বাংলাদেশি শ্রমিকদের জন্য কিরগিজস্তান কেমন দেশ : সম্ভাবণা ও সুযোগ সুবিধা

বর্তমানে, বাংলাদেশিরা কাজের উদ্দেশ্যে পৃথিবীর বিভিন্ন দেশেই যাচ্ছেন। তার মধ্যে উল্লেখযোগ্য একটি এশিয়ান দেশ হলো কিরগিজস্তান। কিরগিজস্তান, মধ্য এশিয়ার একটি সুন্দর এবং দ্রুত উন্নয়নশীল দেশ। কিরগিজস্তানে বাংলাদেশি শ্রমিকদের বেশ ভালো চাহিদা রয়েছে। পাশাপাশি সেখানে কাজের জন্যও রয়েছে ভালো সুযোগ সুবিধা। তবে সেখানে কাজ করাতে যাওয়ার আগে কিরগিজস্তান সম্পর্কে কিছু মৌলিক তথ্য জানা জরুরি। এখানে আমরা বাংলাদেশি শ্রমিকদের জন্য কিরগিজস্তান দেশটি কেমন, তা নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো। আমাদের সাথেই থাকুন।

আরও পড়ুন : 

কিরগিস্থান কেমন দেশ

বাংলাদেশি শ্রমিকদের জন্য কিরগিজস্তান কেমন 

যদিও কিরগিজস্তান মধ্য এশিয়ার একটি উন্নয়নশীল দেশ। তবুও কিরগিজস্তানের শ্রমবাজারে বাংলাদেশি শ্রমিকদের জন্য যথেষ্ট সুযোগ সুবিধা রয়েছে। তবে, বাংলাদেশ থেকে সেখানে যাওয়ার ক্ষেত্রে সেখানকার ভাষা, নিরাপত্তা ও আইনি বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। বাংলাদেশের শ্রমিকদের জন্য কিরগিজস্তানে যেমন একাধিক খাতে কাজ করার সুযোগ যেমন রয়েছে, তেমনি সেখানে নির্ধারিত কোন সেক্টরে অভিজ্ঞতা এবং দক্ষতা অর্জনেও যথেষ্ট সুযোগ রয়েছে। যেহেতু কিরগিজস্তান দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ। সেহেতু ভবিষ্যতে কিরগিজস্তানে বাংলাদেশি শ্রমিকদের জন্য কর্মসংস্থানের আরও সুযোগ সৃষ্টি হতে পারে।

কিরগিজস্তানে শ্রম বাজার :

কিরগিজস্তান মধ্য এশিয়ার অবস্থিত ছোট তবে অর্থনৈতিক এবং রাজনৈতিক ভাবে গুরুত্বপূর্ণ একটি দেশ । দেশেটির অর্থনীতি মূলত কৃষি, খনিজ সম্পদ, পর্যটন এবং সেবা খাতের ওপর নির্ভরশীল। তাই কিরগিজস্তানে বাংলাদেশি শ্রমিকদের জন্য বেশি কাজের সুযোগ রয়েছে নির্মাণ, কৃষি, রিসোর্ট এবং ছোট-মাঝারি শিল্পখাতে। এখানে নির্মাণ এবং কৃষি খাতে বাংলাদেশি শ্রমিকদের বেশ চাহিদা রয়েছে। কনস্ট্রাকশন, শারিরিক শ্রম এবং বিভিন্ন কারিগরি কাজে কিরগিজস্তান বাংলাদেশি শ্রমিকদের জন্য একটি বড় শ্রম বাজার।

নির্মাণ খাতে কাজ : 

কিরগিজস্তান শহরগুলিতে, বিশেষত বাইকোনুর, বিশকেক ও অন্যান্য প্রধান শহরগুলিতে ব্যাপক নির্মাণ প্রকল্প চলছে। যেহেতু আমরা কম বেশি সকলেই নির্মাণ কাজের সাথে মোটামুটি পরিচিত তাই এসব প্রকল্পে বাংলাদেশি শ্রমিকদের জন্য কাজের ভালো সুযোগ রয়েছে। এই প্রকল্প গুলোতে সাধারণত বাংলাদেশীরা নির্মাণ শ্রমিক, প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, কারিগর  ইত্যাদি হিসেবে নিয়োগ পেয়ে থাকেন।

কৃষি খাতে কাজ : 

কৃষি এবং চাষাবাদ কিরগিজস্তানের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। বাংলাদেশের সিংহভাগ মানুষ এখনো যেহেতু গ্রামে বসবাস করে সেহেতু আমরা কম বেশি সবাই মোটামুটি কৃষি কাজে অভ্যস্থ। সে কারনে বাংলাদেশী শ্রমিকরা কিরগিজস্তানে কৃষি কাজে ভালো সুযোগ সুবিধা পেয়ে থাকেন। এখানে উল্লেখযোগ্য কৃষি কাজ গুলো হলো ত্বীন, খেজুর, গম এবং অন্যান্য কৃষিপণ্য চাষাবাদ।

রিসোর্ট ও পর্যটন খাত : 

কিরগিজস্তান অদূর ভবিষ্যতে একটি পর্যটন কেন্দ্রে পরিনত হতে চলেছে। বিশেষ করে দেশটির হ্রদ এবং পর্বতগুলো ভ্রমণ পিপাসু পর্যটকদের খুব সহজেই আকর্ষণ করে। যেহেতু দেশটিতে এই খাত দ্রুত সম্প্রসারণ হচ্ছে সেহেতু  বাংলাদেশি শ্রমিকদের জন্য হোটেল, রিসোর্ট, এবং অতিথিশালায় গুলোতে একটি ভালো শ্রম বাজার তৈরি হচ্ছে।

বাংলাদেশের শ্রমিকদের জন্য সুবিধা

কিরগিজস্তান বাংলাদেশিদের জন্য একটি বেশ সম্ভাবনাময় দেশ৷ বাংলাদেশের শ্রমিকদের জন্য সেখানকার  সুযোগ সুবিধা বাংলাদেশিদের আকর্ষন করে৷ 

ভিসা সুবিধা : 

কিরগিজস্তানে বাংলাদেশের শ্রমিকদের জন্য ভিসা প্রক্রিয়া তুলনামূলক সহজ। সাধারণত কিরগিজস্তানে বাংলাদেশিদের এক বছরের জন্য ওয়ার্ক ভিসা প্রদান করা হয়। যা পরবর্তীতে নরায়ণ করে বৃদ্ধি করা যায়। 

বেতন এবং জীবনযাত্রার ব্যয়: 

কিরগিজস্তানে বাংলাদেশি শ্রমিকদের বেতন বেশ সন্তোষজনক। পাশাপাশি দেশটির জীবনযাত্রার ব্যয় তলনামূলক অনেকটা কম। যা বাংলাদেশ থেকে যাওয়া প্রবাসীদের নিজস্ব সঞ্চয় এবং বাড়িতে মোটা অংকের টাকা পাঠাতে সাহায্য করে।

কুটনৈতিক সম্পর্ক : 

কিরগিজস্তান ও বাংলাদেশের মধ্যে ভালো কুটনৈতিক সম্পর্ক রয়েছে। যার ফলে সেখানে বাংলাদেশি শ্রমিকদের যে কোন সমস্যা খুব দ্রুত সমাধান করা যায়। যা বাংলাদেশিদের এক ধরনের নিরাপত্তা নিশ্চিত করে। এছাড়াও, কিরগিজস্তানে বাংলাদেশি শ্রমিকদের ক্ষেত্রে স্থানীয় প্রশাসন ও নিয়োগকর্তারা বেশ ফ্রেন্ডলি হয়ে থাকে।

সমস্যা এবং অসুবিধা 

কিরগিজস্তানে বাংলাদেশি শ্রমিকদের যেমন কিছু সুবিধা রয়েছে তেমন কিছু অসুবিধাও রয়েছে। এর মধ্যে উল্লেখ যোগ্য কিছু হলো:

ভাষা : 

কিরগিজস্তানের সরকারি ভাষা হচ্ছে কিরগিজ এবং রুশ। যা বাংলাদেশি শ্রমিকদের ক্ষেত্রে কমিউনিকেশনে এবং অন্ডারসেন্ডিংয়ে  একটি বড় প্রতিবন্ধকতা তৈরি করে। বিশেষ করে প্রথম প্রথম এটি কর্ম ক্ষেত্রে ভালো সমস্যা তৈরি করে।

আইনি সমস্যা: 

বাংলাদেশের সাথে কিরগিজস্তানের ভালো কুটনৈতিক সম্পর্ক থাকলেও কিছু কিছু ক্ষেত্রে, বাংলাদেশি শ্রমিকদের জন্য আইনগত সুরক্ষা ও ভিসা চুক্তির নিয়ে বিভিন্ন সমস্যা সৃষ্টি হয়ে থাকে। ভিসা জটিলতার কারণে অনেক বাংলাদেশি কিরগিজস্তানি নিয়োগ কর্তার নিকট জিম্মি হয়ে পড়ে। ফলে তখন তারা অল্প বেতন কাজ করতে বাধ্য হয়ে পড়ে ৷ 

স্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপত্তা : 

নির্মাণ শিল্পে বা অন্যান্য শারীরিক শ্রমের ক্ষেত্রে, স্বাস্থ্য ও নিরাপত্তার বিষয়টি বেশ গুরুত্বপূর্ণ। বাংলাদেশের পরিবেশ এবং কিরগিজস্তানের পরিবেশ এক না হওয়ার কারণে বাংলাদেশি শ্রমিকদের জন্য সেখানকার শ্রম পরিবেশ নিরাপদ হওয়াটা বেশ গুরুত্বপূর্ণ। কারণ তা না হলে তাদের বড় ধরনের শারীরিক ক্ষতি হতে পারে। তবে কিছু কিছু ক্ষেত্রে এই বিষয়ে নিয়োগ কর্তাদের বেশ উদাসীনতা লক্ষ্য করা যায়।

শেষ কথা :   

ভবিষ্যতে কিরগিজস্তান বাংলাদেশের শ্রমিকদের জন্য আরো বেশি সম্ভাবনাময় একটি গন্তব্য হতে পারে। তবে বর্তমানে কিরগিজস্তানে যাওয়ার ক্ষেত্রে সঠিক প্রস্তুতি, ভাষাগত দক্ষতা অর্জন এবং সঠিক ভিসা নিয়ে সেখানে কাজ করতে যাওয়া উচিত। এই ছিল বাংলাদেশি শ্রমিকদের জন্য কিরগিজস্তান কেমন তা নিয়ে আলোচনা। আশা করি এখান থেকে আপনি কিছুটা হলেও উপকৃত হয়েছে। 

Next Post Previous Post