ডেলিভারি স্লিপ দিয়ে ই পাসপোর্ট চেক করার নিয়ম ২০২৪

পাসপোর্ট হলো একজন ব্যক্তির নিজস্ব পরিচিতির নথি। মূলত নিজ দেশের বাহিরে অন্য কোন দেশে নিজের জাতীয়তা প্রমাণের একমাত্র ডকুমেন্ট বা প্রমাণপত্র হচ্ছে পাসপোর্ট। তাই চাকরি, ভ্রমণ, চিকিৎসা, উচ্চ শিক্ষা, ট্রেইনিং বা যে কোন প্রয়োজনে দেশের বাহিরে ভ্রমণ করতে হলে আপনাকে অবশ্যই একটি পাসপোর্ট তৈরি করতে হবে। বর্তমানে কিন্তু খুব সহজে দালাল ছাড়াই পাসপোর্ট তৈরি করা যায়। আর যেহেতু এখন দালাল ছাড়াই পাসপোর্ট তৈরি করা যায় সেহেতু পাসপোর্ট তৈরি খরচও এখন তুলনা মূলক অনেক কম বললেই চলে। আপনি যদি নিজে কিংবা অন্য কোন মাধ্যমে পাসপোর্টের আবেদন করার পর তা হয়েছে কিনা সেটি যাচাই করতে চান তাহলে এই পোস্টটি শুধু মাত্র আপনারই জন্য।  এই আলোচনায় আমরা কিভাবে আপনি পাসপোর্ট এর আবেদনের পর প্রাপ্ত ডেলিভারি স্লিপ দিয়ে ই পাসপোর্ট চেক করার নিয়ম ২০২৪ নিয়ে স্ববিস্তর কথা বলা চেষ্টা করব ইনশাল্লাহ।

আরও পড়ুন : ১০ বছর মেয়াদি ই-পাসপোর্ট করতে কি কি লাগে

ডেলিভারি স্লিপ দিয়ে পাসপোর্ট চেক

পাসপোর্ট কি?

পাসপোর্ট এক ধরনের সরকারি ভ্রমণ নথি, যা সাধারণত কেউ দেশের বাহিরে ভ্রমন করতে চাইলে সরকার কর্তৃক ইস্যু করা হয়। পাসপোর্ট হল একজন ব্যক্তির আন্তর্জাতিক পরিচয় পত্র। একটি পাসপোর্টে সাধারণত ভ্রমনকারীর নাম, জন্মের তারিখ ও স্থান, ছবি, স্বাক্ষর, এবং অন্যান্য চিহ্নিতকরণের তথ্য দেওয়া থাকে। বাংলাদেশে সাধারণত ম্যানুয়াল পাসপোর্ট এবং ই-পাসপোর্ট উভয় প্রচলিত রয়েছে। উল্লেখ্য যে প্রতিটি পাসপোর্টের একটি নির্দিষ্ট মেয়াদ রয়েছে। মেয়াদ অতিক্রম হলে পাসপোর্ট নতুন করে রিনিউ করতে হয়। এবং একজন ব্যক্তি কেবল মাত্র একটি পাসপোর্টই হোল্ড করতে পারেন। আলাদা আলাদা দেশে ভ্রমন করার জন্য আলাদা আলাদা পাসপোর্ট এর প্রয়োজন হয় না।

ডেলিভারি স্লিপ দিয়ে ই পাসপোর্ট চেক করার নিয়ম :

যারা ই পাসপোর্টের জন্য আবেদন করেছেন তারা খুব সহজেই কম্পিউটার, ল্যাপটপ বা স্মার্টফোনের মাধ্যমে ডেলিভারি স্লিপ দিয়ে ই পাসপোর্টের স্টেটাস চেক করতে পারবেন। কিভাবে ডেলিভারি স্লিপ দিয়ে ই পাসপোর্ট চেক সেটি জানার জন্য নিচের নির্দেশনা গুলো ভালোভাবে অনুসরণ করুন। 

ডেলিভারি স্লিপ

ই পাসপোর্টের স্টেটাস চেক করার জন্য সর্ব প্রথম আপনাকে ডেলিভারি স্লিপ থেকে আপনার অ্যাপ্লিকেশন আইডি নাম্বার এবং জন্ম তারিখটি জেনে নিতে হবে। উপরের চিত্রে প্রর্দশিত লাল বক্সের নাম্বারটি হচ্ছে অ্যাপ্লিকেশন আইডি নাম্বার।

এরপর আপনাকে আপনার কম্পিউটার, ল্যাপটপ বা মোবাইলের যে কোন একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে।

তারপর ব্রাইজারের সার্চবারে https://www.epassport.gov.bd/authorization/application-status এই লিংকটি হবুহু টাইপ করে ইন্টার প্রেস করতে হবে। অথবা এখান থেকে সরাসরি এই লিংকে উপর ক্লিক করেও উক্ত সাইটে প্রবেশ করতে পারবেন।

ডেলিভারি স্লিপ দিয়ে পাসপোর্ট চেক

অতপর Application ID এর ঘরে ডেলিভারি স্লিপে দেওয়া Application ID সঠিক ভাবে লিখতে হবে। এবং Select date of birth এর ঘরে ডেলিভারি স্লিপে দেওয়া জন্ম তারিখটি হুবহু উল্লেখ করতে হবে। পাসপোর্টের ক্ষেত্রে জন্ম তারিখ খুবই গুরুত্বপূর্ণ। তাই সবসময় জাতীয় পরিচয় পত্র অনুসারে জন্ম তারিখ ব্যবহার করবেন।  

তারপর I am human এর অংশে টিক মার্ক দিয়ে ভেরিফিকেশন করে নিতে হবে। ভেরিফিকেশন কম্পলিট হয়ে গেলে Check বাটনে ক্লিক করলেই আপনার পাসপোর্টের বর্তমান অবস্থা দেখতে পাবেন।

ই পাসপোর্টের অবস্থা :

সাধারণত ই-পাসপোর্ট চেক করার সময় অধিকাংশ ক্ষেত্রে নিচের স্টেটাস বা আবস্থা গুলো বেশি দেখায়। এর মধ্যে কিছু রয়েছে পজিটিভ এবং কিছু রয়েছে নেগেটিভ। এই স্টেটাস গুলোর অর্থ হলো: 

  • Submitted : আপনার ই-পাসপোর্টের স্টেটাস যদি Submitted দেখায় তাহলে বুঝবেন আপনার আবেদনটি ই-পাসপোর্ট অফিসের ওয়েব সার্ভারে সফল ভাবে জমা হয়েছে।
  • Inrolment in Process : আপনার ই-পাসপোর্টের স্টেটাস টি যদি এটা হয় তখন বুঝে নিবেন আপনার আবেদনটি আপনার নিকটস্থ আঞ্চলিক পাসপোর্ট অফিসে জমা হয়েছে এবং তা প্রক্রিয়াধীন রয়েছে।
  • Pending SB Police Clearance : এটি একটি গুরুত্বপূর্ন স্টেটাস। আপনার ই-পাসপোর্টের স্টেটাস যদি এটা হয় তখন বুঝে নিবেন আপনার আবেদনটি আপনার নিকটস্থ থানার পুলিশের স্পেশাল ব্রাঞ্চের নিকট পুলিশ ভেরিফিকেশনের জন্য প্রেরন করা হয়েছে। এবং আপনার আবেদনটি তাদের তদন্ত রিপোর্টের জন্য অপেক্ষাধীন রয়েছে।
  • Pending for Final Approval : এর অর্থ হচ্ছে আপনার পুলিশ তদন্ত রিপোর্ট সন্তোষ জনক। এবং আপনার আবেদনটি পাসপোর্ট অফিসের সহকারী পরিচালকের অনুমদনের অপেক্ষায় রয়েছে।
  • Pending for Print Queue : এই স্টেটাসের অর্থ হলো আপনার আবেদনটি পাসপোর্ট অফিসের সহকারী পরিচালকের অনুমদনের পর তা প্রিন্ট করার জন্য প্রেরন করা হয়েছে।
  • Passport Shipped : আপনার ই-পাসপোর্টের স্টেটাস যদি এটা হয় তখন বুঝে নিবেন আপনার পাসপোর্টটি সফল ভাবে প্রিন্ট হয়েছে এবং তা আপনার আঞ্চলিক পাসপোর্ট অফিসে প্রেরন করা হয়েছে।
  • Passport Ready for Issuance : এই স্টেটাসের অর্থ হলো আপনার পাসপোর্টের সকল পক্রিয়া সমাপ্ত হয়েছে। আপনি চাইলে এখন আপনার আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে আপনার পাসপোর্টটি সংগ্রহ করতে পারেন।
  • Pending Backend Verification : এর অর্থ হলো আপনি যে যে নথি পত্র গুলো আপনার আঞ্চলিক পাসপোর্ট অফিসে জমা দিয়েছেন সেগুলো যাচাই বাছাই করা হচ্ছে। এই স্টেটাস মূলত ২ থেকে ৩ দিনের মধ্যে পরিবর্তন হবে। তবে যদি এই স্টেটাস পরিবর্তন না হয় তাহলে পাসপোর্ট অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে।
  • Sent for Rework : আপনার ই-পাসপোর্টের স্টেটাস যদি এটা শো করে তখন বুঝে নিবেন আপনার আবেদনের সাথে জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্রের মিল নেই। বা আপনার পুলিশ পুলিশ তদন্ত রিপোর্ট সন্তোষ জনক নয়। তখন সরাসরি আপনাকে পাসপোর্ট অফিসে গিয়ে এটির সমাধাণ করার চেষ্টা করতে হবে।

শেষ কথা :

যারা পূর্বে ই পাসপোর্টের অবস্থা চেক করেনি এখন নিজে নিজেই ই পাসপোর্টের বর্তমান আবস্থা চেক করতে চাচ্ছেন তাদের জন্য এই বিষয়টি একটু জটিল মনে হতে পারে। তবে বিষয়টি একদম জটিল নয়। আপনি যদি ভালো ভাবে আমাদের এই ই পাসপোর্ট চেক করার নিয়ম পোস্টটি পড়ে থাকেন তাহলে খুব সহজেই ডেলিভারি স্লিপ দিয়ে ই পাসপোর্ট চেক করতে পারবেন। এই রকম দরকারী এবং গুরুত্বপূর্ণ পোস্ট পড়তে আমাদের সাইট টি ঘুরে দেখতে পারেন।

Next Post Previous Post