পাসপোর্ট তৈরি, পাসপোর্ট চেক, অনলাইন আবেদন সহ অনলাইনে ফি প্রদানের ক্ষেত্রে একটি যুগান্তকারী সূচনা হচ্ছে ই-পাসপোর্ট। পূর্বে এমআরপি পাসপোর্টের জন্য অফিসে গিয়ে ফর্ম পূরণ করে আবেদন করা লাগলেও ই-পাসপোর্টের ক্ষেত্রে এখন ঘরে বসে খুব সহজেই পাসপোর্টের আবেদন করা যায়৷ তবে অনেকেই ই-পাসপোর্টের অনলাইন আবেদন করতে পারলেও পরবর্তীতে পাসপোর্টের বর্তমান স্টেটাস চেক করতে পারে না। যদিও এই জিনিসটি খুব সহজেই অনলাইনের মাধ্যমে যাচাই করা যায়। তাই এই আলাপচারিতায় আমরা পাসপোর্ট চেক করার নিয়ম ২০২৪ নিয়েই বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক।
আরও পড়ুন:
পাসপোর্ট চেক করার নিয়ম ২০২৫:
সফলভাবে পাসপোর্টের আবেদন করার পর নির্ধারিত দিনে আপনার সকল প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া, ছবি তোলা, ফিঙ্গার প্রিন্ট এবং চোখের অইরিশ দেওয়া সম্পূর্ণ হয়ে গেলে পরবর্তী দিন থেকে অনলাইনে পাসপোর্ট চেক করতে পারবেন। অর্থাৎ আপনার পাসপোর্টের বর্তমান অবস্থা কি বা কত দিন পর পাসপোর্ট হাতে পাবেন তা যাচাই করতে পারবেন। তার জন্য আপনাকে নিচের স্টেপ গুলো ভালোভাবে অনুসরণ করতে হবে।
অনলাইনে পাসপোর্ট চেক করার জন্য আপনার যে জিনিসটি অবশ্যই প্রয়োজন হবে সেটি হলো Online Registration ID অথবা Application ID। আপনি এই দুটোর যে কোন একটি ব্যবহার করে আপনার পাসপোর্ট চেক করতে পারবেন।
আরও পড়ুন: পাসপোর্ট হয়েছে কিনা চেক
আপনার পাসপোর্ট চেক করার জন্য প্রথমে আপনাকে ই-পাসপোর্টের অফিশিয়াল ওয়েবসাইট "https://www.epassport.gov.bd/" এ প্রবেশ করতে হবে। তারপর মেনু অপশন থেকে CHECK STATUS বাটনে ক্লিক করতে হবে।
এরপর উপরের চিত্রের মত আপনার সামনে এমন একটি পেজ ওপেন হবে। এখানে আপনার Online Registration ID যেটি অনলাইনে পাসপোর্টের আবেদন করার সময় পেয়েছিলেন যেমন OID1000001234 অথবা Application ID যা প্রয়োজনীয় কাজপত্র জমা দেওয়ার পর যে ডেলিভারি স্লিপে দিয়েছে সেখানে পেয়েছিলেন যেমন 4000-100000000 এর যেকোন একটি দিতে হবে।
তারপর আপনার যে জাতীয় পরিচয় পত্র বা জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্টের আবেদন করেছিলেন জাতীয় পরিচয় পত্র বা জন্ম নিবন্ধন অনুসারে জন্ম তারিখ যথাযথ পূরণ করে I am human এ চেক দিতে হবে।
আরও পড়ুন: বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়া পাসপোর্ট ডেলিভারি চেক
পরবর্তীতে আপনি Human কিনা সেটা ভারিফাই হয়ে গেলে Check বাটনে ক্লিক করতে হবে। আপনার প্রদেয় সকল তথ্য যদি সঠিক থাকে তাহলে পরবর্তী পেজে নিচের মত পাসপোর্টের স্ট্যাটাস দেখিয়ে দিবে।
উপরের চিত্রের স্টেটাসটির অর্থ হচ্ছে আবেদনকৃত পাসপোর্টটি আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে বিতরণ করা হয়েছে। আপনি আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে পাসপোর্ট সংগ্রহ করলেই কেবল মাত্র এই স্টেটাস দেখাবে।
তবে সর্ব ক্ষেত্রে আপনাকে যে এমন স্ট্যাটাস দেখাবে বিষয়টি মোটেও এমন নয়। আপনার আবেদনের অবস্থার উপর ভিত্তি করে বিভিন্ন ধরেন স্টেটাস দেখাতে পারে। এক একটি স্ট্যাটাস মূলত এক একটি অর্থ বহন করে।
পাসপোর্টের স্ট্যাটাস:
সাধারণত পাসপোর্টের যে স্ট্যাটাস গুলো সচরাচর দেখায় এর মধ্যে কিছু রয়েছে পজিটিভ এবং কিছু রয়েছে নেগেটিভ। বেশিরভাগ ক্ষেত্রে যে স্ট্যাটাস গুলো দেখায় সেগুলো হলো:
- Submitted: Check বাটনে ক্লিক করার পর যদি আপনার পাসপোর্টের স্ট্যাটাস Submitted দেখায় তাহলে বুঝবেন আপনার আবেদনটি পাসপোর্ট অফিসের ওয়েব সার্ভারে সফল ভাবে জমা হয়েছে।
- Inrolment in Process: পাসপোর্ট চেক করার সময় আপনার পাসপোর্টের স্ট্যাটাস যদি এমন দেখায় তাহলে বুঝে নিবেন আপনার আবেদনটি আপনার নিকটস্থ আঞ্চলিক পাসপোর্ট অফিসে জমা হয়েছে এবং তা পরবর্তী ধাপের জন্য প্রক্রিয়াধীন রয়েছে।
- Pending for Final Approval: পাসপোর্ট চেক করার সময় যদি স্ট্যাটাস এটি হয় তাহলে এর অর্থ হচ্ছে আপনার আবেদনটি পাসপোর্ট অফিসের সহকারী পরিচালকের অনুমদনের অপেক্ষায় রয়েছে।
- Pending for Print Queue: যদি আপনার পাসপোর্টের স্ট্যাটাস এটি হয় তাহলে মোটামুটি আপনি ঝামেলা মুক্ত। কারণ এই স্ট্যাটাসটির অর্থ হচ্ছে পাসপোর্ট প্রিন্ট করার জন্য প্রেরন করা হয়েছে।
- Passport Shipped: আপনার পাসপোর্টের স্ট্যাটাস যদি এমন দেখায় তখন বুঝবেন আপনার পাসপোর্টটি সফল ভাবে প্রিন্ট হয়েছে এবং তা আপনার আঞ্চলিক পাসপোর্ট অফিসে প্রেরন করা হয়েছে।
- Passport Ready for Issuance: ই-পাসপোর্টের সব চেয়ে খুশির স্ট্যাটাস মনে হয় এটি। এর অর্থ হলো আপনার পাসপোর্ট সকল পক্রিয়া সমাপ্ত করেছে। আপনি এখন আপনার আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাসপোর্টটি সংগ্রহ করতে পারেন।
- Pending Backend Verification: এই স্ট্যাটাসটি মূলত একদম শুরুর দিকে দেখায়। আপনার পাসপোর্ট স্ট্যাটাস যদি এমন দেখায় তাহলে বুঝবেন আপনি যে যে কাগজপত্র পাসপোর্ট অফিসে জমা দিয়েছেন সেগুলো যাচাই বাছাই করা হচ্ছে। এই স্টেটাস মূলত ২ থেকে ৩ দিনের মধ্যে পরিবর্তন হবে। তবে যদি এই স্টেটাস পরিবর্তন না হয় তাহলে পাসপোর্ট অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে।
- Sent for Rework: ই-পাসপোর্টের সবচেয়ে বাজে স্ট্যাটাস হলো এটি। আপনার পাসপোর্ট চেক করার সময় যদি এই স্ট্যাটাসটি আসে তাহলে বুঝে নিবেন আপনার ই-পাসপোর্টের আবেদনের সাথে জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্রের কোন অংশের মিল নেই। তখন সরাসরি আপনাকে পাসপোর্ট অফিসে গিয়ে এটির সমাধাণ করার চেষ্টা করতে হবে।
শেষ কথা:
এই ছিল মোটামুটি আলোচনা। আর আপনি যেহেতু পাসপোর্ট চেক করার নিয়ম ২০২৫ জানার জন্য আমাদের এই পোস্টের এসেছেন সুতরাং ধরেই নিচ্ছি আপনি কিভাবে নিজে নিজে পাসপোর্টের আবেদন করতে হয়, কিভাবে টাকা জমা দিতে হয় এগুলো জানেন। যদি টাকা প্রদানের নিয়ম না জেনে থাকেন তাহলে এই 'এ চালান দিয়ে ই পাসপোর্ট ফি দেওয়ার নিয়ম' পোস্টটি দেখে নিতে পারেন। আশা করছি এই আলোচনা থেকে আপনি পাসপোর্ট চেক করার নিয়ম সম্পর্কে একটি স্পষ্ট ধারনা পেয়েছেন। ধন্যবাদ।