বুলগেরিয়া দক্ষিণ পূর্ব ইউরোপের একটি দেশ। বলকান উপদ্বীপে অবস্থিত দেশটি বর্তমানে ইউরোপীয় ইউনিয়ন এবং সেনজেন ভুক্ত । তবে বুলগেরিয়া ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশ হলেও এখানে বিদেশি শ্রমিকদের বেতন নিয়ে কিছুটা মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। বেতনের বিষয় একটু বিবেচনায় নিলে দেশটিতে বিদেশি শ্রমিকদের জন্য আকর্ষনীয় সব সুযোগ সুবিধা রয়েছে। তাই যারা যদি বুলগেরিয়া যাওয়ার পরিকল্পনা করছেন আশা করছি এই আলোচনাটি তাদের জন্য বেশ সহায়ক হবে ইনশাল্লাহ৷ এই আলোচনায় আমরা বুলগেরিয়ায় বেতন কত? বুলগেরিয়া কাজের ভিসা ২০২৫ এবং বুলগেরিয়ার কর্ম পরিবেশ নিয়ে বিস্তারিত কথা বলবো।
আরও পড়ুন :
বুলগেরিয়া সর্বনিম্ন বেতন কত?
বুলগেরিয়ার মুদ্রার নাম হচ্ছে লেভ। যেটি ডলারের চেয়ে কিছুটা দূর্বল হলেও বাংলাদেশী টাকার চেয়ে বেশ শক্তিশালী। বর্তমানে এক বুলগেরিয়ান লেভ সমান ৬৭ বাংলাদেশী টাকা। বুলগেরিয়ায় আপনি কাজের বেতন সেদেশের মুদ্রা লেভেই পাবেন। তবে হিসাবের সুবিধার জন্য আমরা এখানে বুলগেরিয়ার বেতন ইউরো এবং বাংলাদেশি টাকা তে বলার চেষ্টা করবো ।
আরও পড়ুন: সার্বিয়া কি সেনজেন হবে
বুলগেরিয়ায় আপনি কত টাকা বেতন পাবেন সেটা বলা কিছুটা মুশকিল। কারণ বেতন বিভিন্ন খাত, দক্ষতা, অভিজ্ঞতা ইত্যাদি ভেদে বিভিন্ন রকম হয়ে থাকে। তাই কন্সট্রাকশন কাজে সর্বনিম্ন বেতন এক রকম আবার ফ্যাক্টরি কাজে বেতন আরেক রকম৷ তাই বুলগেরিয়া সর্বনিম্ন বেতন বা সর্বোচ্চ বেতন কত সেটা বলা কিছুটা কষ্টকর। তবে এভারেজে আপনি সর্বনিম্ন প্রায় ৪৮০ ইউরো থেকে ৫৫০ ইউরো বেতন পেতে পাবেন। যা বাংলাদেশী টাকায় দাঁড়াবে প্রায় ৬০ হাজার টাকা থেকে ৭০ হাজার টাকা৷
বুলগেরিয়ায় বাংলাদেশিরা যেসব কাজ করে তার মধ্যে উল্লেখযোগ্য হলো টেক্সটাইল ফ্যাক্টরির কাজ, কটন ফ্যাক্টরির কাজ, কন্সট্রাকশনের রিলেডেট কাজ, ওয়ার হাউজ এবং লিজিস্টিক রিলেটেড কাজ, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, ওয়েল্ডার, হেভি ভিক্যাল ড্রাইভার, বিভিন্ন মেশিন অপারেটর, কার পেন্টার, অটোমোটিভ টেকনিশিয়ান, HVAC এর কাজ ইত্যাদি।
এই কাজ গুলোর বেতন প্রায় একই বলা যায়। কাজ ভেদে বেতনে সামান্য কিছু পার্থক্য রয়েছে। তবে আপনাদের সুবিধার জন্য প্রতিটি সেক্টরের বেতন এখানে আলাদা আলাদা ভাবে দেখানো হলো:-
- কন্সট্রাকশন রিলেটেড কাজের বেতন: কন্সট্রাকশন রিলেটেড কাজ গুলোর ক্ষেত্রে সম্ভাব্য বেতন হচ্ছে ৪৮০ ইউরো থেকে ৬০০ ইউরো। বাংলাদেশি টাকায় ৬০ হাজার বাংলাদেশি টাকা থেকে ৮০ হাজার টাকা।
- ইলেকট্রিক্যাল সেক্টরে কাজের বেতন: ইলেকট্রিক্যাল সেক্টরের কাজের কাজ গুলোর সম্ভাব্য বেতন হচ্ছে ৫০০ ইউরো থেকে ৬০০ ইউরো। বাংলাদেশি টাকায় যা প্রায় ৬৫ হাজার বাংলাদেশি টাকা থেকে ৮০ হাজার টাকা।
- টেক্সটাইল ও কটন ফ্যাক্টরির কাজের বেতন: টেক্সটাইল ও কটন ফ্যাক্টরি গুলোতে কাজের সম্ভাব্য বেতন হচ্ছে ৫০০ ইউরো থেকে ৫৫০ ইউরো। বাংলাদেশি টাকায় যা প্রায় ৬৫ হাজার বাংলাদেশি টাকা থেকে ৭০ হাজার টাকা।
- ড্রাইভিং সেক্টরে বেতন: ট্রাসপোর্টের জন্য ভারি যান চালানোর অভিজ্ঞতা এবং লাইসেন্স থাকলে এই সেক্টরে কাজের ভালো বেতন পাবেন। এই সেক্টরে সম্ভাব্য বেতন হচ্ছে ৬০০ ইউরো থেকে ৭৫০ ইউরো। বাংলাদেশি টাকায় যা প্রায় ৭৫ হাজার বাংলাদেশি টাকা থেকে ৯৫ হাজার টাকা।
- অটোমোটিভ, HVAC, এসি এবং মেশিন অপারেটর কাজের বেতন: অটোমোটিভ টেকনিশিয়ান, HVAC, এসি এবং মেশিন অপারেটর এই কাজ গুলোর সম্ভাব্য বেতন হচ্ছে ৫৫০ ইউরো থেকে ৬৫০ ইউরো। বাংলাদেশি টাকায় যা প্রায় ৭০ হাজার বাংলাদেশি টাকা থেকে ৮৫ হাজার টাকা।