বাংলাদেশ থেকে যারা সাইপ্রাস যাওয়ার পরিকল্পনা করছেন তারা হয়তো জেনে থাকবেন রাজনৈতিক ভাবে সাইপ্রাস দুই ভাগে বিভক্ত। সাইপ্রাসের একটি অংশ নিয়ন্ত্রণ করে তুর্কী। আর একটি অংশ নিয়ন্ত্রণ করে গ্রীস। যদিও দ্বীপ রাষ্ট্রটি আয়তনে খুব বেশি বড় নয়। তবে তুরস্ক এবং গ্রীসের মাঝামাঝি এই দ্বীপটি হওয়ায় এই দুই দেশই মূলত সাইপ্রাস নিয়ন্ত্রণ করে। সে কারণে দুই দেশের ভিসা প্রসেসিং, ওয়ার্ক পারমিট থেকে শুরু করে বেতন কাঠামো সব কিছু আলাদা। আমরা সামগ্রিকভাবে সাইপ্রাসের বেতন কত তা নিয়ে পূর্বে আলোচনা করেছি। এই আলোচনায় আমরা গ্রীস সাইপ্রাস বেতন কত তা নিয়ে বিস্তারিত আলোচনা কারার চেষ্টা করবো ইনশাল্লাহ।
আরও পড়ুন:
গ্রীস সাইপ্রাস বেতন কত?
তুর্কি সাইপ্রাসে একটি নির্দিষ্ট বেতন কাঠামো থাকলেও গ্রিক সাইপ্রাসে নির্ধারিত বেতন কাঠামো নেই। গ্রিক সাইপ্রাসে আপনার বেতন নির্ভর করবে আপনি কোন ভিসায় গ্রীস সাইপ্রাস গেছেন তার উপর। গ্রীস সাইপ্রাসে সাধারণ তিন ধরনের ভিসায় যাওয়া যায়।
সম্পর্কিত পোস্ট: গ্রিক সাইপ্রাস যেতে কত টাকা লাগে ২০২৫
স্টুডেন্ট ভিসায় বেতন:
গ্রীস সাইপ্রাসে যে তিন ভাবে যাওয়া যায় তার মধ্যে অন্যতম হলো স্টুডেন্ট ভিসা। এই ভিসায় সাধারণ শিক্ষার্থীরা পড়াশোনার উদ্দেশ্যে গ্রীস সাইপ্রাস গিয়ে পড়াশোনা পাশাপাশি কাজ করে। যেহেতু এই ভিসার প্রধান উদ্দেশ্য হচ্ছে পড়াশোনা করা সেহেতু এই ভিসায় কোন প্রতিষ্ঠানে স্থায়ী বেতন কাঠামোতে কাজ করার সুযোগ থাকে না। যার ফলে এই ভিসায় মাসিক নির্ধারিত কোন বেতন নেই। এটি নির্ভর করে কত সময় কাজ করছে তার উপর।
তবে মজার বিষয় হচ্ছে এই ভিসায় পড়াশোনা করতে গিয়ে যারা সাইপ্রাসের বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করে তাদের মাসিক বেতন ওয়ার্ক পারমিট নিয়ে সাইপ্রাস যাওয়া ব্যক্তির চেয়ে বেশি। যেহেতু এই ভিসায় নির্ধারিত বেতন কাঠামো নেই সেহেতু এই ভিসায় গ্রীস সাইপ্রাস গিয়ে নির্দিষ্ট কত বেতন পাবেন সেটি বলা মুশকিল।
তবে সাধারণত স্টুডেন্ট ভিসায় যারা সাইপ্রাস আসেন তারা ৮০০-১০০০ ইউরো মাসিক উপার্জন করতে পারেন। আপনি একদম অনভিজ্ঞ হলেও সর্বনিম্ন ৮০০ ইউরোর মত মাসিক বেতন পাবেন। আর একটু দক্ষ বা অভিজ্ঞ হলে মাসে ১০০০ ইউরো অনায়াসে আয় করতে পারবেন। বাংলাদেশ টাকায় এটি কনভার্ট করলে দাঁড়াবে প্রায় ১ লক্ষ টাকা থেকে ১ লক্ষ ২৫ হাজার টাকা।
আবার কেউ যদি নির্ধারিত ডিউটির বাহিরে অতিরিক্ত কাজ করে অথবা দুই তিনটা প্রতিষ্ঠানে কাজ করে তাহলে তিনি অনায়াসে ১৫০০ ইউরো থেকে ২০০০ ইউরো মাসিক আয় করতে পারবেন। বাংলাদেশি টাকায় যা আসবে ১ লক্ষ ৯০ হাজার টাকা থেকে ২ লক্ষ ৫০ হাজার টাকা।
আরও পড়ুন: সাইপ্রাসের ভিসার বর্তমান অবস্থা কেমন?
কৃষি বা ডোমেস্টিক ভিসায় বেতন:
গ্রীস সাইপ্রাসে বর্তমানের দুই ক্যাটাগরির কাজে ভিসা দেওয়া হচ্ছে। এর মধ্যে একটি হচ্ছে এই ক্যাটাগরির কাজের ভিসা। এই ভিসায় আওতায় সাধারণত এগ্রিকালচার, ফার্ম এবং বিভিন্ন নার্সারিতে কাজ করতে হয়। এছাড়া বয়স্ক ব্যক্তিদের দেখা শোনা করা, হাউস ওয়ার্ক এই কাজ গুলোও এই বেতন কাঠামোর মধ্যে পরে৷
এই সব কাজের ভিসায় যদি আপনি গ্রীস সাইপ্রাস আসেন তাহলে আপনি মাসিক বেসিক বেতন পাবেন ৪৫০ ইউরো । গ্রীস সাইপ্রাসে স্যোশাল ইনসুরেন্সের জন্য নির্ধারিত কিছু ফি দিতে হয়। অনেক ক্ষেত্রে অনেক মালিক এটি বহন করে অনেক ক্ষেত্রে আবার করে না। যদি মালিক আপনার স্যোশাল ইনসুরেন্স না কাটে তাহলে আপনার মাসিক বেতন আসবে মোটামুটি ৫০০ ইউরো।
বাংলা টাকায় কনভার্ট করলে আসবে ৫৭ হাজার টাকা। আর স্যোশাল ইনসুরেন্স না কাটলে মোটামুটি ৬৩ হাজার টাকার বেসিক। যদি মালিক পক্ষ আপনার থাকা খাওয়ার খরচ বহন করে তাহলে এই বেতন আরো বৃদ্ধি পাবে।
আরও পড়ুন: সার্বিয়া কি সেনজেন হবে
রেস্টুরেন্টে/শপিংমলের কাজের ভিসায় বেতন:
কয়েক বছর আগেও সাইপ্রাসে রেস্টুরেন্টের কাজ বা শপিংমলের কাজ গুলোতে বাংলাদেশি নেওয়া হতো না। বর্তমানে এই কাজ গুলোতে বাংলাদেশিদের নেওয়া হচ্ছে। বর্তমানে গ্রীস সাইপ্রাসে যেসব কাছে ওয়ার্ক পারমিট দেওয়া হচ্ছে তার মধ্যে এই কাজ গুলোর বেতন সব চেয়ে বেশি।
আপনি যদি এই ওয়ার্ক পারমিট গ্রীস সাইপ্রাসে যান তাহলে আপনাকে ওয়েটার, কিচেন হেল্পার, বিভিন্ন সুপার শোপে স্টোর কিপার ইত্যাদি কাজ করতে হবে। এই কাজ গুলো বেতন কাঠামো নির্ধারিত। এই সব কাজের জন্য আপনি মাসিক সর্বনিম্ন ৮৭৫ ইউরো থেকে ৯০০ ইউরো পর্যন্ত বেসিক বেতন পাবেন। বাংলাদেশি টাকায় যদি এই টাকাকে ভাঙ্গান তাহলে আসবে ১ লক্ষ ১০ টাকা থেকে ১ লক্ষ ১৫ হাজার টাকা মাসিক। আর ইন্সুইরেন্স, থাকা খাওয়া যদি কোম্পানি বহন করে তাহলে আপনার বেতন আরো বৃদ্ধি পাবে।
শেষ কথা:
গ্রীস সাইপ্রাসে নির্ধারিত বেতন কাঠামো না থাকায় বিভিন্ন কাজের বেতন কম বেশি হয়ে থাকে। তাই আপনি নিজে নিজে হোক বা এজেন্সির মাধ্যমেই হোক যখন গ্রীস সাইপ্রাস যাবেন তখন কোন কাজের ভিসায় যাচ্ছেন এটি ভালো ভাবে দেখে নিবে। এজেন্সির মাধ্যমে গেলে ওখানে গিয়ে আপনাকে কি কাজ করতে হবে তা এজেন্সির কাজ থেকে ভালো ভাবে জেনে নিবেন৷ আর গ্রীস সাইপ্রাস যাওয়ার সময় চেষ্টা করবেন রেস্টুরেন্ট বা শপিং মলের কোন কাজে গ্রীস সাইপ্রাসে যাওয়ার জন্য। যদি এই ক্যাটাগরিতে গ্রীস সাইপ্রাস যেতে পারেন তাহলে ভালো এমাউন্টের একটি বেতন পাবেন এটি নিশ্চিত। গ্রীস সাইপ্রাস বেতন কত ২০২৫ এ নিয়ে এই ছিল আমাদের আজকের আলোচনা।