কিরগিজস্তান মধ্য এশিয়ার স্থলবেষ্টিত একটি দেশ। দেশটির অফিশিয়াল নাম হলো কিরগিজ প্রজাতন্ত্র। দেশটি তাজিকিস্তান, উজবেকিস্তান, কাজাখস্তান এবং চীন দ্বারা বেষ্টিত। কিরগিজস্তান একটি কৃষি-নির্ভর অর্থনীতির দেশ। দেশটিতে পশু পালন বিশেষ করে গরু ও ছাগল পালন দেশটির অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। কৃষি-নির্ভর অর্থনীতি হলেও রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর দেশেটির অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে গার্মেন্টস শিল্প।
একারণে বাংলাদেশ থেকে যারা গার্মেন্টস কাজের ভিসায় কিরগিজস্তান যাওয়ার পরিকল্পনা করছেন তাদের কাছে অন্যতম একটি প্রশ্ন হলো কিরগিজস্তানে গার্মেন্টসে বেতন কত? আর তাই আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে কিরগিজস্থানের এই গার্মেন্টস শিল্প। এখানে আমরা কিরগিজস্থানের গার্মেন্টস শিল্প এবং গার্মেন্টস বেতন কত তাই নিয়েই আলোচনা করবো।
আরও পড়ুন :
কিরগিজস্তান গার্মেন্টস শিল্প:
রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে কিরগিজস্তান গার্মেন্টস শিল্পে মধ্য এশিয়ায় একটি গুরুত্বপূর্ণ দেশে পরিনত হয়েছে। যুদ্ধের প্রেক্ষিতে পশ্চিমা দেশ গুলো তৈরি পোশাক আমদানি ক্ষেত্রে রাশিয়ার উপর নির্ভরশীল কমিয়ে বিকল্প বাজার খোঁজার চেষ্টা করছেন। যার কারণে বর্তমানে পশ্চিমা দেশ গুলো বিরাট অংশের একটি অর্ডার পচ্ছে কিরগিজস্তানের গার্মেন্টস গুলো।
যদিও দেশটির গার্মেন্টস শিল্প দেশটির অন্যান্য শিল্পের তুলনায় তুলনামূলক ভাবে আকারে ছোট। তবুও যুদ্ধ পরবর্তী বিভিন্ন কারণে দেশটির গার্মেন্টস শিল্প ক্রমেই বৃহৎ আকার ধারণ করছে৷ যা বর্তমানে দেশটির অর্থনীতিকে শক্তিশালী করতে বিশেষ ভূমিকা পালন করছে। এবং এই শিল্পের আকার আরো বড় করার জন্য ইতোমধ্যে দেশটি সরকার বিভিন্ন কার্যকরী উদ্যোগ গ্রহণ করছে।
বর্তমান পরিস্থিতিতে চাকরি বাজারে গার্মেন্টস শিল্প কিরগিজস্তানের একটি গুরুত্বপূর্ণ খাতে পরিনত হয়েছে। বিশেষ করে গার্মেন্টস কাজে দক্ষ শ্রমিকদের জন্য এটি অন্যতম একটি কর্মসংস্থানের মাধ্যম হয়ে উঠেছে। পাশাপাশি এটি বাংলাদেশি শ্রমিকদের জন্যও একটি নতুন সম্ভাবনার দার উন্মুক্ত করেছে।
যদিও কিরগিজস্তানে গার্মেন্টস শিল্পটি তুলনামূলকভাবে নতুন। তবে সরকারের নানামুখী উদ্যোগ, প্রচেষ্টার এবং রাশিয়ার সাথে পশ্চিমা দেশ গুলোর সম্পর্কের অবনতির কারণে এই খাতটি দিন দিন আরো শক্তিশালী হয়ে উঠছে। ইতোমধ্যেই বেশ কিছু স্থানীয় এবং পশ্চিমা আন্তর্জাতিক ব্র্যান্ডের গার্মেন্ট কারখানা এখানে স্থাপিত হয়েছে। যার ফলে এই সেক্টরে বাংলাদেশি দক্ষ শ্রমিকদের চাহিদাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
আরও পড়ুন: সাইপ্রাস বেতন কত
কিরগিজস্তান গার্মেন্টস বেতন কত?
কিরগিজস্তানে গার্মেন্টস ফ্যাক্টরিতে বাংলাদেশি কর্মীদের বেতন মোটামুটি সন্তোষজনক বলা যায়। বিশেষ করে কিরগিজস্তানের অন্যান্য খাতের তুলনায় গার্মেন্টস ফ্যাক্টরির বেতন বেশ ভালো অবস্থানে রয়েছে। তবে বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরি, কাজের ধরন, কাজের অভিজ্ঞতা ইত্যাদির উপর বেতনের অনেক ক্ষেত্রে নির্ভর করে।
নতুন গার্মেন্টস কর্মীদের বেতন:
কিরগিজস্তানে গার্মেন্টস শিল্পে সাধারণত নতুন এবং অনভিজ্ঞ শ্রমিকদের মাসিক মূল বেতন গড়ে প্রায় ৩০০ ডলার থেকে ৪০০ ডলারের মধ্যে হয়ে থাকে। যা বাংলাদেশি টাকায় প্রায় ৩৫,০০০ থেকে ৫০,০০০ টাকা (বর্তমান বৈদেশিক মুদ্রার লেনদেন হার অনুসারে)।
কিরগিজস্তানে গার্মেন্টসে দিনে মূল ডিউটি হচ্ছে ৮ ঘন্টা এবং ওভার টাইম করার সুযোগ রয়েছে। আর যেহেতু ওভার ডিউটি সুযোগ রয়েছে সেহেতু ওভার ডিউটি সহ আরো আনুসাঙ্গিক ভাতা,বোনাস গুলো মিলিয়ে এই বেতন আরো ১০-১৫ হাজার টাকা বেশি হতে পারে৷
আরও পড়ুন: সার্বিয়া কি সেনজেন হবে
দক্ষ ও অভিজ্ঞ গার্মেন্টস কর্মীদের বেতন:
দক্ষ এবং অভিজ্ঞ শ্রমিকদের, বিশেষ করে যারা সুইং মেশিন অপারেট করতে পারেন তাদের মূল বেতন নতুনদের তুলনায় কিছুটা বেশি হয়ে থাকে। সেক্ষেত্রে, তাদের মাসিক মূল বেতন ৫০০ ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ৬০,০০০ টাকার) থেকে ৬০০ ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ৭২,০০০ টাকার) পর্যন্ত হতে পারে। অতিরিক্ত হিসাবে ওভার ডিউটি সহ অন্যন্য আনুসাঙ্গিক ভাতা গুলো মিলিয়ে আরো ১৫-২০ হাজার টাকা যোগ হতে পারে।
গার্মেন্টস সুপারভাইজারদের বেতন:
কিরগিজস্তানে গার্মেন্টস শিল্পে ম্যানেজমেন্ট পর্যায়ের লোকদের, যেমন সুপারভাইজার, কোয়ালিটি কন্ট্রোল বিভাগে কর্মরতদের মাসে গড়ে প্রায় ৬০০ ডলার থেকে ৮০০ ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ৭২,০০০ টাকা থেকে ১,০০,০০০ টাকা) পর্যন্ত বেতন পেয়ে থাকেন। সাথে অতিরিক্ত প্রণোদনা, ওভারটাইম এবং বোনাস তো আছেই ৷
কিরগিজস্তান গার্মেন্টসে কাদের চাহিদা বেশি:
কিরগিজস্তানে দক্ষ অদক্ষ উভয় ধরনের গার্মেন্টস কর্মীর চাহিদা রয়েছে। তবে বেতন ভাতা সুযোগ সুবিধা সব মিলিয়ে গার্মেন্টসের কাজ না জেনে সেখানে যাওয়া মোটেও উচিত নয়। কারণ অদক্ষ কর্মীদের কিরগিজস্তানে চাহিদা থাকলেও মূল্যায়ন খুবই কম। দেখা যায় অদক্ষ নতুন অনেক কর্মীকে ২০০ ডলার (বাংলাদেশি টাকায় প্রায়২৫ হাজার টাকা) মাসিক বেতনেও সেখানে কাজ করতে হয়।
তাই প্রশিক্ষণ নিয়ে বা ২-৩ বছরের গার্মেন্টস কাজের অভিজ্ঞতা নিয়ে কিরগিজস্তান না যাওয়াই উত্তম৷ কিরগিজস্তান তাদের জন্যই উত্তম যাদের ১০ থেকে ১৫ বছরের কাজের অভিজ্ঞতা রয়েছেন। যারা গার্মেন্টসের কাজ পুরোপুরি ভাবে পারেন৷ বিশেষ করে মেশিন অপারেটরে যারা এক্সপার্ট তাদের জন্য কিরগিজস্তান উত্তম জায়গা। কিরগিজস্তানে তাদের কাজের অভাব নেই। কিন্তু নতুন অদক্ষরা অনেক ক্ষেত্রে অনেক দিন পর্যন্ত কাজই পায় না।
আর একটি কথা কিরগিজস্তানে গার্মেন্টস কাজে যাওয়ার আগে চেষ্টা করা করবেন বাংলাদেশ থেকেই কোন গার্মেন্টস কোম্পানির ভিসা সেখানে নিয়ে যাওয়ার। যাতে সেখানে গিয়ে ইন্টারভিউ দিয়ে চাকরি নিতে না হয়। কারণ দেখা যায় সেখানে গিয়ে ইন্টারভিউ দিয়ে চাকরি নিতে গেলে সঠিক মূল্যায়ন পাওয়া যায় না৷
শেষ কথা :
ভবিষ্যতে কিরগিজস্তানে গার্মেন্টস শিল্পটি দেশটির অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ খাত হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে। এবং অদূর ভবিষ্যতে এই শিল্পের আরও প্রবৃদ্ধি আশা করা হচ্ছে। যদিও দেশটি রেডিমেট গার্মেন্টস উৎপাদনে তুলনামূলকভাবে নবীন। তবুও সস্তা শ্রম বাজার এবং স্থানীয় ও আন্তর্জাতিক ব্র্যান্ডগুলির আগমের কারণে শিল্পটি দ্রুত উন্নতি করছে।
তবে যেহেতু কিরগিজস্তানে জীবন যাত্রার খরচ অপেক্ষাকৃত কম। তাই এখনকার গার্মেন্টস শিল্পে বাংলাদেশি কর্মীদের বেতন অন্যন্য দেশের তুলনায় কিছুটা কমই বলা চলে। তবে ভালো দিক হলো কিরগিজস্তানে গার্মেন্টস বেতন উন্নতির দিকে যাচ্ছে। এই ছিল কিরগিজস্তান গার্মেন্টস বেতন কত তা নিয়ে আমাদের আজকের আলোচনা।