ডেলিভারি স্লিপ দিয়ে পাসপোর্ট চেক ২০২৫

This Template Designed By E10Script

ডেলিভারি স্লিপ দিয়ে পাসপোর্ট চেক করার নিয়ম: পাসপোর্ট হলো একজন ব্যক্তির নিজস্ব পরিচিতির নথি। মূলত নিজ দেশের বাহিরে অন্য কোন দেশে নিজের জাতীয়তা প্রমাণের একমাত্র ডকুমেন্ট বা প্রমাণপত্র হচ্ছে পাসপোর্ট। 

তাই চাকরি, ভ্রমণ, চিকিৎসা, উচ্চ শিক্ষা, ট্রেইনিং বা যে কোন প্রয়োজনে দেশের বাহিরে ভ্রমণ করতে হলে আপনাকে অবশ্যই একটি পাসপোর্ট তৈরি করতে হবে। 

বর্তমানে কিন্তু খুব সহজে দালাল ছাড়াই পাসপোর্ট তৈরি করা যায়। আর যেহেতু এখন দালাল ছাড়াই পাসপোর্ট তৈরি করা যায় সেহেতু পাসপোর্ট তৈরি খরচও এখন তুলনা মূলক অনেক কম বললেই চলে। 

আপনি যদি নিজে কিংবা অন্য কোন মাধ্যমে পাসপোর্টের আবেদন করার পর তা হয়েছে কিনা সেটি যাচাই করতে চান তাহলে এই পোস্টটি শুধু মাত্র আপনারই জন্য।  

এই আলোচনায় আমরা কিভাবে আপনি পাসপোর্ট এর আবেদনের পর প্রাপ্ত ডেলিভারি স্লিপ দিয়ে পাসপোর্ট চেক করার নিয়ম ২০২৫ নিয়ে স্ববিস্তর কথা বলা চেষ্টা করব ইনশাল্লাহ।

আরও পড়ুন : পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক ২০২৫

ডেলিভারি স্লিপ দিয়ে পাসপোর্ট চেক

পাসপোর্ট কি?

পাসপোর্ট এক ধরনের সরকারি ভ্রমণ নথি, যা সাধারণত কেউ দেশের বাহিরে ভ্রমন করতে চাইলে সরকার কর্তৃক ইস্যু করা হয়। পাসপোর্ট হল একজন ব্যক্তির আন্তর্জাতিক পরিচয় পত্র। একটি পাসপোর্টে সাধারণত ভ্রমনকারীর নাম, জন্মের তারিখ ও স্থান, ছবি, স্বাক্ষর, এবং অন্যান্য চিহ্নিতকরণের তথ্য দেওয়া থাকে। বাংলাদেশে সাধারণত ম্যানুয়াল পাসপোর্ট এবং ই-পাসপোর্ট উভয় প্রচলিত রয়েছে। 

উল্লেখ্য যে প্রতিটি পাসপোর্টের একটি নির্দিষ্ট মেয়াদ রয়েছে। মেয়াদ অতিক্রম হলে পাসপোর্ট নতুন করে রিনিউ করতে হয়। এবং একজন ব্যক্তি কেবল মাত্র একটি পাসপোর্টই হোল্ড করতে পারেন। আলাদা আলাদা দেশে ভ্রমন করার জন্য আলাদা আলাদা পাসপোর্ট এর প্রয়োজন হয় না।

আরও পড়ুন: পাসপোর্ট হয়েছে কিনা চেক ২০২৫

পাসপোর্ট চেক করতে কি কি লাগে:

পাসপোর্ট হলো আমাদের জাতীয় ও আন্তর্জাতিক ভ্রমণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট। তাই পাসপোর্ট সম্পর্কে খুটিনাটি জ্ঞান রাখা আমাদের জন্য খুবই জরুরী। তারই অংশ হিসাবে এখানে আমরা পাসপোর্ট চেক করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস এবং প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করবো:

  • Online Registration ID (OID) : ই পাসপোর্টের আবেদন করার পর আবেদন কপিতে OID1000001234 এই ধরনের যে নাম্বারটি পিয়েছিলেন সেটিই হচ্ছে। Online Registration ID (OID)। পাসপোর্ট চেক করার জন্য এই নাম্বারটি আপনার প্রয়োজন হবে।
  • Application ID : পাসপোর্ট চেক করার জন্য Online Registration ID (OID) বা Application ID যে কোন একটি হলেই হয়। আপনার কাছে যদি কোন কারনে Online Registration ID না থাকে তাহলে আপনি ডেলিভারি স্লিপে থেকে প্রাপ্ত Application ID (যেমন: 4000-100000000) দিয়ে পাসপোর্ট চেক করতে পারবেন। 
  • জন্ম তারিখ: পাসপোর্ট চেক করার জন্য যে জিনিসটি অবশ্যই লাগবে সেটি হলো আপনার জন্ম তারিখ। এবং এ জন্ম তারিখটি অবশ্যই আপনার জাতীয় পরিচয় পত্র, জন্ম নিবন্ধন অনুসারে হতে হবে।

ডেলিভারি স্লিপ দিয়ে পাসপোর্ট চেক:

যারা ই-পাসপোর্টের জন্য আবেদন করেছেন তারা খুব সহজেই কম্পিউটার, ল্যাপটপ বা স্মার্টফোনের মাধ্যমে ডেলিভারি স্লিপ দিয়ে ই-পাসপোর্টের স্ট্যাটাস চেক করতে পারবেন। কিভাবে ডেলিভারি স্লিপ দিয়ে ই-পাসপোর্ট চেক করতে হয় সেটি জানার জন্য নিচের নির্দেশনা গুলো ভালোভাবে অনুসরণ করুন। 

ডেলিভারি স্লিপ

ই-পাসপোর্টের স্টেটাস চেক করার জন্য সর্ব প্রথম আপনাকে ডেলিভারি স্লিপ থেকে আপনার অ্যাপ্লিকেশন আইডি নাম্বার এবং জন্ম তারিখটি জেনে নিতে হবে। উপরের চিত্রে প্রর্দশিত লাল বক্সের নাম্বারটি হচ্ছে অ্যাপ্লিকেশন আইডি নাম্বার।

এরপর আপনাকে আপনার কম্পিউটার, ল্যাপটপ বা মোবাইলের যে কোন একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে।

তারপর ব্রাইজারের সার্চবারে https://www.epassport.gov.bd/authorization/application-status এই লিংকটি হবুহু টাইপ করে ইন্টার প্রেস করতে হবে। অথবা এখান থেকে সরাসরি এই লিংকে উপর ক্লিক করেও উক্ত সাইটে প্রবেশ করতে পারবেন।

ডেলিভারি স্লিপ দিয়ে পাসপোর্ট চেক

অতপর Application ID এর ঘরে ডেলিভারি স্লিপে দেওয়া Application ID সঠিক ভাবে লিখতে হবে। এবং Select date of birth এর ঘরে ডেলিভারি স্লিপে দেওয়া জন্ম তারিখটি হুবহু উল্লেখ করতে হবে। পাসপোর্টের ক্ষেত্রে জন্ম তারিখ খুবই গুরুত্বপূর্ণ। তাই সবসময় জাতীয় পরিচয় পত্র অনুসারে জন্ম তারিখ ব্যবহার করবেন।  

তারপর I am human এর অংশে টিক মার্ক দিয়ে ভেরিফিকেশন করে নিতে হবে। ভেরিফিকেশন কম্পলিট হয়ে গেলে Check বাটনে ক্লিক করলেই আপনার পাসপোর্টের বর্তমান অবস্থা দেখতে পাবেন।

সম্পর্কিত: পাসপোর্টের বর্তমান অবস্থা চেক ২০২৫

SMS এর মাধ্যমে পাসপোর্ট চেক:

আপনার কাছে যদি ইন্টারনেট কানেকশন বা স্মার্ট ডিভাইস যেমন কম্পিউটার, ল্যাপটপ, স্মার্ট ফোন নাও থাকে তবুও আপনি ডেলিভারি স্লিপ দিয়ে পাসপোর্ট চেক করতে পারবেন। এ ক্ষেত্রে আপনাকে SMS এর মাধ্যমে পাসপোর্ট চেক করতে হবে। সেজন্য আপনার প্রয়োজন হবে যেকোন একটি সেলফোন এবং আপনার ডেলিভারি স্লিপ। 

SMS এর মাধ্যমে পাসপোর্ট চেক করার জন্য প্রথমে আপনি উপরের দেখানো নিয়মে আপনার ডেলিভারি স্লিপ থেকে Application ID নাম্বরটি সংগ্রহ করুন। এবং তারপর পাসপোর্ট স্ট্যাটাস জানার জন্য মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে টাইপ করুন START একটি স্পেস দিয়ে EPP আর একটা স্পেস দিয়ে Application ID লিখে পাঠিয়ে দিন ১৬৪৪৫ নাম্বারে। উদাহরণ: START EPP 4000-100000000 লিখে 16445 নাম্বারে পাঠান। 

ফিরতি ম্যাসেজে তারা আপনার পাসপোর্টের বর্তমান স্ট্যাটাসটি জানিয়ে দিবে। এভাবে খুব সহজেই আপনি আপনার পাসপোর্টি হয়েছে কিনা তা চেক করতে পারবেন। 

পাসপোর্ট হয়েছে কিনা চেক করার নিয়ম:

আপনার পাসপোর্ট হয়েছে কিনা তা চেক করার জন্য উপরের দেখানো নিয়ম অনুসারেই একই ভাবে ই-পাসপোর্টের অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। তারপর মেনু অপশন থেকে CHECK STATUS বাটনে ক্লিক করতে হবে।

এবং একই ভাবে Online Registration ID অথবা Application ID যে কোন একটি ব্যবহার করে জাতীয় পরিচয় পত্র, জন্ম নিবন্ধন অনুসারে জন্ম তারিখ দিয়ে I am human এ চেক দিয়ে Check বাটনে ক্লিক দিলেই পাসপোর্টে হয়েছে কিনা তা জানিয়ে দিবে।

আপনার পাসপোর্ট যদি রেডি হয় তাহলে পাসপোর্টের স্ট্যাটাস Passport Ready for Issuance দেখাবে।  তখন বুঝবেন আপনার পাসপোর্টের সকল পক্রিয়া সমাপ্ত হয়েছে। আপনি এখন আপনার আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাসপোর্টটি সংগ্রহ করতে পারবেন।

পাসপোর্ট ডেলিভারি স্লিপ হারিয়ে গেলে করণীয়:

পাসপোর্ট ডেলিভারি স্লিপ হারিয়ে যাওয়া অনেক ক্ষেত্রেই একটি কমন সমস্যা। তবে যেহেতু এটি সমাধান যোগ্য তাই এটি নিয়ে খুব বেশি উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। কোন কারণে আপনার ডেলিভারি স্লিপটি যদি হারিয়ে যায় তাহলে পাসপোর্ট পাওয়ার জন্য আপনাকে কিছু পদক্ষেপ নিতে হবে। 

পাসপোর্ট অফিসে যোগাযোগ:

আপনার পাসপোর্টের ডেলিভারি স্লিপটি হারিয়ে গেলে প্রথমে আপনার সংশ্লিষ্ট অঞ্চলিক পাসপোর্ট অফিসে যোগাযোগ করতে হবে। সেখানে আপনি আপনার পাসপোর্ট আবেদনের সময় সেসকল তথ্য প্রদান করেছিলেন সেই সব তথ্য প্রদান করে সমস্যার সমাধানের চেষ্টা করতে হবে। যদি আপনার আবেদন নাম্বার মনে থাকে তাহলে সেটি প্রদান করবেন। আশা করা যায় আপিনার সমস্যাটি সমাধান হয়ে যাবে।

জিডি (জেনারেল ডায়েরি):

আপনার ডেলিভারি স্লিপ হারিয়ে গেলে আপনার উচিত সাথে সাথে থানায় জানিয়ে একটি জিডি করে রাখা। কারণ জিডি ছাড়া আপনি পাসপোর্ট অফিসে সাহায্য চাইলে তারা নাও সাহায্য করতে পারে৷ সেক্ষেত্রে এই জিডি কপিটি পাসপোর্ট অফিসে জমা দিলে তারা আপনার পাসপোর্টের ডেলিভারি স্লিপ সংক্রান্ত সমস্যাটির দ্রুত সমাধান করবে।

প্রয়োজনে আইনগত সাহায্য গ্রহন:

যদি ডেলিভারি স্লিপ হারানোর কারণে জটিলতা বেশি হয় বা ডেলিভারি স্লিপ হারানোর কারণে পাসপোর্ট পেতে সমস্যা হয়, তবে একজন অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নিতে পারেন।

কি কি কাগজ জমা দিবেন:

ডেলিভারি স্লিপ হারিয়ে গেলে পুনরায় ডেলিভারি স্লিপ পাওয়ার জন্য আপনাকে যে সব কাগজ পত্র জমা দিতে হবে তা হলো :

  • পাসপোর্টের আবেদনের কপি। 
  • জাতীয় পরিচয় পত্র বা জন্ম নিবন্ধন সনদ।
  • জিডির কপি। 

গুরুত্বপূর্ণ টিপস: পাসপোর্ট ডেলিভারি স্লিপ পাওয়ার সাথে সাথে তার কয়েকটি ফটোকপি করে বা ছবি তুলে রাখবেন। এবং পাসপোর্ট আবেদনের সময় ব্যবহৃত যোগাযোগের মাধ্যমগুলো (মোবাইল, ইমেইল) সবসময় অ্যাকটিভ রাখবেন।

শেষ কথা :

যারা পূর্বে ই-পাসপোর্টের অবস্থা চেক করেনি এখন নিজে নিজেই ই-পাসপোর্টের বর্তমান আবস্থা চেক করতে চাচ্ছেন তাদের জন্য এই বিষয়টি একটু জটিল মনে হতে পারে। তবে বিষয়টি একদম জটিল নয়। আপনি যদি ভালো ভাবে আমাদের এই ই পাসপোর্ট চেক করার নিয়ম পোস্টটি পড়ে থাকেন তাহলে খুব সহজেই ডেলিভারি স্লিপ দিয়ে ই পাসপোর্ট চেক করতে পারবেন। এই রকম দরকারী এবং গুরুত্বপূর্ণ পোস্ট পড়তে আমাদের সাইট টি ঘুরে দেখতে পারেন।

Imran Hossain

আমি ইমরান হোসেন৷ দেশের স্বনামধন্য একটি পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে এখন পাসপোর্ট, ভিসা এবং প্রবাসীদের নিয়ে কাজ করছি৷ যার মাধ্যমে অর্জিত যৎসামান্য জ্ঞান এবং অভিজ্ঞতা এখানে নিয়মিত শেয়ার করার চেষ্টা করি।

1 Comments

Previous Post Next Post
This Template Designed By E10Script