গ্রিক সাইপ্রাস যেতে কত টাকা লাগে: সাইপ্রাস ভৌগোলিক ভাবে পূর্ব ভূমধ্যসাগরীয় একটি দ্বীপরাষ্ট্র। ভৌগোলিক ভাবে অত্যন্ত চমৎকার এবং সুন্দর একটি দেশ হলো সাইপ্রাস। তবে রাজনৈতিক ভাবে দেশটি দুই ভাগে বিভক্ত। একটি হলো উত্তর সাইপ্রাস বা তুর্কি সাইপ্রাস। অন্যটি হলো দক্ষিণ সাইপ্রাস বা গ্রিক সাইপ্রাস বা ইউরোপীয় সাইপ্রাস। আজকের আমাদের আলোচনার টপিক হলো গ্রিক সাইপ্রাস বা ইউরোপীয় সাইপ্রাস।
নাম দেখেই হয়তো আপনারা বুঝে গেছে ফেলেছেন গ্রিক সাইপ্রাস ইউরোপীয় ইউনিয়ন ভুক্তি একটি দেশ। এবং এইখানের প্রচলিত মুদ্রা হলো ইউরো। যারা ইউরোপের কোন দেশে যাওয়ার স্বপ্ন দেখেন তাদের জন্য অন্যতম একটি গন্তব্য হলো গ্রিক সাইপ্রাস। যার ফলে ইউরোপের কোন দেশের যেতে ইচ্ছুক অনেকেই গ্রিক সাইপ্রাস যেতে কত টাকা লাগে এই নিয়ে বিভিন্ন মাধ্যমে ঘাটাঘাটি করে থাকেন। আপনার সুবিধান জন্য এই আলোচনায় আমরা এই বিষয়টি নিয়েই বিস্তারিত কথা বলা চেষ্টা করবো।
আরও পড়ুন: সাইপ্রাস বেতন কত ২০২৫
গ্রিক সাইপ্রাস যেতে কত টাকা লাগে?
ইউরোপ সহ পৃথিবীর বিভিন্ন দেশে যাওয়ার ক্ষেত্রে কত টাকা লাগবে সেটা মূলত নির্ভর করে আপনি কিভাবে এবং কার মাধ্যমে সেখানে যাচ্ছেন তার উপর। গ্রিক সাইপ্রাসও এর বাহিরে নয়। সুতরাং গ্রিক সাইপ্রাস যেতে কত টাকা লাগবে এটা সম্পূর্ণ নির্ভর করবে সেখানে আপনি কার মাধ্যমে এবং কিভাবে যাচ্ছেন তার উপর। সাধারণ গ্রিক সাইপ্রাসে যাওয়ার দুটি উপায় রয়েছে এক সরাসরি সাইপ্রাস আবস্থান করছে এমন পরিচিত কারো মাধ্যমে যাওয়া। দুই এজেন্সি বা দালালের মাধ্যমে যাওয়া।
সম্পর্কিত: বুলগেরিয়া যেতে কত টাকা লাগে ২০২৫
আপনার কোন আত্মীয় বা পরিচিত ব্যক্তি যদি সাইপ্রাসে থেকে থাকে এবং আপনি যদি সরাসরি তার মাধ্যমে গ্রিক সাইপ্রাসে যান তাহলে এক ধরনের খরচ আসবে। আবার যদি দেশের কোন এজেন্সি বা দালাল ধরে যেতে চান তাহলে আর এক ধরনের খরচ আসবে। পাশাপাশি আপনি কোন ভিসায় গ্রিক সাইপ্রাস যাবেন তার উপর ভিত্তি করেও খরচ কম বেশি হতে পারে।
পরিচিত কারো মাধ্যমে গ্রিক সাইপ্রাস যাওয়া খরচ:
সাধারণ কোন মাধ্যম ছাড়া সরাসরি গ্রিক সাইপ্রাসের ওয়ার্ক ভিসার যেতে এয়ার টিকিট সহ ৪৫০০-৫০০০ ইউরো বা বাংলা টাকায় ৫-৬ লাক্ষ টাকার প্রয়োজন হয়। তাই আপনি যদি সাইপ্রাসে অবস্থানরত আপনার কোন আত্মীয় বা পরিচিত ব্যক্তির মাধ্যমে গ্রিক সাইপ্রাসে যেতে চান তাহলে মোটামুটি ৫-৬ লক্ষ টাকার মধ্যে সাইপ্রাসে যেতে পারবেন।
এজেন্সির মাধ্যমে গ্রিক সাইপ্রাস যাওয়া খরচ:
গ্রিক সাইপ্রাসে আপনার পরিচিত কেউ যদি না থাকে সেক্ষেত্রে আপনি যদি কোন এজেন্সি বা দালালের মাধ্যমে গ্রিক সাইপ্রাস যেতে চান সেক্ষেত্রে আপনার খরচ ৭ লক্ষ থেকে ১২ লক্ষ টাকা পর্যন্ত পৌঁছাতে পারে।
আরও পড়ুন: গ্রীস সাইপ্রাস বেতন কত ২০২৫
সরাসরি এবং দালাল বা এজেন্সির মাধ্যমে গ্রিক সাইপ্রাসে যাওয়ার ক্ষেত্রে খরচের এই বিশাল পার্থক্যের বেশ কিছু কারণ রয়েছে। বিষয়টি আপনাদের খোলাখুলি বললেই আপনারা বিষয়টি বুঝতে পারবেন। সাধারণত গ্রিক সাইপ্রাসে যে সকল প্রতিষ্ঠান ওয়ার্ক ভিসা নিয়ে কাজ করে তাদের একটি ভিসা ইস্যু করতে সব মিলিয়ে ৫-৬ লক্ষ টাকার মত খরচ হয়।
কিন্তু সে সকল প্রতিষ্ঠান তো আর বাংলাদেশি এজেন্সি গুলোকে চেনে না। তারা তখন বিভিন্ন এজেন্সি গুলোকে চাহিদা পত্র প্রেরন করে। যেহেতু এজেন্সি গুলো একটি একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান সেহেতু তারা তখন ভিসা প্রতি নির্দিষ্ট পরিমান মুনাফা রেখে খরচ নির্ধারণ করে। ফলে আপনি যখন গ্রিক সাইপ্রাসে যাওয়ার জন্য এজেন্সি গুলোর কাছে যান তখন গ্রিক সাইপ্রাস যাওয়ার খরচ দাঁড়ায় ৭ থেকে ৭.৫ লক্ষ টাকা।
আবার আপনি যদি সরাসরি এজেন্সির কাছে না গিয়ে মাঝের কোন দালালের মাধ্যমে গ্রিক সাইপ্রাস যাওয়ার চেষ্টা করেন তখন গ্রিক সাইপ্রাস যাওয়ার খরচ দাঁড়ায় ৮ লক্ষ থেকে ৯ লক্ষ টাকা। কারণ যে দালালের মাধ্যমে আপনি যাবেন সেও কিছু মুনাফা রাখার চেষ্টা করবে। এখন কোন ভাবে যদি মাঝে আর একজন বা দুই জন ব্যক্তি যুক্ত হয় তাহলে বুঝতেই পাছেন গ্রিক সাইপ্রাস যেতে কত টাকা লাগবে। এতো গেলো মাধ্যমের কারণে খরচের পার্থক্যে কারণ।
আরও পডুন: তুর্কি সাইপ্রাস কেমন দেশ ২০২৫
বিভিন্ন ভিসায় গ্রিক সাইপ্রাস যাওয়ার খরচ:
আপনি কোন ভিসায় গ্রিক সাইপ্রাসে যাচ্ছেন তার উপর ভিত্তি করেও খরচ কম বেশি হতে পারে। যেমন, বর্তমানে গ্রিক সাইপ্রাসে বেশ কয়েক ধরনের ওয়ার্ক ভিসা চালু রয়েছে। তার একটি হলো ফর্মের ভিসা। আপনি যদি এই ভিসায় গ্রিক সাইপ্রাস যেতে চান তাহলে আপনার খরচ কিছুটা কম হবে। কারণ এই ভিসার বেতন যেমন কম তেমনি কাজও বেশ কঠিন।
আপনাকে বিশাল বিশাল পশুর ফার্ম এবং সাথে লাগালো কোন একটি ঘরেই আপনার সাইপ্রাস জীবনটা শেষ করতে হবে। মাসে হয়তো এক দুই বারে শহরে আসতে পারবে। তাও মালিকের ইচ্ছার উপর নির্ভর করবে। এছাড়াও ফার্মে কাজের পরিবেশ খুব বেশি সুবিধা জনক নয়। তাই অনেকেই অতি কষ্টে এই ভিসায় ১-১.৫ বছরের বেশি থাকতে পারেন না। আপনি যদি এই ভিসায় গ্রিক সাইপ্রাস যেতে চান তাহলে খরচ কম হবে এটা স্বাভাবিক।
আরও পড়ুন: সার্বিয়া কি সেনজেন হবে
এছাড়াও বর্তমানে সেখানে বাংলাদেশিদের রেস্টুরেন্টে, শপিং মল গুলোতে কাজের ভিসা দেওয়া হচ্ছে। এই কাজ গুলোতে কয়েক বছর আগেও বাংলাদেশিদের নেওয়া হতো না। তাই বর্তমানে গ্রিক সাইপ্রাসে বাংলাদেশিদের জন্য এটি একটি ভালো সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। এই কাজ গুলো বেতন যেমন বেশি। তেমনি অন্যান্য সুযোগ সুবিধা গুলোও অনেক বেশি। এই ভিসায় যদি আপনি গ্রিক সাইপ্রাসে আসতে পারেন তাহলে ইউরোপ লাইফ আপনি উপভোগ করতে পারবে। এখন আপনি আপনি যদি এই ভিসায় গ্রিক সাইপ্রাস আসতে চান তাহলে আপনাকে গ্রিক সাইপ্রাস আসার সর্বোচ্চ খরচটিই পে করতে হবে এটা আর বলার অপেক্ষা রাখে না।
শেষ কথা:
ইউরোপের কোন দেশে যাওয়া অনেকের কাছেই স্বপ্ন। আর এই স্বপ্নের বিভোর হয়ে অনেকেই ইউরোপের কোন দেশের নাম শুনলেই সেখানে যাওয়ার জন্য উদগ্রীব হয়ে পড়েন। তবে আপনি যদি ইউরোপের দেশ গুলোতে সঠিক ভিসায় যেতে না পারেন তাহলে আপনার ইউরোপের স্বপ্ন দুঃস্বপ্নে পরিনত হয়ে খুব বেশি সময় নিবে না। তাই ইউরোপের কোন দেশে যাওয়ার আগে কোন ভিসা, কি কাজে সেখানে যাচ্ছে, কাজ কেমন? কাজের পেশার কেমন? বেতন কেমন? এই বিষয় গুলো জানা অত্যন্ত জরুরি। তাই সাইপ্রাস সহ ইউরোপ কোন দেশে যাওয়ার আগে কত টাকা লাগবে এই চিন্তা না করে, একটু বেশি টাকা লাগবে ভালো কোন ভিসায় বিদেশ পারি দেওয়া উত্তম। তাই গ্রিক সাইপ্রাসে যাওয়ার ক্ষেত্রেও একটু টাকা বেশি লাগলেও চেষ্টা করবেন রেস্টুরেন্টে বা শপিংমলে ভিসায় সেখানে যাওয়ার। গ্রিক সাইপ্রাস যেতে কত টাকা লাগে ২০২৫ নিয়ে এই ছিল আমাদের আজকের আলোচনা। ধন্যবাদ।