ই-পাসপোর্টের বর্তমান অবস্থা চেক অনলাইন ২০২৫

This Template Designed By E10Script

বাংলাদেশে ই-পাসপোর্টের একটি অন্যতম সুবিধা হলো অনলাইনে সহজেই ই পাসপোর্টের বর্তমান অবস্থা চেক করা যায়। পূর্বে অনেকেই পাসপোর্টের জন্য আবেদন করার পর তার আবেদন বর্তমান কি অবস্থায় আছে সেটা নিয়ে উদ্বিগ্ন থাকতেন। এই বিষয়টির একটি পূর্নাঙ্গ সমাধান হচ্ছে ই পাসপোর্ট। প্রসঙ্গত আপনি যদি নিজে নিজেই আপনার ই পাসপোর্টের আবেদনের পূর্ণাঙ্গ গাইডলাইন চান তাহলে আমাদের ওয়েবসাইটে ১০ বছর মেয়াদি ই পাসপোর্টের আবেদন করার নিয়ম শিরোনাম একটি পোস্ট আছে সেটি দেখতে পারেন।

আরও পড়ুন: ডেলিভারি স্লিপ দিয়ে পাসপোর্ট চেক

ই পাসপোর্টের বর্তমান অবস্থা চেক

ই পাসপোর্টের বর্তমান অবস্থা চেক করার নিয়ম:

একটা সময় পাসপোর্টের বর্তমান অবস্থা জানার জন্য দিনের পর দিন আঞ্চলিক পাসপোর্ট অফিসে ঘুরতে হতো। ধরতে হতো বিভিন্ন মাধ্যম, ব্যয় করতে হতো অর্থ। আর সময়ের অপচয় সহ অন্যন্য বিষয় গুলো তো আছেই। তবে বর্তমানে দেশে ই পাসপোর্ট চালু হওয়ার ফলে খুব সহজেই ই পাসপোর্টের বর্তমান অবস্থা চেক করা যায়। এমনকি আপনার হাতে থাকা স্মার্ট ফোন দিয়েও আপনি এটি চেক করতে পারবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ই-পাসপোর্টের বর্তমান অবস্থা চেক করার ধাপ গুলো দেখে নেওয়া যাক।

উল্লেখ্য কেবলমাত্র সফলভাবে ই-পাসপোর্টের আবেদন, ছবি, ফিঙ্গার প্রিন্ট, চোখের আইরিশ এবং প্রয়োজনীয় সকল কাগজ পত্র জমা দেওয়ার পরই আপনার পাসপোর্টের আবেদনটি কি অবস্থায় আছে তা যাচাই করতে পারবেন। 

সম্পর্কিত: পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক ২০২৫

ধাপ-০১: 

ই-পাসপোর্টের বর্তমান অবস্থা জানার জন্য প্রথমে আপনাকে ই-পাসপোর্টের অফিশিয়াল ওয়েবসাইট "https://www.epassport.gov.bd/" এ প্রবেশ করতে হবে। অতঃপর ই পাসপোর্ট ওয়েবসাইটের হোম পেজ আপনার সামনে ওপেন হওয়ার পর মেনু আপশন থেকে CHECK STATUS -এ বাটনে ক্লিক করতে হবে। 

ধাপ-০২:

এই পেজে যে ফর্ম আসবে সেখানে ই পাসপোর্টের অনলাইন আবেদনের সময় প্রাপ্ত Online Registration ID (OID1000001234) অথবা কাগজ পত্র জমা দেওয়ার সময় প্রপ্ত ডেলিভারি স্লিপের Application ID (4000-100000000) এর যেকোন একটি পূরণ করতে হবে।

তারপর আপনার জাতীয় পরিচয় পত্র বা জন্ম নিবন্ধন সনদ অনুযায়ী জন্ম তারিখ দিয়ে I am human এ চেক দিয়ে দিতে হবে। এরপর অটোমেটিক ভাবে আপনি মানুষ কিনা সেটা ভারিফাই করা হবে৷ 

পাসপোর্টের অবস্থা চেক

 ধাপ-০৩:

চেক দেওয়ার পর অটোমেটিক ভাবে ফেরিফাই হয়ে গেলে Check বাটনে ক্লিক করতে হবে। এবার আপনার দেওয়ার সকল তথ্য সঠিক থাকলে আপনার ই পাসপোর্টের বর্তমান অবস্থা কি তা জানিয়ে দিবে।

ই পাসপোর্টের বর্তমান অবস্থায় বিভিন্ন ধরনের স্ট্যাটাস দেখাতে পারে৷ তবে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই এগুলো মূলত রেগুলার ধাপ। যা ২-৩ দিন পর পর এক ধাপ থেকে অন্য ধাপে পরিবর্তন হয়। 

আরও পড়ুন: পাসপোর্ট হয়েছে কিনা চেক ২০২৫

ই পাসপোর্টের গুরুত্বপূর্ণ কিছু অবস্থা:

ই পাসপোর্টের স্ট্যাটাস

ই-পাসপোর্টের বর্তমান অবস্থা যাচাই করার সময় সব গুলো স্ট্যাটাস কে বিবেচনায় না নিলেও যে গুরুত্বপূর্ন স্ট্যাটাস গুলোকে আপনার অবশ্যই বিবেচনায় নিতে হবে সে গুলো হলো:

Pending Backend Verification:

ই-পাসপোর্টের অন্যতম গুরুত্বপূর্ণ একটি স্ট্যাটাস হলো এটি। আপনার ই পাসপোর্টের বর্তমান অবস্থা চেক করার সময় যদি স্ট্যাটাস Pending Backend Verification দেখায় তাহলে বুঝতে হবে আপনি পাসপোর্ট অফিসে যে কাগজ পত্র গুলো জমা দিয়েছেন সেগুলো যাচাই বাছাই করা হচ্ছে। এই স্টেটাস মূলত ২ থেকে ৩ দিনের মধ্যেই পরিবর্তন হয়ে পরবর্তী ধাপে যাবে। কিন্তু যদি দেখেন এই স্টেটাস ২ থেকে ৩ দিনের মধ্যে পরিবর্তন হচ্ছে না তাহলে অবশ্যই আপনাকে পাসপোর্ট অফিসে গিয়ে যোগাযোগ করে এটি সমাধান করতে হবে।

আরও পড়ুন: বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়া পাসপোর্ট ডেলিভারি চেক

Passport Ready for Issuance:

ইই-পাসপোর্টের আরও একটি গুরুত্বপূর্ণ স্ট্যাটাস হলো Passport Ready for Issuance। এই স্ট্যাটাসটি মূলত ডেলেভারি ডেটের সময় বা তার কাছাকাছি সময়ে পাসপোর্টের বর্তমান অবস্থা চেক করলে দেখায়। এই স্ট্যাটাসের অর্থ হলো আপনার পাসপোর্টের যাবতীয় সকল পক্রিয়া সমাপ্ত হয়েছে। এবং পাসপোর্টটি রিতরণের জন্য রেডি। আপনি এখন যে কোনদিন অফিস চলাকালীন সময়ে আপনার আঞ্চলিক পাসপোর্ট অফিসে গিয়ে পাসপোর্টটি সংগ্রহ করতে পারবেন।

Sent for Rework:

ই-পাসপোর্ট আবেদনের সবচেয়ে বাজে এবং ভয়াবহ স্ট্যাটাসটি হলো এটি। আপনার পাসপোর্টের বর্তমান অবস্থা চেক করার সময় যদি এটি শো করে তখন বুঝবেন আপনার আবেদনটি এই মহূর্তে স্থগিত রয়েছে। কারণ আপনার আবেদনের সাথে আপনি যে কাগজ পত্র জমা দিয়েছেন তার মিল নেই। বা আবেদনের জন্ম তারিখের সাথে জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্রের মিল নেই। অথবা আপনার পুলিশ পুলিশ তদন্ত রিপোর্ট সন্তোষ জনক নয়। যদিও বর্তমানে পাসপোর্ট করার ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন আর প্রযোজ্য হচ্ছে না। এই ক্ষেত্রে সমাধানের জন্য সরাসরি আপনাকে পাসপোর্ট অফিসে গিয়ে তাদের সাথে কথা বলে এটির সমাধাণ করার চেষ্টা করতে হবে।

শেষ কথা:

ই-পাসপোর্ট বলেন বা পাসপোর্টই বলে এটি হলো একজন ব্যক্তির অন্যতম সনাক্তকরণ ডকুমেন্ট। তাই ই-পাসপোর্টে আবেদন করার সময় কোন তথ্য যাতে ভুল না যায় সেদিকে লক্ষ্য রাখবেন। যদি আপনি সঠিক ভাবে ই পাসপোর্টের আবেদন করেন তাহলে আপনি যথা সময়েই আপনার কাঙ্ক্ষিত পাসপোর্টটি হাতে পেয়ে যাবেন। আর এই ক্ষেত্রে আপনার স্ট্যাটাসও সবসময় পজিটিভ থাকবে৷ আশা করি এই আলোচনায় ই-পাসপোর্টের বর্তমান অবস্থা চেক ২০২৫ সম্পর্কে একটি পরিষ্কার ধারণা দিতে সক্ষম হয়েছি। ই পাসপোর্ট সম্পর্কে এমন আরো পোস্ট দেখতে আমাদের ওয়েবসাইটটি ঘুরে দেখতে পারেন। আজ এই পর্যন্তই৷ ধন্যবান।

Imran Hossain

আমি ইমরান হোসেন৷ দেশের স্বনামধন্য একটি পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে এখন পাসপোর্ট, ভিসা এবং প্রবাসীদের নিয়ে কাজ করছি৷ যার মাধ্যমে অর্জিত যৎসামান্য জ্ঞান এবং অভিজ্ঞতা এখানে নিয়মিত শেয়ার করার চেষ্টা করি।

Post a Comment

Previous Post Next Post
This Template Designed By E10Script