সাইপ্রাসের বর্তমান অবস্থা: সাইপ্রাস পৃথিবীর অন্যতম সুন্দর একটি দ্বীপ রাষ্ট্র। আয়তনে সাইপ্রাস খুব বেশি বড় দ্বীপ না হলেও রাজনৈতিক কারণে এই ছোট দ্বীপটি দুই ভাবে বিভক্ত। সাইপ্রাসের উত্তর অংশ নিয়ন্ত্রন করে তুরষ্ক এবং দক্ষিণ অংশ নিয়ন্ত্রন করে গ্রীস। বাংলাদেশ থেকে ভিসা করে দুই সাইপ্রাসেই যাওয়া যায়। তবে বাংলাদেশ থেকে উত্তর সাইপ্রাস অর্থাৎ তুর্কী নিয়ন্ত্রিত সাইপ্রাসে যাওয়া তুলনা মূলক ভাবে কিছু সোজা।
যেহেতু রাজনৈতিক ভাবে সাইপ্রাসের নিয়ন্ত্রণ দুটি দেশের হাতে সেহেতু এই দুটি দেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক বিভিন্ন সমস্যার প্রভাব সাইপ্রাসের ভিসা প্রক্রিয়ার উপরও লক্ষ্য করা যায়। যার প্রেক্ষিতে এই আলোচনায় আমরা সাইপ্রাসের বর্তমান অবস্থা কি, কবে ভিসা চালু হতে পারে, ভিসার জন্য এজেন্সিকে পাসপোর্ট জমা দেওয়া উচিত হবে কিনা তা নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো। চলুন তাহলে শুরু করি।
আরও পড়ুন: পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক ২০২৫
সাইপ্রাসের বর্তমান অবস্থা | Cyprus visa update:
সাইপ্রাসে তুলনামূলক স্বল্প জীবন যাত্রায় ব্যয়, ভালো মাসিক বেতন, কিছুটা সহজ ভিসা প্রক্রিয়ার কারণে অনেকের পছন্দের একটি গন্তব্য হচ্ছে সাইপ্রাস, হোক সেটা তুর্কি সাইপ্রাস বা গ্রীস সাইপ্রাস। যারা সাইপ্রাসে আসার জন্য চেষ্টা করছেন বা সাইপ্রাস সম্পর্কে খোঁজখবর রাখানে তারা হয়তো জানেন যে বর্তমানে সাইপ্রাসের ভিসা বন্ধ রয়েছে।
আরও পড়ুন: ইন্ডিয়ান টুরিস্ট ভিসা আপডেট 2025
মূলত সাইপ্রাসের ভিসা চলতি বছরের আগস্ট মাস থেকে এখন অব্দি বন্ধ রয়েছে। যার কারণে যারা বিভিন্ন এজেন্সি বা দালালকে, তিন মাস, ছয় মাস, আট মাস আগে পাসপোর্ট জমা দিছেন তারা সাইপ্রাসের ভিসা পাচ্ছেন না। এই সমস্যাটি শুরু হয়েছে মূলত একটি ঘোষনার পর থাকে। চলতি বছর সাইপ্রাস সরকার সাইপ্রাসে অবস্থানকারী অবৈধ্য প্রবাসীদের নতুন করে কাগজ পত্র জমা এবং জরিমানা দিয়ে ভিসার মেয়াদ বৃদ্ধির একটি সুযোগ দেয়।
যার ফলে সাইপ্রাসে অবস্থান রত বিভিন্ন দেশের প্রায় ২৫ হাজার অবৈধ্য প্রবাসী ভিসার জন্য নতুন করে আবেদন করে। আর এই অবৈধ্য প্রবাসী ভিসা প্রক্রিয়া যাতে সহজ এবং ঝামেলা মুক্ত ভাবে সম্পূর্ণ করা যায় সে কারণে সাইপ্রাস সরকার গত আগস্ট মাস থেকে নতুন করে ভিসা দেওয়া বন্ধ রেখেছে।
আরও পড়ুন: মালয়েশিয়া কলিং ভিসার খবর | ভিসা বন্ধ না খোলা ২০২৫
সাইপ্রাস ভিসা কবে চালু হবে?
এখন যারা নতুন করে সাইপ্রাসে যাওয়ার পরিকল্পনা করছেন বা অলরেডি বিভিন্ন এজেন্সিকে পাসপোর্ট জমা দিয়েছেন তারা কবে ভিসা চালু হবে এটি নিয়ে বেশ চিন্তিত হয়ে পরেছেন। তাদের উদ্দেশ্যে আমাদের পরামর্শ থাকবে উদ্বীগ্ন হওয়ার কিছু নেই। আর কয়েকটা দিন ধৈর্য ধরুন। কারণ যারা সাইপ্রাসে ভিসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে জড়িত তাদের থ্রুতে বলা হয়েছিল, সাইপ্রাসের ভিসা জটিলতা জানুয়ারির মাঝামাঝি সময়ে ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে। কিন্তু এখনো তা স্বাভাবিক হয়নি। তবে আশা করা হচ্ছে অতি দ্রুতই সাইপ্রাস ভিসা চালু হবে।
আর যারা অলরেডি পাসপোর্ট জমা দিয়েছেন তারা আর কিছু দিন অপেক্ষা করুন। যদি এর মধ্যে ভিসা স্থবিরতা না কাটে তাহলে সাইপ্রাসের অফিশিয়াল আপডেটের উপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ নিন। আর যারা কেবল মাত্র সাইপ্রাসে যাওয়ার পরিকল্পনা করছেন এখনো কোন এজেন্সি বা দালালকে ভিসার জন্য পাসপোর্ট জমা দেননি তারা এখনই দালালকে টাকা বা পাসপোর্ট জমা না দিয়ে ভিসা স্বাভাবিক হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। আর সাইপ্রাসের ভিসা জটিলতা সম্পর্কে আপডেট থাকুন সাইপ্রাসের ভিসার অফিশিয়াল ওয়েবসাইটে খোঁজ খবর রাখুন।
যদি দ্রুত সময়ের মধ্যে সমস্যার সমাধান হয় তাহলে ভিসার জন্য পাসপোর্ট জমা দিন। আর যদি কোন কারণে সমস্যা সমাধান না হয় তাহলে ইউরোপের অন্য কোন দেশে যাওয়ার পরিকল্পনা করুন। এই ছিল মোটামুটি সাইপ্রাসের ভিসা সংক্রান্ত আপডেট।
আরও পড়ুন: মালেশিয়ার ভিসা চেক অনলাইন ২০২৫
শেষ কথা:
প্রতিটি দেশেই বিভিন্ন কারণে মাঝে মাঝে ভিসা স্থবিরতা বিজার করে করে। সাইপ্রাসও এর ব্যতিক্রম নয়। বর্তমানে যদিও দেশেটি ভিসা জটিলতা তৈরি হয়েছে। তবে আশা করা যাচ্ছে অতি দ্রুত এই সমস্যা সমাধান হয়ে যাবে। তাই যারা সাইপ্রাস যাবেন ভাবছেন তারা এই ভিসা জটিলতা নিয়ে পেনিক হবে না। আপনার আর কিছুদিন ধৈর্য ধরুন আশা করি এই সাময়িক ভিসা জটিলতা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। এই ছিল মোটামুটি সাইপ্রাসের বর্তমান অবস্থা ২০২৫ আমাদের আজকের আয়োজন। পাসপোর্ট এবং বিভিন্ন দেশের ভিসা সংক্রান্ত এমন গুরুত্বপূর্ণ সব তথ্য এবং আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।
ইনশাআল্লাহ
ReplyDelete১৬ তারিখ থেকে শুরু হবে কি
ReplyDeleteজানুয়ারির ২৫ তারিখে নাকি সাইপ্রাস এর ভিসা চালু হয়েছে দয়া করে জানাবেন।
ReplyDeleteআজ ১০ march এখন পযন্ত কোনো সংবাদ পাইলাম না সাইপ্রাস নিয়া. কেউ কিছু জানলে বলবেন.
ReplyDeleteনতুন কোন আপডেট নেই।
Deleteভাইয়া ৯ মাস থেকে ঘুরাচ্ছে,, বিমান এর টিকেট দিয়ে সব টাকা হাতিয়ে নিয়ে এখন আর নিয়ে যেতে পারছে না,
ReplyDelete