বুলগেরিয়া যেতে কত টাকা লাগে ২০২৫

This Template Designed By E10Script

বুলগেরিয়া যেতে কত টাকা লাগে: ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত চমৎকার একটি দেশ হলো বুলগেরিয়া। কাজ করতে যাওয়ার জন্য বুলগেরিয়া বর্তমানে বাংলাদেশিদের নিকট অত্যন্ত জনপ্রিয় একটি গন্তব্য । কারণ গত বছরের ৩১শে মার্চ বুলগেরিয়া রোমানিয়ার সাথে শেনজেন ভুক্ত দেশ হিসাবে শেনজেন অঞ্চল যোগদান করে। যার ফলে একবার কষ্ট করে বুলগেরিয়া প্রবেশ করতে পারলে খুব সহজেই সেখান থেকে ইউরোপের অন্যান্য উন্নত দেশ গুলো তে যাওয়া যাবে।

যদিও বিশ্বব্যাংকের তথ্য মতে বর্তমানে বুলগেরিয়া ইউরোপের শিল্পায়িত উচ্চ-মধ্যম আয়ের একটি দেশ। তবুও ইউরোপের অন্যান্য দেশের তুলনায় এখানকার বেতন কিছুটা কম। তাই অনেকেই লক্ষ্য থাকে বুলগেরিয়া হয়ে ইউরোপের অন্যান্য দেশে প্রবেশ করা। আর সেকারণেই এই আলোচনায় আমরা বুলগেরিয়া যেতে কত টাকা লাগে সে সম্পর্কে আপনাদের একটি স্পষ্ট ধারণা দেওয়া চেষ্টা করবো। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করি।

আরও পড়ুন: বুলগেরিয়া বেতন কত ২০২৫

বুলগেরিয়া যেতে কত টাকা লাগে

বুলগেরিয়া যেতে কত টাকা লাগে?

বর্তমানে ২০২৫ সালে এসে বাংলাদেশ থেকে কাজের জন্য যাওয়ার ক্ষেত্রের ইউরোপের অন্যতম একটি দেশ হলো বুলগেরিয়া। আপনার যদি বুলগেরিয়া থেকে অন্য কোন দেশে যাওয়ার পরিকল্পনা নাও থাকে তবুও বুলগেরিয়া কাজ করার জন্য অত্যন্ত চমৎকার একটি দেশ। বুলগেরিয়ায় কার্যদিবস হলো সপ্তাহে সাত দিন। এবং কর্মঘন্টা হলো দিনে ৮ ঘণ্টা। এর অতিরিক্ত যা কাজ করবেন তা ওভার ডিউটি হিসাবে তার অতিরিক্ত টাকা পাবেন। 

সম্পর্কিত: গ্রিক সাইপ্রাস যেতে কত টাকা লাগে? 

এছাড়াও সাধারণত বুলগেরিয়ায় থাকার খরচ কোম্পানি বহন করে। তবে কিছু কিছু কোম্পানি থাকা খাওয়ার উভয়ের খরচ বহন করলেও সব কোম্পানি এমনটা করে না। কিছু কিছু কোম্পানি খারাব খরচ অর্ধেক বহন করে, কিছু কোম্পানি একেবারেই বহন করে না। তাই ওয়ার্ক ভিসায় বুলগেরিয়া আসার পূর্বে কোম্পানি আপনাকে কি কি সুযোগ সুবিধা প্রদান করবে সেগুলো জেনে রাখা বেশ গুরুত্বপূর্ণ। 

বুলগেরিয়া যাওয়ার খরচ কত:

বুলগেরিয়া যাওয়ার খরচ কত

এত গেলো প্রাসঙ্গিক আলোচনা। এখন মূল বিষয় হলো সব কিছু ঠিকঠাক থাকলে বুলগেরিয়া যেতে কত টাকা লাগবে? বুলগেরিয়া যেতে কত টাকা লাগবে এটা পুরোপুরি নিশ্চিত করে বলা কিছু মুশকিল। কারণে বুলগেরিয়া যেতে কত টাকা লাগবে এটা নির্ভর করে মূলত এজেন্সি গুলোর উপর। এছাড়াও আপনি সরাসরি এজেন্সির সাথে যোগাযোগ করছেন নাকি দালাদের মাধ্যমে যোগাযোগ করছেন তার উপরও খরচ অনেকটা নির্ভর করে। 

আরও পড়ুন: সার্বিয়া কি সেনজেন হবে

তবে মোটামুটি বলা যায়, বাংলাদেশে থেকে বুলগেরিয়া যেতে ৭ লক্ষ টাকা থেকে ১২ লক্ষ টাকা পর্যন্ত লাগতে পারে। এই খরচের পার্থক্য নির্ভর করে মূলত কোন মাধ্যমে বুলগেরিয়া যাচ্ছেন তার উপর। আপনি যদি কোন এজেন্সি ছাড়া নিজে নিজে বুলগেরিয়ার কোন কোম্পানি থেকে কাজের অফার লেটার নিয়ে বুলগেরিয়ার ওয়ার্ক ভিসা নেন তাহলে মোটামুটি ৭ লক্ষ টাকার মধ্যেই সব কিছু হয়ে যাবে। যদিও এ কাজটি সঠিক জ্ঞান না থাকলে করা বেশ কঠিন। আর যদি দালাল ছাড়া সরাসরি এজেন্সির মাধ্যমে বুলগেরিয়া যেতে চান তাহলে ৮ লক্ষ টাকা থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত লাগবে। আর যদি দালাদের মাধ্যমে সব কিছু করে তাহলে খরচ আর কিছুটা বাড়বে।

সম্পর্কিত পোস্ট: পোল্যান্ড যেতে কত টাকা লাগে ২০২৫

শেষ কথা:

কাজের জন্য বিদেশি যাওয়ার ক্ষেত্রে কার মাধ্যমে যাচ্ছেন, কোন ভিসায় যাচ্ছেন এই বিষয় গুলো জানা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এসব ক্ষেত্রে আপনার একটা ভুল আপনার ইউরোপের স্বপ্নকে দুঃস্বপ্নে পরিনত করতে পারে। তাই বুলগেরিয়া যাওয়ার আগে, গিয়ে কি কাজ করতে হবে, কত বেতন পাবেন এই বিষয় গুলো নিয়ে এজেন্সির সাথে খোলা মেলা আলোচনা করবেন। আর যদি সম্ভব হয় কৃষি খামারের কাজে না এসে কোন কোম্পানির কাজে বুলগেরিয়া আসার চেষ্টা করবেন। কারণ কৃষি কাজের ভিসায় বুলগেরিয়া গেলে TRC পাবেন না। কিংবা সিজনাল ভিসায় গেলে সিজন শেষ হয়ে গেলে দেশে ফিরে আসতে হবে। যাই যাওয়া আগে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। এই ছিল বুলগেরিয়া যেতে কত টাকা লাগে তা নিয়ে আমাদের আলোচনা।

Sazzadul Islam

আমি সাজ্জাদুল ইসলাম৷ দীর্ঘ সময় থেকে পাসপোর্ট, ভিসা এবং প্রবাসীদের নিয়ে কাজ করছি৷ সে অভিজ্ঞতার আলোকে এখানে নিয়মিত পাসপোর্ট, ভিসা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে সমসাময়িক তথ্য ও আপডেট দেওয়ার চেষ্টা করি।

1 Comments

Previous Post Next Post
This Template Designed By E10Script