বাংলাদেশে বর্তমানে পাসপোর্ট আবেদন পক্রিয়া সম্পূর্ণ অনলাইন হয়ে যাওয়ায় পাসপোর্ট নবায়ন বা রিনিউ করার ক্ষেত্রেও অনলাইনে আবেদন করতে হবে। নতুন পাসপোর্টের আবেদনের ন্যায় পাসপোর্ট নবায়নের ক্ষেত্রেও একটি নির্দিষ্ট আবেদন প্রক্রিয়া রয়েছে। যা প্রায় নতুন পাসপোর্টের আবেদন মতই বলা চলে। আপনারা যারা পুরনো পাসপোর্ট রিনিউ করার নিয়ম সম্পর্কে অবগত নন তাদের জন্য নিচে বিস্তারিত ভাবে স্টেপ বা স্টেপ সেই নিয়ম উল্লেখ করা হলো।
আরও পড়ুন: ১০ বছর মেয়াদি ই-পাসপোর্ট করতে কি কি লাগে
পাসপোর্ট রিনিউ করার নিয়ম:
বর্তমানে দেশে যেহেতু ই-পাসপোর্ট এবং এমআরপি উভয় ধরনের পাসপোর্ট নরায়ন বা রিনিউ করা যায় সেহেতু এখানে আমরা উভয় ধরনের পাসপোর্ট রিনিউ করার পদ্ধতি নিয়েই আলোচনা করবো ইনশাআল্লাহ।
আরও পড়ুন: পাসপোর্ট করতে কত টাকা লাগে ২০২৫
ই-পাসপোর্ট রিনিউ:
ই-পাসপোর্ট রিনিউ পদ্ধতিটি সম্পূর্ণ নতুন ই-পাসপোর্ট আবেদনের মতই। তাই অনুরোধ থাকবে এই আর্টিকেলটি পড়ার আগে ই পাসপোর্টের আবেদনের নিয়মটি এখান থেকে দেখে নিন: ই-পাসপোর্ট আবেদনের নিয়ম ২০২৫
উপরে পোস্টটি যদি আপনি ভালোভাবে পড়ে থাকেন তাহলে আপনি কোন দালাদের সাহায্য ছাড়াই নিজের কম্পিউটার, ল্যাপটপ এমনি কি হাতের স্মার্ট ফোন দিয়েও ই-পাসপোর্ট রিনিউয়ের আবেদন করতে পারবেন। যদিও উপরের পোস্টটিতেই বিস্তারিত ভাবে সব কিছু উল্লেখ করা ছিল। তবুও আপনাদের সুবিধার জন্য এখানে ই-পাসপোর্ট রিনিউয়ের আবেদন ক্ষেত্রে যে অংশটি ওখানে মিসিং ছিল সেটি সংক্ষেপে এখানে দেখানো হলো। এর জন্য সর্বপ্রথম আপনাকে https://www.epassport.gov.bd সাইটে প্রবেশ করতে হবে।
তারপর সেখান থেকে Apply Onlie for e-Passport/Re-Issue বক্সে থাকা Directly to Online Application ক্লিক করে একাউন্ট তৈরি করতে হবে। একাউন্ট তৈরি করা হয়ে গেলে লগ ইন করে Apply for a new passport -এ ক্লিক করে উপরের পোস্টে দেখানো নিয়ম অনুসারে আপনার প্রয়োজনীয় যাবতীয় তথ্য দিয়ে ই-পাসপোর্ট রিনিউয়ের জন্য আবেদন করতে হবে।
শুধুমাত্র ৪ নাম্বার ধাপ অর্থাৎ ID Documents এই অংশে 'No, I don't have any previous passport/hand written passport' সিলেক্ট না করে আপনার কাছে বর্তমানে যে ধরনের পাসপোর্ট আসে সে অনুসারে Yes, I Have a Machine Readable Passport (MRP) অথবা Yes, I Have an Electronic Passport (ePP) এর যে কোন একটি সিলেক্ট করতে হবে।
সিলেক্ট করা হয়ে গেলে নিচে একটি ফর্ম ওপেন হবে। সেখানে আপনার পুরাতন পাসপোর্টের তথ্য চাওয়া হবে। এখানে আপনার আগের পাসপোর্টের তথ্য গুলো যথাযথ ভাবে পূরণ করতে হবে। এর একটু নিচে আপনাকে জাতীয় পরিচয় পত্রের নাম্বার দিতে বলা হবে। সেখানে আপনাকে আপনার জাতীয় পরিচয় পত্রের নাম্বার দিয়ে Save and Continue বাটনে ক্লিক করতে হবে। বাকি ধাপ গুলো নতুন পাসপোর্টের আবেদনের মত করেই সম্পূর্ণ করে দিলেই আপনার ই-পাসপোর্ট রিনিউ আবেদন কমপ্লিট হয়ে যাবে।
MRP পাসপোর্ট রিনিউ:
এমআরপি পাসপোর্ট এক সময়ের বেশ জনপ্রিয় পাসপোর্ট হলেও বর্তমানে প্রবাসী ভাই বোনদের নিকট এটি একটি গলার কাটায় পরিনত হয়েছে। আর এই ভোগান্তির সূত্রপাত ঘটে বিগত সরকারে এমআরপি পাসপোর্টের বাতিলের সিদ্ধান্তে।
বিগত সরকার MRP পাসপোর্টকে পুরোপুরি ই-পাসপোর্টে রুপান্তর করে। যার ফলে যারা MRP পাসপোর্ট হোল্ডার যারা ছিলেন তারা তাদের পাসপোর্ট রিনিউ করতে গিয়ে বেকায়দায় পড়ে যায়। কারণ অনেকেই বিদেশ যাওয়ার সময় তার কাছে জাতীয় পরিচয়পত্র না থাকার কারণে জন্ম নিবন্ধন দিয়ে MRP পাসপোর্ট তৈরি করে ছিলেন। কিন্তু ই-পাসপোর্টের রুলস অনুসারে নতুন ই-পাসপোর্ট বা রিনিউ উভয় ক্ষেত্রেই আবেদনকারীকে অবশ্যই জাতীয় পরিচয়পত্রধারী হতে হবে।
যেহেতু অনেকে জাতীয় পরিচয়পত্র হওয়ার আগেই দেশ ত্যাগ করেছেন তাই তারা তাদের পাসপোর্ট রিনিউ করতে গিয়ে রীতিমত মহা বিপদে পড়ে গেছেন। আবার অনেকের জাতীয় পরিচয় পত্রের তথ্যের সাথে জন্ম নিবন্ধনের তথ্যের মিল না থাকার কারণেও তাদের MRP পাসপোর্ট রিনিউ করতে পারছেন।
সব মিলিয়ে এক চরম ভোগান্তির নাম উঠেছিল MRP পাসপোর্ট। তবে খুশির সংবাদ হলো বর্তমান সরকার নতুন করে MRP পাসপোর্ট প্রিন্ট করা শুরু করেছে। যার ফলে যারা MRP পাসপোর্ট নবায়নের আবেদন করেছিলেন বা করবেন তারা দ্রুতই MRP পাসপোর্ট হাতে পাবেন।
MRP পাসপোর্ট রিনিউ ফর্ম:
MRP পাসপোর্টধারী ব্যক্তিগণ তাদের এমআরপি পাসপোর্টটি রিনিউয়ের জন্য নিচের ফর্মটি যথাযথভাবে পূরণ করে নিকটস্থ পাসপোর্ট অফিসে জমা দানের মাধ্যে তাদের MRP পাসপোর্ট রিনিউয়ের জন্য আবেদন করতে পারবে। এজন্য তাদেরকে সাধারণ পাসপোর্টের জন্য ৩,৪৫০ টাকা এবং জরুরী পাসপোর্টের জন্য ৬,৯০০ টাকা প্রাদান করতে হবে। তবে মেয়াদ উত্তীর্ণ পাসপোর্টের ক্ষেত্রে প্রতি বছরের জন্য অতিরিক্ত ৩৫০ টাকা করে প্রদান করতে হবে।
ফর্ম লিংক : MRP পাসপোর্ট নবায়ন ফর্ম ডাউনলোড
শেষ কথা:
দেশে পাসপোর্ট সেক্টরে বেশ কিছু অভাবনীয় পরিবর্তন এসেছে। একসময় সাধারণ মানুষ দালাল ছাড়া নতুন পাসপোর্টে করা বা রিনিউ করাকে প্রায় অসম্ভব মনে করত। অথচ এখন খুব সহজেই যে কেউ যে কোন জায়গা থেকে যেমন নিজের, পরিবার বা অন্যের জন্য পাসপোর্টের আবেদন করতে পারেন তেমন সহজে নবায়নও করতে পারে। আপনি যদি নিজে নিজে পাসপোর্ট নবায়নের নিয়ম জানতে চান তাহলে আশা করি "পাসপোর্ট রিনিউ করার নিয়ম" এই পোস্টটি আপনার জন্য বেশ সহায়ক হবে। পাসপোর্ট রিলেটেড এমন সব প্রয়োজনীয় তথ্য, নিউজ ও টিউটরিয়াল পেতে আমাদের সাথেই থাকুন।
01814939985
ReplyDeleteআসসালামু আলাইকুম ভাই পাসপোর্ট রিনিউ করা যায় কিনা একটু জানাবেন আমার এমআরপি পাসপোর্ট আইডি কার্ডের সাথে পাসপোর্ট এর মিল নাই
ReplyDelete