হাঙ্গেরি বেতন কত: ইউরোপ যেতে ইচ্ছুক ব্যক্তিদের নিকট একটি পরিচিত দেশ হলো হাঙ্গেরি। হাঙ্গেরি ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত মধ্য ইউরোপের একটি স্থল বেষ্টিত দেশ। পাশাপাশি হাঙ্গেরি শেনজেন ভুক্ত একটি দেশ। যার ফলে সহজেই হাঙ্গেরি থেকে শেনজেন ভুক্ত দেশ গুলোতে যাওয়া যায়। আর হাঙ্গেরি যাওয়ার আর একটি সুবিধা হলো হাঙ্গেরি যাওয়ার ভিসা প্রসেসিং বাংলাদেশ থেকেই করা যায়।
ইন্টারভিউ দেওয়ার জন্য ইন্ডিয়া যাওয়ার প্রয়োজন হয় না। যদিও বাংলাদেশ থেকে বর্তমানে হাঙ্গেরি ভিসার হার খুব একটা ভালো না। তবে যারা মধ্যপ্রাচ্যের দেশ গুলো থেকে হাঙ্গেরি যাওয়ার কথা ভাবছেন তারা সেখান থেকে একটু চেষ্টা করলেই হাঙ্গেরি যেতে পারবেন। বাংলাদেশ থেকেই হোক বা মধ্যপ্রাচ্য হাঙ্গেরি যাওয়ার পর আপনার বেতন কত পাবেন এটিই আমাদের আজকের আলোচ্য বিষয়। এই আলোচনায় আমরা হাঙ্গেরি বেতন কত তা নিয়ে বিস্তারিত কথা বলার চেষ্টা করবো।
আরও পড়ুন:
হাঙ্গেরি বেতন কত?
বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষ ভ্রমণ, উচ্চ শিক্ষা এবং কাজের জন্য হাঙ্গেরি এসে থাকে। তবে আপনি যদি বাংলাদেশ বা মধ্যপ্রাচ্যের কোন দেশ থেকে হাঙ্গেরি কাজের উদ্দেশ্যে যেতে চান তাহলে আপনাকে ওয়ার্ক ভিসায় হাঙ্গেরি যেতে হবে। সেখানে যাওয়ার পর আপনি কোন কোম্পানিতে পারমানেন্ট এবং কন্টাক্টচুয়াল উভয় ভাবেই কাজ করতে পারবেন।
আরও পড়ুন: সার্বিয়া কি সেনজেন হবে
মূলত এই বিষয়টির উপরই আপনার বেতন কত হবে সেটি নির্ভর করবে। আপনি যদি হাঙ্গেরি গিয়ে কোন কোম্পানিতে পারমানেন্ট চাকরি না করে চুক্তিভিত্তিক কাজ করেন তাহলে সেখান থেকে আপনি ঘন্টা প্রতি বেতন পাবেন। অর্থাৎ লিগ্যাল ভাবে আপনি যত ঘন্টা কাজ করবেন তত ঘন্টারই বেতন পাবেন।
হাঙ্গেরির সর্বনিম্ন বেতন:
সাধারণত হাঙ্গেরিতে সর্বনিম্ন বেতন হচ্ছে ১৫৩৪ ফোরিন্ট (Forint) প্রতি ঘন্টা। ফোরিন্ট (Forint) হচ্ছে হাঙ্গেরির স্থানীয় মুদ্রা। মজার বিষয় হলো হাঙ্গেরি ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশ হলেও হাঙ্গেরির মুদ্রার নাম ইউরো নয়। হাঙ্গেরির মুদ্রার নাম হচ্ছে ফোরিন্ট (Forint)। আরো মজার বিষয় হলো হাঙ্গেরির ফোরিন্ট (Forint) এর মূল্য বাংলাদেশি টাকার চেয়েও কম। বর্তমানে ১ ফোরিন্ট সমান বাংলাদেশি ৩০ পয়সা। হ্যাঁ ঠিকই দেখছেন ৩০ পয়সা। সে হিসাবে হাঙ্গেরিতে প্রতি ঘন্টা কাজের বেতন হচ্ছে ৪৬০ বাংলাদেশি টাকা।
আরও পড়ুন: পোল্যান্ড কাজের বেতন কত ২০২৫
তবে আপনি চাইলেই লিগ্যাল ভাবে নিজের ইচ্ছে মত হাঙ্গেরিতে কাজ করতে পারবেন না। হাঙ্গেরির কর্মঘণ্টা হচ্ছে দিনে ৭ ঘন্টা আর কর্মদিবস হচ্ছে সপ্তাহে ৫ দিন। অর্থাৎ লিগ্যাল ভাবে আপনি ওভার টাইম ছাড়া সপ্তাহে ৩৫ ঘন্টা কাজ করতে পারবে। এবং ওভার টাইম সহ সর্বোচ্চ ৪৫ ঘন্টা কাজ করতে পারবেন। সে হিসাবে আপনি ওভার টাইম বাদে সপ্তাহে ৫৩৬৯০ ফোরিন্ট (Forint) এবং ওভার টাইম সহ ৬৯০৩০ ফোরিন্ট বেতন পাবেন। বাংলা টাকায় সপ্তাহে যা আসবে ওভার টাইম ছাড়া ১৬ হাজার টাকার কিছু বেশি এবং ওভার টাইম সহ ২০ হাজরের কিছু বেশি।এতো গেলো চুক্তিভিত্তিক কাজের বেতন।
হাঙ্গেরির কোম্পানির বেতন:
আপনি যদি কোন কোম্পানির অধীনে পার্মানেন্ট চাকরি করেন তাহলে আপনি ঘন্টা হিসাবে বেতন না পেয়ে মাসিক ভিত্তিতে বেতন পাবেন। তবে আপনি চুক্তি ভিত্তিক কাজ করেন কিংবা মাসিক ভাবে কাজ করেন উভয় ক্ষেত্রেই আপনাকে লিগ্যাল ওয়ার্ক টাইম মেনে কাজ করতে হবে। অর্থাৎ ওভার টাইম ছাড়া সপ্তাহে ৩৫ ঘন্টা এবং ওভার টাইম সহ সর্বোচ্চ ৪৫ ঘন্টা। মাসিক ভিত্তিতে পার্মানেন্ট জবে আপনি ওভার টাইম ছাড়া ২৬৬৮০০ ফোরিন্ট মাসিক বেতন পাবেন বাংলা টাকায় যা আসে ৮০ হাজারের কিছু বেশি। ওভার টাইম হিসাবে যা পাবেন সেটি আপনার অতিরিক্ত হিসাবে যোগ হবে।
হাঙ্গেরিতে সাধারণত থাকা খাওয়া খরচ কোম্পানি বহন করে। যা মাসে প্রায় ২০০-৩০০ ইউরোর মত চলে আসে। তবে ট্যাক্স সহ আনুষ্ঠানিক সকল খরচ বাদ দিলেও হাঙ্গেরিতে প্রতি মাসে ৭০০ থেকে ৮৫০ ইউরো সর্বনিম্ন বেতন আসবে৷ যা বাংলা টাকায় দাঁড়ায় প্রায় ৮৫ হাজার টাকা থেকে ১ লক্ষ ১০ হাজার টাকার। তবে কাজের ধরণ, দক্ষতা, অভিজ্ঞতা, কর্মক্ষেত্রে ইত্যাদির উপর ভিত্তি করে বেতনের পরিমান কিছুটা কম বেশি হতে পারে।
শেষ কথা:
হাঙ্গেরির ভূ-প্রকৃতি অত্যন্ত চমৎকার। এবং এখানকার কাজের পরিবেশ এবং বেতনও বেশ ভালো। তবে আপনি যদি বাংলাদেশ থেকে গিয়ে বা মধ্যপ্রাচ্যের কোন দেশ থেকে গিয়ে হাঙ্গেরিতে স্থায়ীভাবে বসবাস করার চিন্তা করেন তাহলে হাঙ্গেরি আপনার জন্য না৷ কারণ বর্তমানে হাঙ্গেরিতে রেসিডেন্ট পারমিট বন্ধ রয়েছে। যার ফলে আপনার ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে আপনাকে অন্য একটি কোম্পানির ওয়ার্ক পারমিট ম্যানেজ করে সেখানে অবস্থান করতে হবে। অথবা অন্য দেশে চলে যেতে হবে। তবে আপনি হাঙ্গেরিতে সহজেই TRC পেয়ে যাবেন। হাঙ্গেরি বেতন কত এ নিয়ে এই ছিলো আমাদের আলোচনা৷