টুরিস্টদের নিকট 'ভারত' ভ্রমণের জন্য অসাধারণ একটি দেশ। দেশটির প্রাচীন ঐতিহাসিক স্থাপত্য, প্রকৃতিক সৌন্দর্য ও আধুনিক সভ্যতার মেলবন্ধন অবশ্যই আপনাকে মুগ্ধ করবে। তবে ভিসা জটিলতার কারণে বর্তমানে ভ্রমণের উদ্দেশ্যে ভারতে যাওয়া প্রায় বন্ধ রয়েছে বললেই চলে৷ যার ফলে ভ্রমণ পিপাসুদের নিকট আগ্রহের কেন্দ্র বিন্দুতে পরিনত হয়ে ইন্ডিয়ান টুরিস্ট ভিসা আপডেট। এই আলোচনা আমরা বর্তমান সরকারের সাথে ভারতের সম্পর্ক, ইন্ডিয়ান টুরিস্ট ভিসা আপডেট এবং ভবিষ্যত সম্ভাবনা নিয়ে বিস্তারিত কথা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ।
আরও পড়ুন:
ইন্ডিয়ান টুরিস্ট ভিসা আপডেট:
ইন্ডিয়ান টুরিস্ট ভিসা হলো মূলত বিদেশি নাগরিকদের জন্য একটি বিশেষ অনুমতি বা ছাড়পত্র। বিদেশি কোন নাগরিকে ভ্রমণের উদ্দেশ্যে ভারতে প্রবেশ, বিভিন্ন পর্যটন স্থানে ভ্রমণ এবং অবসর ছুটি কাটানোর মত কাজে অনুমতি দেওয়ার জন্য সাধারণত এই ভিসা ইস্যু করা হয়।
তবে হাসিনা সরকারের পতনের পর থেকে দিল্লির সাথে বাংলাদেশের সম্পর্ক ক্রমেই খারাপ হতে শুরু করে। বলা চলে বর্তমানে ইতিহাসের অন্যতম বৈরী সম্পর্ক বিরাজ করছে দুই দেশের মধ্যে। যার প্রধান আঘাতটাই এসে লাগে ইন্ডিয়ান টুরিস্ট ভিসায়। বাংলাদেশিদের জন্য বর্তমানে ইন্ডিয়ান টুরিস্ট ভিসা প্রায় সম্পূর্ণ বন্ধ রয়েছে বললেই চলে৷
আরও পড়ুন: পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক ২০২৫
যার কারণে বাংলাদেশি ভ্রমণ পিপাসুদের বর্তমানে ইন্ডিয়ান টুরিস্ট ভিসা সর্বশেষ আপডেটের দিকে বিচক্ষণ দৃষ্টি রাখতে হচ্ছে। কারণ এখন পর্যন্ত ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক খুব বেশি স্বাভাবিক হয়নি বললেই চলে। যার কারণে এখন পর্যন্ত বাংলাদেশিদের ইন্ডিয়ান টুরিস্ট ভিসা দেওয়া বন্ধ রেখেছে ভারত সরকার।
সর্বসাধারণের জন্য ইন্ডিয়ান টুরিস্ট ভিসা ইস্যু বন্ধ থাকেও ইউরোপ আমেরিকার গ্রিন কার্ড হোল্ডার ব্যক্তিদের ভারত সরকার বাংলাদেশ থেকে ইন্ডিয়ান টুরিস্ট ভিসা প্রদান করছে। এছাড়াও কিছুটা সীমিত পরিসরে মেডিকেল, ডাবল এন্ট্রি ও স্টুডেন্ট ভিসা প্রদান করছে ভারত সরকার। তবে খুশির সংবাদ হলো মেডিকেল, ডাবল এন্ট্রি ও স্টুডেন্ট ভিসা প্রদান পুরোপুরি স্বাভাবিক না হলেও আগের তুলনায় বর্তমানে এই ভিসা রেশিও বেশ ভালো।
আরও পড়ুন: ক্রোয়েশিয়া ভিসা আপডেট ২০২৫
ইন্ডিয়ান টুরিস্ট ভিসা কবে চালু হবে?
আনঅথোরাইজড কিছু সূত্র মতে মেডিকেল, ডাবল এন্ট্রি ও স্টুডেন্ট ভিসা ফেব্রুয়ারি মাসে পুরোপুরি স্বাভাবিক হয়ে যাওয়ার কথা ছিল এবং টুরিস্ট ভিসা মার্চ মাস নাগাদ পুরোপুরি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকি এটিও শোনা যাচ্ছে যে টুরিস্ট ভিসা খুব দ্রুতই স্বাভাবিক করার লক্ষ্যে মিতালী এক্সপ্রেস ট্রেন ধোঁয়া মোছার কাজ শুরু হয়ে গেছে।
তবে বাংলাদেশি কিংবা ভারতীয় কোন বিশ্বস্ত ও নির্ভরযোগ্য সংবাদমাধ্যম বা অন্য কোন কোন সোর্স এ বিষয় গুলো নিশ্চিত করেনি। যার ফলে এই সমস্থ কথা বা নিউজ গুলোকে রিউমার বলেই মনে করা হচ্ছে।
আরও পড়ুন: ইন্ডিয়ান ভিসা কবে চালু হবে ২০২৫
তবে বিশ্বস্ত সূত্র এবং ভারতের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তাদের বক্তব্য থেকে অনুমান করা যাচ্ছে যে, নির্বাচিত সরকার ছাড়া ইন্ডিয়ান টুরিস্ট ভিসা স্বাভাবিক হওয়ার সম্ভাবনা খুবই কম।
সর্বশেষ ২৬ জানুয়ারি ২০২৫ তারিখে ভারতের ৭৬ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবেসে অনুষ্ঠিত প্রোগ্রামে ভারতীয় হাইকমিশনারের বক্তব্য থেকেও এর আলামত পাওয়া যায়। সে অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনার প্রণয় বর্মা বলেন "গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক' বাংলাদেশের প্রতি ভারতের সমর্থন আগেও ছিল, আর থাকবেও"।
তিনি আরো বলেন, "স্থিতিশীল, ইতিবাচক, গঠনমূলক, দূরদর্শী এবং পারস্পরিকভাবে উপকারী সম্পর্ক' বাংলাদেশের সঙ্গে রাখতে চায় ভারত"। এর পূর্বে ভারতের সেনা প্রধান বলেছিলেন "বাংলাদেশে নির্বাচিত সরকার আসলেই ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিক হবে"।
এছাড়াও হাসিনা সরকারের পতনের পর বিভিন্ন সময়ে ভারত সরকারের পক্ষ থেকে এমন কথা শোনা গিয়েছে৷ সুতরাং উপর্যুক্ত বক্তব্য গুলো পর্যালোচনা করে বলা যায় নির্বাচিত কিংবা স্থিতিশীল সরকার ছাড়া ইন্ডিয়ান টুরিস্ট ভিসা পুরোপুরি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা খুব কম।
ইন্ডিয়ান নতুন ভিসা নীতি:
সম্প্রতি ভারত সরকার ইমিগ্রেশন এবং বিদেশি নাগরিকদের জন্য সাংবিধানিক পরিবর্তন এনেছে৷ যেটি মূলত ভারতে পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক করা হয়েছে। এটিকে বলা হচ্ছে ইন্ডিয়ান ইমিগ্রেশন এবং ফরেনারস রুলস।
যার প্রেক্ষিতে অনেক ইউটিউবার সহ ফেসবুকে অনেকেই দাবী করছেন ইন্ডিয়ান টুরিস্ট ভিসা ইন্ডিয়া সরকার খুলে দিয়েছে বা অতি দ্রুত খুলে সব ধরনের ভিসা স্বাভাবিক হয়ে যাবে। তবে বাস্তবে এই নীতিমালায় এমন কোন কথা বলা নেই৷ চলুন তাহলে দেখে নেওয়া যাক কি আছে নতুন এই নীতিমালায়। আর কবেই বা ইন্ডিয়ান টুরিস্ট ভিসা খুলবে৷
অতীতে মেডিকেল ভিসা, ডাবল এন্টি ভিসা, টুরিস্ট ভিসা সহ কোন ভিসায় ইইন্ডিয়া গিয়া অবস্থান করলে নিকটস্থ থানাকে সেটি জানাতে হতো। কিন্তু ইন্ডিয়ায় কোন আত্মীয়ের কাছে থাকতে থানায় জানানোর প্রয়োজন ছিলনা।
কিন্তু নতুন ভিসা নীতিমালা বলা হয়েছে ভারতে যাদের আত্মীয় আছে তারা যদি ইন্ডিয়া গিয়ে তাদের কাছে থাকতে চায় তাহলে থানা থেকে অনুমতি নিতে হবে। কেউ নিকটস্থ থানাকে না জানিয়ে রাতে কোন আত্মীয়ের কাছে থাকতে পারবে না।
যদি থানাকে জানানোর পর থানা অনুমতি না দেয় তাহলে সেই আত্মীয়ের কাছে দিনের বেলা থাকতে পারলেও রাতের বেলা থাকতে পারবে না। এক্ষেত্রে তাকে থানার অনুমতি না মেলার কারণে হোটেলে গিয়ে থাকতে হবে৷
কিন্তু ইন্ডিয়ায় যাদের আত্মীয় নেই তাদের ইন্ডিয়া গিয়ে হোটেলে থাকতে হলেও থানাকে জানাতে হবে। অর্থাৎ এই নিয়মটি আগের মতই রয়েছে। এই ক্ষেত্রে শুধু থানাকে জানালেই হবে। কিন্তু আত্মীয়ের কাছে থাকতে হলে শুধু থানাকে জানালেই হবে না অনুমতিও নিতে হবে।
এই হচ্ছে নতুন নীতিমালা। যেহেতু নতুন নীতিমালা করা হয়েছে সেহেতু অনেকেই ধারণা করছে এইবার হয়তো টুরিস্ট ভিসা সহ সকল ভিসা খুলে দিবে। তবে ভিসা স্বাভাবিক হবে কিনা সেটি নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। কারণ এই নীতিমালার দুই ধরনের অর্থ হতে পারে এক দ্রতই ভিসা স্বাভাবিক হবে।
দুই বাংলাদেশের পরবর্তী নির্বাচিত সরকারের সাথে ভারতের ভিসা নীতিমালা কেমন হবে তার অংশ হিসাবে এটি করা হয়েছে। যেহেতু কোনটিই নিশ্চিত নয় সেহেতু দেখা যাক শেষ পর্যন্ত কি হয়।
শেষ কথা:
ভারতের বৈচিত্র্যময় প্রকৃতি এবং সৌন্দর্য আপনাকে বারবার সেখানে ফিরে যেতে বাধ্য করবে। ভারতের ঐতিহাসিক স্থাপনা গুলো যেমন হুমায়ুনের সমাধিসৌধ, দিল্লির লাল কেল্লা থেকে শুরু করে আগ্রার তাজমহল, রাজস্থানের জয়পুর হাওয়া মহল প্রতিটি স্থাপনায় তার নিজস্ব রুপে আপনাকে আকৃষ্ট করবে। এছাড়াও উত্তর ভারতের হিমালয়াঞ্চল থেকে শুরু করে দক্ষিণের সমুদ্র সৈকত আপনার ভ্রমণকে অভিজ্ঞতাকে আরও রঙিন করে তুলবে এটা নিশ্চিত। যে কারণে এই আলোচনায় আমরা ইন্ডিয়ান টুরিস্ট ভিসার সর্বশেষ আপডেট দেওয়ার চেষ্টা করেছি। যাতে আপনারা দ্রুত আপনাদের ভ্রমণ পিপাসাকে নিবারন করতে পারেন৷