পাসপোর্ট নাম্বার দিয়ে গামকা মেডিকেল রিপোর্ট চেক ২০২৪
কর্মসংস্থানের উদ্দেশ্যে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যাওয়ার ক্ষেত্রে একটি জরুরী বিষয় হচ্ছে গামকা মেডিকেল রিপোর্ট। মধ্যপ্রাচ্যে যাওয়ার জন্য এটি মোটামুটি বাধ্যতামূলকই বলা চলে। গামকা মেডিকেল রিপোর্টে আপনি ফিট না হলে আপনার মধ্যপ্রাচ্যে যাওয়া মোটামুটি অসম্ভবই বলা চলে। তাই কর্মসংস্থানের উদ্দেশ্যে মধ্যপ্রাচ্যে যেতে ইচ্ছুক ব্যক্তিদের নিকট এই রিপোর্টটি বেশ গুরুত্বপূর্ণ। যার কারণে একদল প্রতারক চক্র এই মেডিকেল রিপোর্টকে উপজীব্য করে এতদিন একধরনের ফাঁদ তৈরি করে রেখেছিল। যার ফলোশ্রুতিতে শুধুমাত্র এই গামকা মেডিকেল রিপোর্ট চেক করার জন্যও দালালদের একসময় একটি ভালো এমাউন্টের টাকা দিতে হয়েছে বা এখনো হচ্ছে ৷ অথচ অনলাইনে পাসপোর্ট নাম্বার দিয়ে খুব সহজেই এই মেডিকেল রিপোর্টটি চেক করা যায়। এই আলোচনায় আমরা দেখানোর চেষ্টা করবো কিভাবে আপনি অনলাইনে পাসপোর্ট নাম্বার দিয়ে গামকা মেডিকেল রিপোর্ট চেক করেন। চলুন তাহলে শুরু করা যাক।
আরও পড়ুন : ই-পাসপোর্টের আবেদন ফি ২০২৪
গামকা মেডিকেল কি?
- স্বাস্থ্য পরীক্ষা: এই ধাপে আবেদনকারীর সাধারণ স্বাস্থ্য এবং শারীরিক অবস্থার মূল্যায়ন করা হয়।
- রোগ নির্ণয়: এই ধাপে আবেদনকারীর কোন সংক্রামক রোগ, যেমন টিবি, হেপাটাইটিস ইত্যাদি আছে কিনা তা পরীক্ষা করা হয়।
- মেডিকেল রিপোর্ট: এই ধাপে আবেদনকারীকে একটি মেডিকেল রিপোর্ট প্রদান করা হয়। যেটি সাধারণত ভিসার সময় নিয়োগকর্তার কাছে জমা দিতে হয়।
গামকা মেডিকেল রিপোর্ট চেক :
অনলাইনে গামকা মেডিকেল রিপোর্ট চেক করার জন্য শুধুমাত্র আপনার পাসপোর্ট নাম্বার, মোবাইল/কম্পিউটার এবং ইন্টারনেট সংযোগই যথেষ্ট। মেডিকেল রিপোর্টে আপনি ফিট নাকি আনফিট সেটি যাচাই করার জন্য প্রথমে আপনাকে আপনার মোবাইল/কম্পিউটারের যে কোন একটি ব্রাউজার ওপেন করেবেন। তারপর সার্চ বারে "Wafid" লিখে সার্চ করবেন। অথবা সরাসরি https://wafid.com/ এই লিংকে প্রবেশ করবেন।
এরপর আপনার সামনে গামকা মেডিকেল রিপোর্ট যাচাই করার জন্য Wafid এই হোম পেজটি ওপেন হবে। সেখানে "Medical Examinations" অংশ থেকে "Book an Appointment" এর ঠিক নিচে "View Medical Reports" এ ক্লিক করবেন।
এরপর আপনার সামনে আর একটি নতুন পেজ ওপেন হবে। যেখানে আপনার পাসপোর্ট নাম্বার পূরণ করে জাতীয়তা নির্বাচন করতে বলা হবে। আপনি যেহেতু পাসপোর্ট নাম্বার দিয়ে গামকা মেডিকেল রিপোর্ট চেক করার নিয়ম জানতেই এই আর্টিকেলে এসেছেন সুতরাং অন্য কিছু পূরণ না করে সরাসরি আপনি আপনার পাসপোর্ট নাম্বার পূরণ করে জাতীয়তা নির্বাচন করে Check বাটনে ক্লিক করে দিবেন।
Check বাটনে ক্লিক করলেই নিচে আপনাকে গামকা মেডিকেল রিপোর্ট স্ট্যাটাস জানিয়ে দিবে। আপনি যদি ফিট হল তাহলে বাম দিকের একদম উপরের কর্নারে সবুজ কালিতে ফিট দেখাবে। আর যদি আনফিট হন তাহলে একই স্থানে লাল কালিতে আনফিট দেখাবে। আপনার স্ট্যাটাস যদি ফিট হয় তাহলে ডান দিকের একদম উপরের কর্নারে থাকা PDF এর উপর ক্লিক করে PDF টি ডাউনলোড করে নিবেন। পরবর্তীতে কোন কম্পিউটারের দোকান থেকে PDF টি করে নিবেন।
শেষ কথা :
গালফ ভুক্ত বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত এই দেশ গুলোতে কাজের জন্য যেতে হলে আপনাকে অবশ্যই গামকা মেডিকেল রিপোর্টে ফিট হতে হবে। অন্যথায় আপনি এই দেশ গুলোতে যেতে পারবেন না। তাই যারা এই দেশ গুলোতে যাওয়ার পরিকল্পনা করছে বা যাচ্ছেন আশা করি এই আলোচনাটি আপনাদের জন্য বেশ সহায়ক হবে। আমরা একদম সহজ এবং সাবলীল ভাবে পাসপোর্ট নাম্বার দিয়ে গামকা মেডিকেল রিপোর্ট চেকের বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি৷