ক্রোয়েশিয়া ভিসা আপডেট ২০২৫ | Croatia work permit visa news 2025

This Template Designed By E10Script

বর্তমানে বাংলাদেশ থেকে ইউরোপ গামীদের মধ্যে অন্যতম একটি আলোচিত টপিক হলো ক্রোয়েশিয়ার ভিসা আপডেট। গত কয়েকদিন থেকে ফেসবুক ইউটিউবে এটি নিয়েই আলোচনা চলছে৷ একদল দাবী করছে বাংলাদেশিদের জন্য ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিট এবং ভিসা পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে। অন্যদল দাবী করছে ক্রোয়েশিয়ার ওয়ার্ক ও ভিসা এখনো চালু রয়েছে। যার ফলে যারা আলরেডি ফাইল জমা দিয়েছেন বা ক্রোয়েশিয়া যাওয়ার পরিকল্পনা করছেন তারা দ্বিধাদ্বন্দের মধ্যে পড়ে গেছে। 

এই আলোচনা আমরা ২০২৫ সালে ক্রোয়েশিয়ার ভিসা সর্বশেষ আপডেট - croatia visa update 2025 নিয়ে এখানে কথা বলার চেষ্টা করবো। পাশাপাশি কি কারণে ক্রোয়েশিয়ার ভিসা বন্ধ হওয়ার উপক্রম হলো এ বিষয় নিয়েও আলোচনা করার চেষ্টা করবো। 

আরও পড়ুন: ইন্ডিয়ান টুরিস্ট ভিসা আপডেট ২০২৫

ক্রোয়েশিয়া ভিসা আপডেট ২০২৫

ক্রোয়েশিয়া ভিসা আপডেট - Croatia visa update 2025:

ক্রোয়েশিয়া ইউরোপ মহাদেশে অবস্থিত ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত একটি দেশ। পাশাপাশি দেশটি সেনজেন ভুক্ত দেশগুলোর মধ্যে অন্যতম সদস্য। যার কারণে বাংলাদেশিদের নিকট ক্রোয়েশিয়ায় যাওয়ার চাহিদা ব্যপক। যার অন্যতম প্রধান কারণ হচ্ছে ক্রোয়েশিয়া শেনজেন ভুক্ত দেশ। এখান থেকে চাইলেই ইউরোপের অন্যান্য উন্নত দেশ গুলোতে সহজে যাওয়া যায়। 

আর এই বিষয়টিই মূলত কাল হয়ে দাঁড়িয়ে বাংলাদেশিদের জন্য। ক্রোয়েশিয়ার ভিসা প্রায় বন্ধ হয়ে যাওয়ার পিছনে প্রধান এবং একমাত্র কারণ হচ্ছে এই শেনজেন সুবিধা। ক্রোয়েশিয়া থেকে গত বছর বাংলাদেশিদের জন্য প্রায় ১২ হাজার ভিসা এবং ওয়ার্ক পারমিট ইস্যু কর হয়। 

আরও পড়ুন: মালয়েশিয়া কলিং ভিসার খবর ২০২৫

তবে চিন্তার বিষয় হলো, ১২ হাজারের মধ্যে ৮ হাজার জনই ক্রোয়েশিয়ায় যাননি। বাকি ৪ হাজার জন ক্রোয়েশিয়ায় গেলেও বর্তমানে ক্রোয়েশিয়ায় কাজ করছে প্রায় ২ হাজার জনের মত। বাকি সবাই ক্রোয়েশিয়া গিয়ে কর্মক্ষেত্রে যোগদান না করে শেনজেন সুবিধা নিয়ে ইউরোপের অন্যান্য উন্নত দেশে চলে গেছে। অথবা কর্মক্ষেত্রে যোগদানের কয়েকদিন পর ইউরোপের অন্যান্য দেশে পাড়ি জমিয়েছে।

আর এই ঘটনাটি শুধুমাত্র ২০২৪ সালে ঘটেছে বিষয়টি এমন নয়। বিগত বছর গুলো থেকে এই ঘটনা পুনরাবৃত্তি হয়ে আসছে। যার ফলে ক্রোয়েশিয়া সরকার বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট এবং ভিসা দেওয়া বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। 

গত ২৩ জানুয়ারি নেদারল্যান্ডসে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে এক চিঠির মাধ্যমে এইসব কথা জানিয়েছেন। ক্রোয়েশিয়া বাংলাদেশিদের ব্যাপারে বার বার সতর্ক করার পরও বাংলাদেশ থেকে কার্যকর কোন পদক্ষেপ না নেওয়ায় তারা এমন সিদ্ধান্ত গ্রহণ করেছে। 

আরও পড়ুন: সার্বিয়া ভিসা আপডেট ২০২৫

ক্রোয়েশিয়া ভিসা কি বন্ধ?

ক্রোয়েশিয়া ভিসা কি বন্ধ

এখন আপনি প্রশ্ন করতে পারেন তাহলে ক্রোয়েশিয়ার ভিসা কি তাহলে পুরোপুরি বন্ধ। উত্তর হলো না। ক্রোয়েশিয়া বাংলাদেশিদের ভিসা দেওয়া এখনো পুরোপুরি বন্ধ করেনি। তবে একদম কমিয়ে দিয়েছে বললেই চলে। 

আর ইউটিউব, ফেসবুকে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধের নিউজ গুলো ব্যাপকভাবে প্রচার প্রচারিত হওয়ার ফলে ক্রোয়েশিয়ার অনেক কোম্পানি বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ইস্যু করতে চাচ্ছে না। তাদের বক্তব্য হলো বাংলাদেশিদের জন্য তো ভিসা বন্ধ হয়ে গিয়েছে। তাহলে শুধু শুধু ওয়ার্ক পারমিট ইস্যু করে কি লাভ। 

তবে অফিশিয়াল ভাবে ক্রোয়েশিয়ায় বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধের কোন বিজ্ঞপ্তি বা প্রজ্ঞাপন জারি করা হয়নি। এই বিষয়টি হয়তো এখনো আলোচনা পর্যায়ে রয়েছে। তাই এখনো ক্রোয়েশিয়ার ভিসা পাওয়া যাচ্ছে। 

আরও পড়ুন: পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক 2025

তবে বর্তমানে ক্রোয়েশিয়ার ভিসা একদম সীমিত করে দেওয়ায় কেবল মাত্র ক্রোয়েশিয়ার স্বনামধন্য কোম্পানিগুলো থেকে যারা ওয়ার্ক পারমিট পেয়েছে। কেবল তাদের ভিসা গুলোই ইস্যু করা হচ্ছে। কারণ বিগত বছর গুলোতে ক্রোয়েশিয়ায় অনেক নাম সর্বস্ব কোম্পানি গড়ে উঠেছে যারা টাকার বিনিময়ে তাদের কোন কর্মীর চাহিদা না থাকার পরও ওয়ার্ক পারমিট ইস্যু করেছে। 

ক্রোয়েশিয়া বর্তমানে এমন ওয়ার্ক পারমিট ধারীদের ভিসা দেওয়া একদম বন্ধ রেখেছে। তবে রেপুটেড কোম্পানির ওয়ার্ক পারমিট প্রাপ্তদের ভিসা দেওয়া চালু রখেছে। এছাড়াও যেসব বাংলাদেশি মধ্যপ্রাচ্যের দেশ গুলো থেকে ক্রোয়েশিয়ার ভিসার আবেদন করছে তাদের ভিসাও মোটামুটি হচ্ছে। 

নতুন করে ফাইল জমা দেওয়া কি উচিত হবে?

এখন আপনি প্রশ্ন করতে পারেন বর্তমান পরিস্থিতিতে ক্রোয়েশিয়া যাওয়ার জন্য নতুন করে ফাইল জমা দেওয়া উচিত হবে কিনা? আমরা বলবো এই মূহুর্তে ক্রোয়েশিয়া যাওয়ার জন্য নতুন করে ফাইল জমা দেওয়া মোটেও উচিত হবে না। কারণ বাংলাদেশ রাষ্ট্রীয়ভাবে শক্তিশালী কোন পদক্ষেপ না নিতে পারলে অতি দ্রুত বাংলাদেশিদের জন্য ক্রোয়েশিয়ার ভিসা পুরোপুরি বন্ধ হয়ে যাবে এটা মোটামুটি নিশ্চিত।

তাই আপাতত ক্রোয়েশিয়ার জন্য ফাইল জমা না দিয়ে বরং ইউরোপের অন্য কোন দেশে যাওয়ার পরিকল্পনা করুন। তবে সকল সমস্যারই সমাধান রয়েছে আমরা আশা করছি ক্রোয়েশিয়ার সমস্যাও ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে৷ 

শেষ কথা:

দালাল বা বাংলাদেশি এজেন্সি গুলো বিভিন্ন চটকদার কথা বলে ক্রোয়েশিয়া পাঠানোর নাম করে আপনার থেকে মোটা অংকের টাকা নিতে পারে৷ এখন পর্যন্ত রেপুটেড কোম্পানিগুলো থেকে ওয়ার্ক পারমিট প্রাপ্তদের ভিসা যদিও হচ্ছে কিন্তু দালাল বা এজেন্সি আপনাকেও যে রেপুটেড কোন কোম্পানির ওয়ার্ক নিয়ে দিতে পারবে তার নিশ্চয়তা কি? তাই আমাদের পরামর্শ থাকলো আপাতত ক্রোয়েশিয়ার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন৷ পরিস্থিতি স্বাভাবিক হলে পরে এটি নিয়ে চিন্তা করবেন। ক্রোয়েশিয়া ভিসা আপডেট ২০২৫ নিয়ে এই ছিল আমাদের আজকের আলোচনা। ধন্যবাদ। 

Sazzadul Islam

আমি সাজ্জাদুল ইসলাম৷ দীর্ঘ সময় থেকে পাসপোর্ট, ভিসা এবং প্রবাসীদের নিয়ে কাজ করছি৷ সে অভিজ্ঞতার আলোকে এখানে নিয়মিত পাসপোর্ট, ভিসা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে সমসাময়িক তথ্য ও আপডেট দেওয়ার চেষ্টা করি।

1 Comments

  1. ইউরোপে ভিসা নিয়ে কোন ধরনের তথ্য পাওয়া যাবে এবং ইউরোপের ভিসা কবে থেকে দেয়া শুরু হবে এ ব্যাপারে জানা যাবে কি আমাদের বাংলাদেশ থেকে পিয়ার জন্য পদক্ষেপ নিয়েছে কিনা আর এখন সর্বশেষ তথ্যটি কি

    ReplyDelete
Previous Post Next Post
This Template Designed By E10Script