে হবে। এরপর আপনি আপনার ভিসার তথ্য দেখতে পারবে। এভাবে খুব সহজেই পাসপোর্ট নাম্বার দিয়ে কাতারের ভিসা চেক করতে পারবেন। 

পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক সৌদি আরব:

"আমি প্রবাসী" এপের মাধ্যমে সৌদি আরবের ভিসা চেক করা কিছুটা ঝামেলার। তবে রকেট সাইন্সের মত কঠিন কিছু নয়। আপনি চাইলে পাসপোর্ট নাম্বার ব্যতিত অতিরিক্ত কিছু ইনফরমেশন দিয়ে খুব সহজেই সৌদি আরবের ভিসা চেক করতে পারবেন৷ 

তবে আমাদের পরামর্শ থাকবে এভাবে ভিসা চেক না করে আমাদের এই পোস্ট "পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক ২০২৫" দেখে ভিসা চেক করুন। এই পোস্টে আমরা পাসপোর্ট নাম্বার দিয়ে কিভাবে সৌদি আরবের ভিসা চেক করতে হয় তা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। 

আপনি এই পোস্ট দেখে পাসপোর্ট নাম্বার দিয়ে খুব সহজেই ভিসা চেক করতে পারবেন। আর এই পদ্ধতি "আমি প্রবাসী" এপের চেয়েও অনেক সহজ। 

শেষ কথা:

ভিসা হাতে পাওয়ার পরই এজেন্সি আপনার চাহিদা অনুযায়ী সঠিক ভিসাটি দিয়েছে কিনা সেটি যাচাই করা খুবই জরুরি। কারণ বর্তমানে বাংলাদেশে প্রতারণার অন্যতম একটি ক্ষেত্র হচ্ছে বিদেশ যাত্র। পাসপোর্ট বলেন কিংবা ভিসা সর্ব ক্ষেত্রেই দালাল এবং প্রতারকরা ওত পেতে বসে থাকে সহজ সরল মানুষদের থেকে কৌশলে টাকা আত্মসাৎ করার জন্য। তাই সচেতনাতা খুবই জরুরি। এছাড়াও ভিসা চেক করার পদ্ধতি না জানা থাকার করণে কোন এজেন্সি কাছে ভিসা চেক করার জন্য ১০০ টাকা থেকে ৫০০ টাকা পর্যন্ত খরচ করতে হয়। অথচ নিজের হাতে থাকা স্মার্ট ফোনটি পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করা যায় খুবই সহজে। এই ছিল আমাদের আজকের আলোচনা।

Sazzadul Islam

আমি সাজ্জাদুল ইসলাম৷ দীর্ঘ সময় থেকে পাসপোর্ট, ভিসা এবং প্রবাসীদের নিয়ে কাজ করছি৷ সে অভিজ্ঞতার আলোকে এখানে নিয়মিত পাসপোর্ট, ভিসা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে সমসাময়িক তথ্য ও আপডেট দেওয়ার চেষ্টা করি।

Post a Comment

Previous Post Next Post
This Template Designed By E10Script