বর্তমানে বাংলাদেশ ই-পাসপোর্টের যুগে প্রবেশ করায় এখন খুব সহজেই দেশ কিংবা দেশের বাহিরে থেকে ই পাসপোর্টের আবেদন করা যায়। এমনি কি আপনার পাসপোর্ট আবেদনটি এখন কোন অবস্থায় আছে অর্থাৎ আপনার পাসপোর্ট হয়েছে কিনা সেটিও খুব সহজেই যেকোন স্থান থেকে চেক যায়। তবে এর জন্য প্রয়োজন একটি কম্পিউটার, ল্যাপটপ বা স্মার্ট ফোন এবং সঠিক জ্ঞান। সেজন্য পাসপোর্টের বর্তমান অবস্থা যাচাইয়ের এই কাজকে একটু সহজ করে দিতে এই আলোচনায় আমরা পাসপোর্ট হয়েছে কিনা চেক করার নিয়ম ২০২৪ নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় প্রবেশ করি।
আরও পড়ুন : ডেলিভারি স্লিপ দিয়ে ই পাসপোর্ট চেক করার নিয়ম ২০২৪
পাসপোর্ট হয়েছে কিনা চেক করার নিয়ম :
Step 01:
আপনার ই পাসপোর্ট রেডি হয়েছে কিনা তা দেখার জন্য প্রথমে আপনাকে আপনার কম্পিউটার, ল্যাপটপ বা মোবাইল হতে ই-পাসপোর্টের অফিশিয়াল ওয়েবসাইট "https://www.epassport.gov.bd/" এ প্রবেশ করতে হবে। এরপর মেনু আপশন থেকে CHECK STATUS -এ বাটনে ক্লিক করতে হবে। এরপর আপনার সামনে এমন একটি পেজ ওপেন হবে।
Step 02 :
এখানে আপনার Online Registration ID যেটি অনলাইনে ই পাসপোর্টের আবেদন করার সময় পেছিলেন সেটি প্রদান করতে হবে যেমন (OID1000001234)। অথবা Application ID যা ডেলিভারি স্লিপে পেয়েছিলেন যেমন (4000-100000000) এর সেটি প্রদান করতে হবে। এই দুই নাম্বার দিয়েই আপনি আপনার পাসপোর্ট হয়েছে কিনা তা দেখতে পারবেন।
Step 03:
OID বা Application ID নাম্বার দেওয়া হয়ে গেলে আপনার জাতীয় পরিচয় পত্র বা জন্ম নিবন্ধনে যে জন্ম তারিখ আছে তা যথাযথ ভাবে ফিলাপ করে I am human বক্সে চেক দিয়ে দিতে হবে। মানে রাখাবেন এখানে প্রদান করা জন্ম তারিখ এবং পাসপোর্টের আবেদন করার সময় আপনি যে জন্ম তারিখ ব্যবহার করেছিলেন তা অবশ্যই জাতীয় পরিচয় পত্র বা জন্ম নিবন্ধন অনুসারে একই হতে হবে।
Step 04:
এরপর স্বয়ংক্রিয় ভাবে আপনি মানুষ কিনা সেটা ভারিফাই করা হবে৷ ভেরিফাই হয়ে গেলে Check বাটনে ক্লিক করতে হবে। এরপর আপনার প্রদেয় সকল তথ্য যদি ঠিক থাকলে তাহলে পরবর্তী পেজে আপনার ই পাসপোর্টের বর্তমান অবস্থা জানিয়ে দিবে।
SMS এর মাধ্যমে পাসপোর্ট হয়েছে কিনা চেক :
আপনার পাসপোর্ট রেডি হয়েছে আছে কিনা তা SMS এর মাধ্যমেও খুব সহজে চেক করতে পারবেন। আর এ জন্য আপনাকে যা যা করতে হবে তা হলো প্রথমে আপনার মোবাইলের মেসেজ অপশন গিয়ে টাইপ করুন EPP <space>Application-ID এবং Send করুন 16445 এই নম্বরে। Application ID আপনি ডেলিভারি স্লিপে পেয়ে যাবেন যেমন (4000-100000000)। ফিরতি SMS এ আপনার পাসপোর্ট হয়েছে কিনা জানিয়ে দিবে।
আপনার পাসপোর্ট স্ট্যাটস যদি 'Passport Ready for Issuance' দেখায় তাহলে বুঝবেন আপনার পাসপোর্টের সকল পক্রিয়া সমাপ্ত হয়েছে। আপনি এখন এখন আপনার আঞ্চলিক পাসপোর্ট অফিসে গিয়ে আপনার পাসপোর্টটি সংগ্রহ করতে পারবেন। অর্থাৎ আপনার পাসপোর্টটি রেডি আছে৷ আপনি চাইলে পাসপোর্টটি সংগ্রহ করতে পারেন৷ তবে ক্ষেত্র বিশেষে এটি ছাড়াও আপনাকে অন্য বিভিন্ন ধরেন স্ট্যাটাস দেখাতে পারে।
ই পাসপোর্টের স্ট্যাটাস :
সাধারণত ই-পাসপোর্টের যে স্ট্যাটাস গুলো দেখায় এর মধ্যে কিছু রয়েছে পজিটিভ এবং কিছু রয়েছে নেগেটিভ। বেশিরভাগ ক্ষেত্রে যে স্ট্যাটাস গুলো দেখায় সেগুলো হলো:
- Submitted : যদি আপনার ই-পাসপোর্টের স্টেটাস Submitted দেখায় তাহলে বুঝতে হবে আপনার আবেদনটি ই-পাসপোর্ট অফিসের ওয়েব সার্ভারে সফল ভাবে জমা হয়েছে।
- Inrolment in Process : আপনার ই-পাসপোর্টের স্টেটাস যদি এটা হয় তখন বুঝে নিবেন আপনার আবেদনটি আপনার নিকটস্থ আঞ্চলিক পাসপোর্ট অফিসে জমা হয়েছে এবং তা প্রক্রিয়াধীন রয়েছে।
- Pending SB Police Clearance : এটি একটি গুরুত্বপূর্ন স্টেটাস। আপনার ই-পাসপোর্টের স্টেটাস যদি এটা হয় তখন বুঝে নিবেন আপনার আবেদনটি আপনার থানার পুলিশের স্পেশাল ব্রাঞ্চের নিকট পুলিশ ভেরিফিকেশনের জন্য প্রেরন করা হয়েছে। এবং আপনার আবেদনটি তাদের তদন্ত রিপোর্টের জন্য অপেক্ষাধীন রয়েছে।
- Pending for Final Approval : এর অর্থ হচ্ছে আপনার পুলিশ তদন্ত রিপোর্ট সন্তোষ জনক। এবং আপনার আবেদনটি পাসপোর্ট অফিসের সহকারী পরিচালকের অনুমদনের অপেক্ষায় রয়েছে।
- Pending for Print Queue : এই স্টেটাসের অর্থ হলো আপনার আবেদনটি পাসপোর্ট অফিসের সহকারী পরিচালকের অনুমদনের পর তা প্রিন্ট করার জন্য প্রেরন করা হয়েছে।
- Passport Shipped : আপনার ই-পাসপোর্টের স্টেটাস যদি এটা হয় তখন বুঝে নিবেন আপনার পাসপোর্টটি সফল ভাবে প্রিন্ট হয়েছে এবং তা আপনার আঞ্চলিক পাসপোর্ট অফিসে প্রেরন করা হয়েছে।
- Passport Ready for Issuance : এই স্টেটাসের অর্থ হলো আপনার পাসপোর্টের সকল পক্রিয়া সমাপ্ত হয়েছে। আপনি এখন আপনার আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাসপোর্টটি সংগ্রহ করতে পারেন।
- Pending Backend Verification : এর অর্থ হলো আপনি যে যে নথি পত্র আপনার আঞ্চলিক পাসপোর্ট অফিসে জমা দিয়েছেন সেগুলো যাচাই বাছাই করা হচ্ছে। এই স্টেটাস মূলত ২ থেকে ৩ দিনের মধ্যে পরিবর্তন হবে। তবে যদি এই স্টেটাস পরিবর্তন না হয় তাহলে পাসপোর্ট অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে।
- Sent for Rework : আপনার ই-পাসপোর্টের স্টেটাস যদি এটা শো করে তখন বুঝে নিবেন আপনার আবেদনের সাথে জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্রের মিল নেই। বা আপনার পুলিশ পুলিশ তদন্ত রিপোর্ট সন্তোষ জনক নয়। তখন সরাসরি আপনাকে পাসপোর্ট অফিসে গিয়ে এটির সমাধাণ করার চেষ্টা করতে হবে।
শেষ কথা :
দেশে ই-পাসপোর্ট সেবা চালু থাকার কারণে এখন পাসোপোর্ট সেবা একদম হাতের নাগালে চলে এসেছে। আগে পাসপোর্ট হয়েছে কিনা তা চেক করার মত সামান্য বিষয় গুলো দেখার জন্যও বিভিন্ন ভাবে হয়রানি হতে হয়েছে, অর্থ ব্যয় করতে হয়েছে, হয়েছে সময়ের অপচয়। কিন্তু বর্তমানে এই কাজ খুব সহজেই হাতে থাকা মোবাইল দিয়েই করা যাচ্ছে। এমনকি বিদেশে থাকা ব্যক্তিও খুব সহজে জানতে পারছেন বাংলাদেশে তার পাসপোর্ট রেডি আছে কিনা। আর এই সামান্য কাজে সাহায্য করার জন্য ছিল আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আশা করি এই পোস্টের মাধ্যমে আপনি পাসপোর্ট হয়েছে কিনা চেক করার নিয়ম সম্পর্কে ভালভাবেই বুঝে গেছেন। আজ এই পর্যন্তই। ই-পাসপোর্ট রিলেটেড এই রকম দরকারী সব পোস্ট দেখতে আমাদের সাথেই যুক্ত থাকুন। ধন্যবাদ৷