মালয়েশিয়া কলিং ভিসার খবর | ভিসা বন্ধ না খোলা ২০২৫

This Template Designed By E10Script

বিদেশগামী বাংলাদেশিদের নিকট অত্যন্ত পছন্দের একটি দেশ হলো মালয়েশিয়া। বাংলাদেশ থেকে প্রচুর পরিমান কর্মী কাজের উদ্দেশ্যে মালয়েশিয়া পাড়ি জমিয়েছেন। বর্তমানে মালয়েশিয়ায় বৈধ্য এবং অবৈধ্য মিলিয়ে ১০ লক্ষের উপর বাংলাদেশি সেখানে অবস্থান করছেন৷ ভালো কর্মপরিবেশ এবং উচ্চ বেতনের জন্য বাংলাদেশিদের নিকট মালয়েশিয়া অত্যন্ত পছন্দনীয় একটি গন্তব্য। তবে সাম্প্রতিক বছর গুলোতে ভিসা জটিলতার কারণে অনেকের ইচ্ছা থাকলেও মালয়েশিয়া যেতে পারছেন না। অনেকে আবার দালাল কিংবা এজেন্সিকে পাসপোর্ট, টাকা জমা দিয়ে অনিশ্চয়তার মধ্যে দিন পার করছেন। যে কারণে আজকের দিনে মালয়েশিয়া যেতে ইচ্ছুক ব্যক্তিদের একটি কমন আগ্রহের বিষয় হলো মালয়েশিয়া কলিং ভিসা বন্ধ না খোলা তার খরর। এখানে আমরা মূলত এই বিষটিই কভার করার চেষ্টা করবো। 

আরও পড়ুন: 

মালয়েশিয়া কলিং ভিসার আজকের খবর

মালয়েশিয়া কলিং ভিসার খবর:

২০২২ সালে মালয়েশিয়া শ্রমবাজার চালু হলে তৎকালীন আওয়ামী এমপি মন্ত্রীদের দূর্নীতি এবং অনিয়মের কারণে সেক্টরটি সিন্ডিকেটের কবলে পড়ে। পরবর্তীতে দূর্নীতি প্রমানিত হলে দেশি বিদেশি বিভিন্ন চাপে বাংলাদেশি কর্মীদের ভিসা দেওয়া বন্ধ ঘোষণা করে মালয়েশিয়া। যার ফলে প্রায় ১৮ হাজার কর্মীর পাসপোর্ট, ভিসা, মেডিকেল সম্পন্ন করার পরও মালয়েশিয়া যেতে ব্যর্থ হোন। তখন থেকে মূলত শুরু হয় মালয়েশিয়া ভিসা সংকট। 

তবে গত ২২ জানুয়ারি ২০২৫ তারিখে মালয়েশিয়া ভিসা সংকট নিয়ে কিছুটা আশার বানী শুনিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব মো. রুহুল আমিন। তিনি বলেন মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের কারিগরি কমিটির সাথে মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারিগরি কমিটির দুই দফা বৈঠক হয়েছে। যেখানে মালয়েশিয়া কর্মী নেওয়ার ক্ষেত্রে ইতিবাচক ইঙ্গিত দিতে। সেখান থেকে আশা করা যাচ্ছে দ্রুতই এই ১৮ হাজার কর্মী মালেশিয়া যেতে পারবেন। 

আরও পড়ুন: পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক ২০২৫

মালয়েশিয়া কলিং ভিসা বন্ধ না খোলা?

মালয়েশিয়া কলিং ভিসা বন্ধ না খোলা

২০২৪ সালের শুরুর দিক থেকে বাংলাদেশিদের জন্য মোটামুটি ভিসা দেওয়া বন্ধ করে মালয়েশিয়া। তবে তখন থেকে কলিং ভিসা পুরোপুরি বন্ধ হয়েছে এমনটা বলা কিছুটা ভুল হবে। কারণ ২০২৪ সালের ৩১মের পর থেকে বাংলাদেশিদের জন্য নির্দিষ্ট কাজের ক্ষেত্রে সীমিত পরিসরে কলিং ভিসা চালু রেখেছিল মালয়েশিয়া। যার ফলে খুবই কম সংখ্যক কর্মী এইসব ভিসায় মালয়েশিয়ায় যেতে পেরেছেন। 

আরও পড়ুন: ক্রোয়েশিয়া ভিসা আপডেট ২০২৫

বর্তমানেও সীমিত পরিসরে মালয়েশিয়ার কলিং ভিসা চালু রয়েছে। তবে ভিসা দেওয়া হচ্ছে কেবল মাত্র প্লান্টেশন সেক্টরে। সব সেক্টরে কলিং ভিসা এখনো চালু হয়নি। প্লান্টেশন সেক্টরে ভিসার আবেদনের সময়সীমা প্রথমে নির্ধারণ করা হয়েছিল ৩১ জানুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত। পরবর্তীতে এই কলিং ভিসার মেয়াদ বৃদ্ধি করা হবে কিনা তা নিয়ে বাংলাদেশ কিংবা মালয়েশিয়া উভয় পক্ষ থেকেই ধোঁয়াশা ছিল। 

তবে আশা করা হচ্ছিল এই কলিং ভিসার মেয়াদ বৃদ্ধি করা হবে৷ আর যেমনটা আশা করা হচ্ছিল শেষ পর্যন্ত তেমনটিই হয়েছে। অর্থাৎ মালয়েশিয়ার কলিং ভিসার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে৷ এবং নতুন করে এই কলিং ভিসার মেয়ার বৃদ্ধি করে ৩১ মার্চ পর্যন্ত করা হয়েছে। সেকারণে আশা করা হচ্ছে প্লান্টেশন ভিসার ন্যায় অতি দ্রুত সকল সেক্টরে কলিং ভিসা পুনরায় চালু হবে। 

আরও পড়ুন: ইউরোপের দেশ সাইপ্রাসের বর্তমান আবস্থা ২০২৫

কলিং ভিসা ছাড়া মালয়েশিয়া যাওয়া যাবে?

কলিং ভিসা ছাড়া মালয়েশিয়া

বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় শ্রমশক্তি রপ্তানির প্রক্রিয়া সম্পর্কে সঠিক ধারণা না থাকার কারণে অনেকের মাথাই এই প্রশ্নটির আবির্ভাব হয়। কিন্তু প্রশ্নটা মোটেও বাস্তবসম্মত নয়। কারণ মালয়েশিয়ায় কাজের জন্য যাওয়ার একই বৈধ্য উপায় হচ্ছে কলিং ভিসা। কলিং ভিসা ছাড়া আপনি কাজের উদ্দেশ্যে বৈধ্য কখনোই মালয়েশিয়া যেতে পারবেন না৷ 

মালয়েশিয়ায় অবস্থিত কোম্পানি গুলোতে যখন লোকবলের প্রয়োজন হয় তখন কোম্পানি গুলো সাধারণত তাদের লোকবলের চাহিদার কথা উল্লেখ করে মালয়েশিয়া সরকারের নিকট চাহিদাপত্র প্রেরণ করে। পরবর্তীতে প্রতিষ্ঠান গুলোর চাহিদাপত্রের ভিত্তিতে মালেশিয়ার শ্রম মন্ত্রনালয় বিদেশি কর্মীদের জন্য ভিসা ইস্যু করা শুরু করে। সেটিই মূলত কলিং ভিসা নামে পরিচিত। যার প্রেক্ষিতে বলা যায় কলিং ভিসা ছাড়া কাজের উদ্দেশ্যে মালয়েশিয়া যাওয়ার সুযোগ নেই। 

আরও পড়ুন: ইন্ডিয়ান টুরিস্ট ভিসা আপডেট 2025

শেষ কথা:

বাংলাদেশি কর্মীদের জন্য জন্য অত্যন্ত সম্ভাবনাময় একটি দেশ ছিল মালয়েশিয়া। তবে বিগত সরকারের কিছু এমপি মন্ত্রীর সীমাহীন দূর্নীতি এবং অনিয়মের কারণে এই দেশে কর্মী প্রেরণ প্রায় বন্ধ আছে বললেই চলে। তবে আশা কথা হলো, বর্তমান সরকার মালয়েশিয়া শ্রম বাজার পূর্বের ন্যায় করার জন্য মালয়েশিয়া কর্তৃপক্ষের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে। যার ফলে আশা করা যায় অতি দ্রুত এই সংকটের নিরসন হবে। এবং মালয়েশিয়ার সকল সেক্টরে কলিং ভিসা পুনরায় চালু হবে। আজকের মালয়েশিয়া কলিং ভিসার খবর এবং ভিসা চালু না বন্ধ তা নিয়ে এই ছিল আমাদের আয়োজন। আশা করছি পোস্ট আপনাদের জন্য বেশ সহায়ক হবে। 

Sazzadul Islam

আমি সাজ্জাদুল ইসলাম৷ দীর্ঘ সময় থেকে পাসপোর্ট, ভিসা এবং প্রবাসীদের নিয়ে কাজ করছি৷ সে অভিজ্ঞতার আলোকে এখানে নিয়মিত পাসপোর্ট, ভিসা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে সমসাময়িক তথ্য ও আপডেট দেওয়ার চেষ্টা করি।

8 Comments

  1. কবে নাগাদ খুলতে পারে জানালে উপকৃত হবো

    ReplyDelete
  2. নতুন ভাবে কলিং কি চালু হবে আবার

    ReplyDelete
    Replies
    1. ভাই আমি গত ২২-১২-২০২৪ মালয়েশিয়া প্ল্যান্টেশন এ মেডিকেল করছি,, কিন্তু এখনো কলিং ভিসা পাই নি,, অফিসে ফোন করলে বলে ৩১শে জানুয়ারি মধ্যে কলিং দিবে,,, আসলে কথাটা কতটুকু সত্য অফিসের কর্মচারীদের,,,? একটু বলবেন প্লিজ,,,ভাইয়া?

      Delete
    2. যেহেতু ৩১ মার্চ ২০২৫ পর্যন্ত মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। তাই আশা করা যাচ্ছে মেডিকেল অনলাইন হলে ৩১ মার্চ তারিখের আগেই ফ্লাইট দিতে পারবেন।

      Delete
  3. ভাই মালয়েশিয়া তে সবজির বাগানে এখন কি লোক নেই নাকি না বন্ধ আছে আর মালয়েশিয়া কলিং ভিসা খুলা নাকি বন্ধ একটু বলবেন

    ReplyDelete
    Replies
    1. নিচ্ছে। কিন্তু এখন নতুন করে আবেদন করে মালয়েশিয়া যেতে পারবেন না। ৩১ তারিখ প্লানটেশন ভিসার ফ্লাইটের লাস্ট ডেট।

      Delete
  4. এখন কি মালয়েশিয়া নতুন লোক নিচ্ছে??

    ReplyDelete
    Replies
    1. নিচ্ছে। কিন্তু এখন নতুন করে আবেদন করে মালয়েশিয়া যেতে পারবেন না।

      Delete
Previous Post Next Post
This Template Designed By E10Script