নতুন নিয়মে পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক | Visa Check by Passport Number

এই আলোচনায় আমরা মূলত নতুন নিয়মে পাসপোর্ট নাম্বার ব্যবহার করে সৌদি ভিসা চেক করার অনলাইল পক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো। সৌদি আরবে কাজের জন্য যাওয়া বা ভিসা প্রস্তুতের সময় কিছু বিষয় মাথায় রাখা খুবই জরুরি। সেগুলো হলো সৌদি আরবে ওয়ার্ক ভিসা পাওয়ার জন্য আপনাকে অবশ্যই একজন সৌদি নিয়োগকর্তার (কপিল) কাছে আবেদন করতে হবে।  অবশ্যই আপনার পাসপোর্ট আপডেটেড এবং নির্ধারিত মেয়াদ থাকতে হবে। সৌদি আরবে যাওয়ার আগে অবশ্যই আপনাকে গামকা মেডিকেল টেস্ট পরীক্ষায় ফিট থাকতে পারে। এবং সৌদি আরবের সংস্কৃতি এবং সেদেশের কমন আইন কানুন সম্পর্কে ভালো জানা শোনা রাখতে হবে। 

কারণ আপনার ব্যক্তিগত নিরাপত্তা এবং কর্মজীবনের নিরাপত্তা উভয় ক্ষেত্রেই এই বিষয় গুলো বেশ গুরুত্বপূর্ণ। তাই শুরুতেই এসব বিষয় মাথায় রেখে সৌদি যাওয়ার পরিকল্পনা করলে সৌদি আরবে আপনার কর্ম জীবন এবং কাজের অভিজ্ঞতা তুলনা মূলক অনেক ভালো হবে আশা করা যায়।

নতুন নিয়মে পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক করার অনলাইল পক্রিয়া

পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক |SA Visa Check by Passport Number :

সৌদি আরব কাজের করার জন্য যাওয়ার ক্ষেত্রে ভিসা একটি অপরিহার্য ডকুমেন্ট। ডিজিটালাইজেশনের কারণে সৌদি ভিসা পক্রিয়ার অনেক কিছুই এখন বেশ সহজ এবং ঝামেলা মুক্ত হয়েছে। তার মধ্যে অন্যতম একটি হলো অনলাইনে পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক। সৌদি ভিসার জন্য নতুন আবেদনকারী বা ভিসা ধারীগণ সহজেই তাদের পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসার বর্তমান অবস্থা যাচাই করতে পারেন। নিচে নতুন নিয়মে পাসপোর্ট নম্বর ব্যবহার করে সৌদি ভিসা চেক করার প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো:

ধাপ ১: অফিসিয়াল mofa.gov.sa সাইটে প্রবেশ:

প্রথমে আপনাকে আপনার কম্পিউটার, ল্যাপটপ বা স্মার্ট ফোনের যে কোন একটি ব্রাউজারের ওপেন করে সৌদি সরকারের অফিসিয়াল ভিসা চেকিং ওয়েবসাইট https://visa.mofa.gov.sa/VisaPerson/GetApplicantData এ প্রবেশ করতে হবে। এটি মূলত ভিসা চেক করার জন্য সৌদি আরবের ইমিগ্রেশন বিভাগের অফিশিয়াল ওয়েবসাইট। 

ধাপ ২: প্রয়োজনীয় তথ্য প্রদান:

ওয়েবসাইটে প্রবেশ করার পর Find Applicant Data অংশে আপনার পাসপোর্ট নাম্বার, দেশ, ভিসা টাইপ এবং Visa Issuing Authority থেকে ঢাকা সিলেক্ট করুন৷ তারপর Image Code বক্সে যে কোডটি থাকবে সেটি হুবুহু লিখে Search বাটনে ক্লিক করুন।  

ধাপ ৩: Application Number সংগ্রহ:

পরবর্তী পেজে আপনার ভিসার এপ্লিকেশন কপিটি প্রদর্শিত হবে। সেখান থেকে আপনার ভিসার Application Number টি সংগ্রহ করুন। আপনার এপ্লিকেশন কপির ডান দিকের একদম উপরে Application Number টি পেয়ে যাবে। আপনি চাইলে এই কপিটিও প্রিন্ট করে রাখতে পারেন। 

ধাপ ৪: ভিসা চেক:

এপ্লিকেশন নাম্বারটি সংগ্রহ করা হয়ে গেলে আপনি নতুন নিয়মে সরাসরি সৌদি ভিসা চেক করার জন্য সরাসরি এই https://visa.mofa.gov.sa/Home/Index লিংকে ক্লিক করুন। এবার আপনার সামনে একটি পপ আপ ট্যাব আসবে। ট্যাবের উপরের ডান কর্নারে ক্রসে চিহ্নে ক্লিক দিয়ে ট্যাবটি কেটে দিন৷ এরপর Query অংশে Inquiry type এ ক্লিক করে Visa Application Number সিলেক্ট করে দিন৷ তারপর Application Number বক্সে এপ্লিকেশন নাম্বার এবং Passport Number বক্সে আপনার পাসপোর্ট নাম্বারটি সঠিক ভাবে লিখে Captcha পূরণ করে Search বাটনে ক্লিক করুন। 

আবার আপনার সামনে আপনার ভিসার কপিটি প্রদর্শিত হবে। যদি সকল তথ্য সঠিক ভাবে দেওয়ার পরও এখানে আপনার ভিসার কপিটি প্রদর্শিত না হয় তাহলে বুঝবেন আপনি ভিসা এখনো হয়নি।  

শেষ কথা :

অনলাইনে সৌদি ভিসা চেক করার প্রক্রিয়াটি বেশ সহজ এবং ঝামেলা মুক্ত। পাসপোর্ট নম্বর ব্যবহার করে সহজেই আপনি যে কোনো সময়ে আপনার ভিসা হয়েছে কিনা তা যাচাই করতে পারবেন। এই ভিসা সম্পর্কিত এই ধরণের প্রক্রিয়া গুলো সম্পর্কে সঠিক ধারণা থাকলে, সৌদি যাওয়ার পক্রিয়া আরও সহজ হবে ইনশাল্লাহ। আশা করি কিভাবে নতুন নিয়মে পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক করার তার অনলাইল পক্রিয়া সম্পর্কে আপনার ধারনা স্পষ্ট হয়েছে। এতক্ষন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। 

Previous Post